H পৃষ্ঠা ২১
- English Word hirsute Bengali definition [হাসিঊট্ America(n) hirsute হাসূট্] (adjective) (আনুষ্ঠানিক) লোমশ; লোমময়; রুক্ষ; উস্কখুস্ক।
- English Word his Bengali definition [জোরালো বা আদ্যরূপ: হিজ্; মধ্যবর্তী দুর্বল রূপ: ইজ্] (adjective), (pronoun) তার; তাঁর।
- English Word Hispanic Bengali definition [হিস্প্যানিক্] (adjective) স্পেনীয়; হিস্পানি।
- English Word hiss Bengali definition [হিস্] (verb transitive), (verb intransitive) (১) (সাপের মতো) ফোঁস/ফোঁসফোঁস করা; ফোঁসানো; ফোঁসা। (২) hiss (off); hiss (at) (অসন্তোষ বা বিরাগসূচক) হিসহিস শব্দ করা: hiss an actor off the stage; hiss (at) a new play. □ (noun) [Countable noun] ফোঁসফোঁসানি; হিসহিস: The proposal was turned down with hisses.
- English Word histamine Bengali definition [হিস্টামীন্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) দেহকলায় উপস্থিত রাসায়নিক যৌগবিশেষ, যা অ্যালার্জিক প্রতিক্রিয়াবশত অধিক পরিমাণে নিঃসৃত হয়ে আক্রান্ত ব্যক্তির পক্ষে মারাত্মক হয়ে উঠতে পারে; হিস্টামিন।
- English Word historian Bengali definition [হিসটোরিআন্] (noun) ঐতিহাসিক; ইতিহাসবেত্তা; ইতিহাসলেখক; ইতিবৃত্তকার।
- English Word historic Bengali definition [হিস্টরিক America(n) হিস্টোরিক] (adjective) (১) ঐতিহাসিক; ইতিহাসপ্রসিদ্ধ: a historic spot/event/speech. historic times যে সময়ের লিখিত ইতিহাস রয়েছে কিংবা যে সময়ের ইতিহাস জানা যায় (বিপরীত pre-historic times); ঐতিহাসিক/ইতিহাসভুক্ত যুগ। (২) the historic present (ব্যাকরণ) ঐতিহাসিক বর্তমান।
- English Word historical Bengali definition [হিস্টারিক্ল্ America(n) হিস্টোরিক্ল্] (adjective) (১) ইতিহাসভুক্ত; ইতিহাসঘটিত; ঐতিহাসিক: historical events and people, অর্থাৎ কাল্পনিক নয়; a historical novel/play/film/painting. ইতিহাস সম্পৃক্ত উপন্যাস ইত্যাদি। (২) ইতিহাস সম্বন্ধীয়; ঐতিহাসিক: historical studies, ইতিহাসবিষয়ক পর্যেষণা। historically [হিস্টারিকললি] (adverb) ঐতিহাসিকভাবে।
- English Word history Bengali definition [হিস্ট্রি] (noun) (plural histories) (১) ইতিহাস; ইতিবৃত্ত: a student of history. make history ইতিহাস সৃষ্টি করা। ancient history ৪৭৬ খ্রিস্টাব্দে পাশ্চাত্য রোমক সাম্রাজ্যে ধ্বংস পর্যন্ত ইউরোপীয় ইতিহাস; প্রাচীন ইতিহাস; পুরাবৃত্ত। medieval history ১৪৫৩ খ্রিস্টাব্দে তুর্কিদের কন্স্ট্যান্টিনোপ্ল অধিকার পর্যন্ত ইতিহাস; মধ্যযুগের ইতিহাস। modern history (১৪৫৩ থেকে আধুনিককাল পর্যন্ত) আধুনিক যুগের ইতিহাস। (২) [countable noun] ইতিহাসগ্রন্থ; ইতিহাস: a history of Bangladesh. (৩) [countable noun] কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সম্পৃক্ত ঘটনাবলি; ইতিহাস: the inner history of the Communist Party. (৪) natural history প্রাকৃতিক বিষয়াদির সুসম্বন্ধ বিবরণ; প্রাকৃতিক ইতিহাস।
