H পৃষ্ঠা ২২
- English Word hoarse Bengali definition [হোস্] (adjective) (কণ্ঠ) কর্কশ; ভাঙা; ফাটা; (ব্যক্তি) কর্কশকণ্ঠ; ভাঙা গলা; ভগ্নকণ্ঠ; ভগ্নস্বর: Many people shouted themselves hoarse, চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেলেছে। hoarsely (adverb) কর্কশকণ্ঠে; ভগ্নকণ্ঠে; ভাঙা গলায়। hoarseness (noun) স্বরভঙ্গ; স্বরভগ্নতা।
- English Word hoary Bengali definition [হোরি] (adjective) (hoarier, hoariest) বয়সের দরুন ধূসর বা ধবল; পলিত; সুপ্রাচীন: the hoary ruins of Buddhist temples. hoariness (noun) ধবলতা; কেশপক্বতা; পলিতত্ব।
- English Word hoax Bengali definition [হোউক্স্] (noun) [countable noun] কৌতুকচ্ছলে কাউকে নিয়ে অনিষ্টকর চালাকি; ধোঁকা; চাতুরী; ভেলকি; তামাশা; ছলনা; ধোঁকাবাজি। □ (verb transitive) ধোঁকা দেওয়া: hoax somebody into believing or doing something foolish. hoaxer (noun) ধোঁকাবাজ; ভেলকিবাজ।
- English Word hob Bengali definition [হব্] (noun) খাদ্যদ্রব্য বা পানি গরম রাখার জন্য লৌহচুল্লির (fireplace) পার্শ্বস্থ ধাতুনির্মিত তাক।
- English Word Hob-son’s choice Bengali definition [হব্সন্জ চয়স্] (Noun) দ্রষ্টব্য choice.
- English Word hobble Bengali definition [হব্ল্] (verb intransitive), (verb transitive) (১) খোঁড়ানো; খুঁড়িয়ে চলা: The old beggar hobbled along the deserted street. (২) (ঘোড়া বা গাধা যাতে বেশি দূরে চলে যেতে না-পারে সেজন্য) দুই পা বেঁধে রাখা।
- English Word hobby Bengali definition [হবি] (noun) (plural hobbies) নিজের নিয়মিত কর্তব্যের অতিরিক্ত অবসরবিনোদনমূলক কাজ; শখ; সাধ।
- English Word hobbyhorse Bengali definition [হবিহোস্] (noun) [countable noun] (শিশুদের খেলার জন্য কিংবা নাগরদোলায় কাঠের) দোলনাঘোড়া; ঘোড়ামুখো দীর্ঘ লাঠি; (লাক্ষণিক) (আলাপ-আলোচনার) প্রিয় প্রসঙ্গ; সাধের বিষয়: We were alarmed as he started on his hobbyhorse.
- English Word hobgoblin Bengali definition [হব্গব্লিন্] (noun) [countable noun] দুষ্টপ্রকৃতির অশরীরী কাল্পনিক জীববিশেষ; খুদে শয়তান; কুৎসিত পাপাত্মা; পিশাচ।
- English Word hobnail Bengali definition [হবনেইল্] (noun) ভারী জুতা বা বুটের তলায় মারার জন্য মোটা মাথাযুক্ত খাটো পেরেক; হোঁতকা পেরেক। hobnailed(adjective) (জুতা, বুট ইত্যাদি সম্বন্ধে) কাঁটাযুক্ত।
- English Word hobnob Bengali definition [হব্নব্] (verb intransitive) (hobnobbed, hobnobbing, hobnobs) hobnob (together)/(with somebody) মাখামাখি/মেলামেশা করা: He likes to hobnob with the rich.
- English Word Hobson-Jobson Bengali definition [হব্সন্ জব্সন্] (adjective) ভারতীয় উপমহাদেশের শব্দাবলিকে কিছু পরিবর্তন করে ইংরেজি ভাষায় গ্রহণের পদ্ধতিসম্পর্কিত; হবসন-জবসন।
- English Word hock 1 Bengali definition [হক্] (noun) [uncountable noun] জন্তুর পেছনের পায়ের মাঝখানের জোড়া; মধ্যমসন্ধি।
- English Word hock 2 Bengali definition [হক্] (noun) [uncountable noun] জার্মানির সাদা মদবিশেষ; হক।
- English Word hock 3 Bengali definition [হক্] (verb transitive) (অপশব্দ) বন্ধক দেওয়া/রাখা; রেহান দেওয়া/রাখা। □ (noun) in hock বন্ধক।
- English Word hockey Bengali definition [হকি] (noun) [uncountable noun] field hockey এগারোজন খেলোয়াড়সংবলিত দুই দলের মধ্যে একটি বল এবং এগারোটি যষ্টিসহযোগে ক্রীড়নীয় মেঠো খেলাবিশেষ; মেঠো হকি। ice hockey (noun) জমাট বরফের উপর ছয়জন খেলোয়াড়সংবলিত দুই দলের মধ্যে একটি রাবারের চাকতিসহযোগে ক্রীড়নীয় খেলাবিশেষ (খেলোয়াড়দের পায়ে থাকে স্খলনপাদুকা এবং হাতে যষ্টি); তুষার হকি। hockey stick (noun) হকি যষ্টি।
- English Word hocuspocus Bengali definition [হোউকাস্পোউকাস্] (noun) [uncountable noun] কোনোকিছু থেকে দৃষ্টি সরানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত কথা বা আচরণ; কুহক; ভেলকিবাজি; ছলনা; প্রতারণা।
- English Word hod Bengali definition [হড্] (noun) ইট ইত্যাদি কাঁধে করে বহন করার জন্য শ্রমিকদের ব্যবহারার্থ লম্বা হাতলযুক্ত হালকা খোলা বাক্সবিশেষ; চুবড়ি।
- English Word hodgepodge Bengali definition [হজ্পজ্] (noun) [uncountable noun] =hotchpotch.
- English Word hoe Bengali definition [হোউ] (noun) নিড়ানি। dutch hoe ঠেলে ঠেলে চালাতে হয় এমন নিড়ানি; ঠেলা নিড়ানি। □ (verb transitive), (verb intransitive) (past tense, past participle hoed) নিড়ানি দেওয়া; নিড়ানো: hoeing the weeds.