F পৃষ্ঠা ৩৩
- English Word forefront Bengali definition [ফোফ্রনট্] (noun) the forefront অগ্রভাগ; পুরোভাগ: in the forefront of the battle.
- English Word foregather Bengali definition দ্রষ্টব্যforgather.
- English Word forego 1 Bengali definition [ফোগোউ] (verb transitive), (verb intransitive) (plural forewent [ফোওয়েন্ট্] past participle foregone [ফোগন্ America(n) ফোগোন]) অগ্রবর্তী বা পূর্ববর্তী হওয়া। foregoing (adjective) পূর্ববর্তী; পূর্বোল্লিখিত। foregone [ফোগন্ America(n) ফোগোন] (adjective) পূর্বগত। a foregone conclusion যে পরিণাম প্রথম থেকেই দেখা সম্ভব (ছিল); পূর্বগত পরিণাম।
- English Word forego 2 Bengali definition দ্রষ্টব্যforgo.
- English Word foreground Bengali definition [ফোগ্রাউন্ড্] (noun) (১) (বিশেষত ছবিতে) দৃশ্যের যে অংশ দর্শকের সবচেয়ে নিকটবর্তী পুরোভূমি। (২) (লাক্ষণিক) সবচেয়ে সুপ্রত্যক্ষ অবস্থান; পুরোভাগ: Keep oneself in the foreground.
- English Word forehand Bengali definition [ফোহ্যান্ড্] (adjective) (টেনিস ইত্যাদি খেলায় র্যাকেটের আঘাত সম্বন্ধে) হাতের তালু সামনের দিকে ফিরিয়ে মারা। (তুলনীয় backhand)
- English Word forehead Bengali definition [ফরিড্ America(n) ফোরিড্] (noun) কপাল; ললাট।
- English Word foreign Bengali definition [ফরান America(n) ফোরান ] (adjective) (১) বিদেশি; ভিনদেশি; বৈদেশিক; পরদেশি; বহিরাগত। the Foreign office বৈদেশিক মন্ত্রণালয়। Foreign Secretary পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান; পররাষ্ট্র সচিব। foreign exchange বৈদেশিক বিনিময় মুদ্রা। (২) foreign to অসম্পর্কিত; স্বভাবসিদ্ধ নয় এমন: Any form of cruelty is foreign to his nature, তার প্রকৃতিবিরুদ্ধ। (৩) বাইরে থেকে আগত; বাইরের: a foreign body in the eye. foreigner (noun) বিদেশি; ভিনদেশি; পরদেশি।
- English Word foreknowledge Bengali definition [ফোনলিজ্] (noun) [uncountable noun] (কোনো ঘটনার বা কোনোকিছুর অস্তিত্বের) পূর্বজ্ঞান।
- English Word foreland Bengali definition [ফোলান্ড্] (noun) অন্তরীপ; উদগ্রভূমি।
- English Word foreleg Bengali definition [ফোলেগ্] (noun) (চতুষ্পদ জন্তুর) সামনের পা।
- English Word forelock Bengali definition [ফোল্ক্] (noun) কপালের ঠিক উপরিবর্তী কেশগুচ্ছ; চূর্ণকুন্তল। take time by the forelock সুযোগ হাতছাড়া না-করা; সুযোগের সদ্ব্যবহার করা।
- English Word foreman Bengali definition [ফোমান] (noun) plural foremen [ফোমেন্] (১) শ্রমিকদের প্রধান; অগ্রকর্মী। (২) জুরির প্রধান সদস্য ও মুখপাত্র।
- English Word foremast Bengali definition [ফোমা:সট্ American noun ফোম্যাস্ট্] (noun) জাহাজের সবচেয়ে অগ্রবর্তী মাস্তুল; অগ্রমাস্তুল।
- English Word foremost Bengali definition [ফোমোউসট্] (adjective) প্রথম; প্রধান; বিশিষ্টতম; প্রধানতম: the foremost painter of his period. □ (adverb) সর্বাগ্রবর্তী; সর্বাগ্রে। first and foremost সর্বাগ্রে; প্রথমত; সবার আগে।
- English Word forename Bengali definition [ফোনেইম] (noun) (ফর্ম ইত্যাদিতে দাফতরিক শৈলী) পারিবারিক নামের পূর্ববর্তী নাম; আদ্যনাম।
- English Word forenoon Bengali definition [ফোনূন্] (noun) (প্রাচীন প্রয়োগ) পূর্বাহ্ণ।
- English Word forensic Bengali definition [ফরেনসিক] (adjective) আদালতে ব্যবহৃত আদালতি; আদালতঘটিত: forensic skill (উকিল-ব্যারিস্টারদের) মামলা পরিচালন নৈপুণ্য: forensic medicine, আইনঘটিত চিকিৎসাবিদ্যা (খুন, বিষপ্রয়োগ ইত্যাদি বিষয়ক মামলায় প্রয়োজন হয়)।
- English Word foreordain Bengali definition [ফোরোডেইন] (verb transitive) পূর্ব থেকেই নির্দিষ্ট বা নির্ধারিত করে দেওয়া; পূর্ববিহিত করা: what God has foreordained. foreordination (noun) পূর্বনিধান।
- English Word foreplay Bengali definition [ফোপ্লেই] (noun) শৃঙ্গার।