- English Word histrionic Bengali definition [হিস্ট্রিঅনিক্] (adjective) (১) নাটক; মঞ্চ ও অভিনয় সম্বন্ধীয়: histrionic ability অভিনয়নৈপুণ্য; মঞ্চকুশলতা। (২) নাটকীয়; কপট; আন্তরিকতাহীন। histrionics (noun) (plural) (১) নাট্যাভিনয়; মঞ্চাভিনয়; অভিনয়কলা। (২) নাটকীয় বা রঙ্গশালাযোগ্য, বিশেষত অতিরঞ্জিত আচরণ; কিলাকিঞ্চিত।
- English Word hit Bengali definition [হিট্] (Verb transitive), (verb intransitive) (hit, hitting, hits; past tense, past participle hit) (১) মারা; আঘাত করা; (লক্ষ্য ইত্যাদি) বেধ/ভেদ করা; (কিছুর সঙ্গে) সজোরে চোট খাওয়া; hit somebody on the head; hit the mark. I hit my forehead against the wall as I fell. hit a man when he’s down; hit a man below the belt (মুষ্টিযুদ্ধের নিয়ম অমান্য করে) কোমরবন্দের নিচে আঘাত করা; (লাক্ষণিক) অন্যায়/অসহায়ত্বের সুযোগ গ্রহণ করা; মড়ার উপর খাঁড়ার ঘা মারা। hit it; hit the nail on the head যথার্থ আঁচ করা; লাগসই/জুতসই/মোক্ষম কথা বলা বা কাজ করা। hit it off (with somebody/together) একমত হওয়া; বনিবনা/মনের মিল হওয়া: We hit it off well. hit-and-run (attributive(ly)) (adjective) (মোটরচালক) সড়ক দুর্ঘটনা ঘটিয়েই পালিয়েছে এমন; (সড়ক দুর্ঘটনা) ঘটার পরপরই মোটরচালক পালিয়েছে এমন; (যুদ্ধকৌশল বা আক্রমণ) চকিতে আঘাত হেনে দ্রুত পালিয়ে যায় এমন; চোরাগোপ্তা। (২) hit somebody hard কষ্টে/বেকায়দায় ফেলা; কঠিন আঘাত হানা: The farmers were hard hit by the slump. (৩) উপনীত হওয়া; খুঁজে পাওয়া: hit the right path. hit the headlines (কথ্য, সংবাদ সম্বন্ধে) (চাঞ্চল্যকর বলে) শিরোনাম রূপে প্রকটভাবে মুদ্রিত হওয়া; (খবরের কাগজের) শিরোনাম হওয়া। hit the road (কথ্য) পথে বেরিয়ে পড়া। (৪) আঘাত হানা: Hit hard! hit out (against) সবলে আঘাত হানা; (লাক্ষণিক) প্রচণ্ডভাবে আক্রমণ করা: The leader of the opposition hit out against the ruling party. (৫) hit on/upon something অপ্রত্যাশিতভাবে বা দৈবক্রমে আবিষ্কার করা; (কোনোকিছু) হঠাৎ মনে উদয় হওয়া: hit upon an idea/the right answer/a plan for making money. (৬) hit somebody/something off (কথ্য) সংক্ষেপে এবং যথাযথভাবে বর্ণনা করা; দ্রুত একটি রেখাচিত্র উপস্থাপন করা। (৭) (ক্রিকেট) অর্জন বা সংগ্রহ করা: He hit 75 runs in the first half of the match. □ (noun) (১) আঘাত; প্রহার: three hits and five misses; a clever hit. hitman (noun) (অপশব্দ) ভাড়াটে খুনি/ঘাতক। (২) সার্থক প্রয়াস বা অনুষ্ঠান: hit songs, song hits, জননন্দিত/জনপ্রিয় গান; a lucky hit, অপ্রত্যাশিত সাফল্য। make a hit (with somebody) (কথ্য) তার মনে দাগ কাটা; মন জয় করা। hit parade (noun) সবচেয়ে বেশি কাটতি জনপ্রিয় রেকর্ডের তালিকা। (৩) বিদ্রূপাত্মক আঘাত; কটাক্ষ: That was not a hit at you.
- English Word hitch Bengali definition [হিচ্] (verb intransitive), (verb transitive) (১) hitch something up হেঁচকা টান মেরে তোলা: hitch up one’s trousers. (২) বাঁধা; জোতা; আটকানো; আটকে যাওয়া: hitch a horse to fence; hitch a rope round a bough of a tree. (৩) hitch (a ride/lift) (কথ্য) পথে চলন্ত মোটরগাড়িতে বিনা ভাড়ায় সফর করার জন্য সংকেত করা; বিনা ভাড়ায় সফরসঙ্গী হওয়া, দ্রষ্টব্যhitchhike. □ (noun) (১) হেঁচকা টান; ধাক্কা; ঝাঁকি; আকস্মিক ঠেলা। (২) (নাবিকদের) ফাঁস; গিঁট। (৩) সাময়িক গতিরোধ বা বিঘ্ন; গোলযোগ: go off without a hitch, নির্বিঘ্নে সম্পন্ন হওয়া।
- English Word hitchhike Bengali definition [হিচ্হাইক্] (verb intransitive) (কথ্যসংক্ষেপ hitch) (চলন্ত মোটরযান থামিয়ে) বিনা ভাড়ায় সফরসঙ্গী হওয়া; সংকেত-সফর করা। hitch-hiker (noun) সংকেতপথিক।
- English Word hither Bengali definition [হিদার্] (adverb) (প্রাচীন প্রয়োগ) এই পর্যন্ত; এখানে। hitherto [হিদাটু] (adverb) এযাবৎ, এখন পর্যন্ত। hither and thither ইতস্তত; এখানে-সেখানে।
- English Word hive Bengali definition [হাইভ্] (noun) (১) (অপিচ beehive) মৌমাছি পালনের জন্য (কাঠ, খড় ইত্যাদি দিয়ে তৈরি) বাক্স; মধুকোষ। (২) কর্মচঞ্চল স্থান: a hive of industry. □ (verb transitive), (verb intransitive) (১) (মৌমাছিদের) মধুকোষে ঢোকানো: a hive swarm; (মৌমাছি) মধু সঞ্চয় করা। (২) মধুকোষে ঢোকা; (মৌমাছির মতো) ঠাসাঠাসি করে বাস করা। hive off (from) (লাক্ষণিক) (মৌমাছির দলের মতো) আলাদা হয়ে যাওয়া (এবং সম্ভবত স্বায়ত্তশাসন লাভ করা); (কোনো সংস্থার অংশবিশেষকে) স্বায়ত্তশাসন দান করা: hive off parts of the nationalized textile industry.
- English Word hives Bengali definition [হাইভ্জ্] (noun) (plural) লাল লাল দাগ ও চুলকানিযুক্ত চর্মরোগবিশেষ; রক্তস্ফোট।
- English Word ho Bengali definition [হৌ] (Interjection) বিস্ময়, চমক ইত্যাদি সূচক ধ্বনি; হো! বাহ!
- English Word hoar Bengali definition [হো(র্)] (adjective) (সাহিত্যিক) (চুল) বার্ধক্যহেতু সাদা বা ধূসর; পলিত; (ব্যক্তি) পলিতকেশ। hoarfrost (noun) [uncountable noun] সাদা বরফকণা, ঘাস, পাতা, ছাদ ইত্যাদির উপর জমাট শিশিরকণা; নীহারকণা।
- English Word hoard Bengali definition [হোড্] (noun) (১) সযত্নে সঞ্চিত ও রক্ষিত অর্থ; খাদ্য বা অন্য মূল্যবান সম্পদ; সঞ্চিত ভাণ্ডার। (২) ভূগর্ভ খুঁড়ে বের করা প্রাচীনকালের মুদ্রা; মূল্যবান সামগ্রী ইত্যাদির সংগ্রহ; গুপ্তভাণ্ডার: a miser’s hoard. □ (verb transitive), (verb intransitive) hoard (up) মজুত/পুঞ্জীভূত করা: hoard gold. hoarder (noun) মজুতদার।
- English Word hoarding Bengali definition [হোডিঙ্] (noun) (America(n) = billboard) পতিত জমি, নির্মাণাধীন এলাকা ইত্যাদির চারিদিকে (প্রায়ই অস্থায়ী) তক্তার বেড়া, যা অনেক সময় বিজ্ঞাপন লাগানোর জন্য ব্যবহৃত হয়; বিজ্ঞাপনমঞ্চ।