F পৃষ্ঠা ৩২
- English Word force majeure Bengali definition [ফোস ম্যাজা(র্)] [noun] [uncountable noun] (ফরাসি) (আইন সম্বন্ধীয়) জবরদস্তি; বলপ্রয়োগ; প্রবলতর শক্তি।
- English Word force-feed Bengali definition [ফোস্ফীড্] (verb transitive) (past tense), (past participle) force-fed [ফোস্ফেড্] (জীবজন্তু, বন্দি বা রোগীকে) জোর করে খাওয়ানো।
- English Word forceful Bengali definition [ফোস্ফ্ল্] (adjective) (ব্যক্তি, তার চরিত্র, যুক্তি ইত্যাদি) বলিষ্ঠ; তেজস্বী; শক্তিমান; প্রবল; জবরদস্ত ওজস্বী: a forceful speaker/style of writing. forcefully [ফোস্ফালি্] (adverb) বলিষ্ঠভাবে। forcefulness (noun) বলিষ্ঠতা; ওজস্বিতা; শক্তিমত্তা।
- English Word forcemeat Bengali definition [ফোসমীট্] [noun] [uncountable noun] মুরগির রোস্ট ইত্যাদির ভিতরে পুর দেওয়ার জন্য মশলাদিযুক্ত মাংসের কিমা।
- English Word forceps Bengali definition [ফোসেপ্স্] (noun) (plural) দন্তচিকিৎসক ও শল্যবিদদের ছোট সাঁড়াশি।
- English Word forcible Bengali definition [ফোসাব্ল্] (adjective) (১) জবরদস্তিমূলক; বলপূর্বক: a forcible entry into a building; forcible forcible expulsion. (২) (ব্যক্তি, তার কার্যকলাপ, কথা) প্রত্যয়জনক; ওজস্বী। forcibly [ফোসাব্লি] (adverb) জবরদস্তিমূলকভাবে; বলপূর্বকভাবে; প্রত্যয়জনকভাবে।
- English Word ford Bengali definition [ফোড্] [noun] [countable noun] নদীর অগভীর অংশ, যা হেঁটে বা গাড়িতে পার হওয়া যায়। □ (verb transitive) হেঁটে বা গাড়িতে (নদী) পার হওয়া। fordable [ফোডাবল্] (adjective) হেঁটে বা গাড়িতে উত্তরণীয়।
- English Word fore Bengali definition [ফো(র্)] (adjective) (শুধু attributive(ly)) সম্মুখে অবস্থিত; সম্মুখ (back ও aft-এর বিপরীত): in the forepart of the train; the fore hatch. □ [noun] [uncountable noun] (জাহাজের) সম্মুখভাগ; গলুই। to the fore হাতের কাছে; তৎক্ষণাৎ; অকুস্থলে; অগ্রগণ্য; প্রধান: come to the fore, অগ্রগণ্যতা অর্জন করা। fore and aft জাহাজের সম্মুখে ও পিছনে; দৈর্ঘ্যবরাবর: fore and aft sails/rigged, দৈর্ঘ্যবরাবর পাল খাটানো। দ্রষ্টব্য square-rigged. □ (interjection) (গলফ্) (সম্মুখের লোকজনের উদ্দেশে) খেলোয়াড় বল মারতে যাচ্ছে; এই হুঁশিয়ারি।
- English Word forearm 1 Bengali definition [ফোরা:ম্] (noun) কনুই থেকে কবজি বা আঙুলের ডগা পর্যন্ত হাত।
- English Word forearm 2 Bengali definition [ফোরআম্] (verb transitive) (সাধারণত passive-এ) আগে থেকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করা; সংঘাতের জন্য আগাম প্রস্তুত করা।
- English Word forebear Bengali definition (noun) =forbear 2
- English Word forebode Bengali definition [ফোবোউড্] (verb transitive) (আনুষ্ঠানিক) (১) সংকেত/লক্ষণ/আলামত/হুঁশিয়ারি হওয়া: The rainstorms forebode floods in the lowlying parts of the town. (২) (সাধারণত অমঙ্গলের) আশঙ্কা অনুভব করা: forebode disaster. foreboding [noun] [countable noun, uncountable noun] আসন্ন বিপদের অনুভূতি, পূর্বানুভব।
- English Word forecast Bengali definition [ফোকা:সট্ America(n) ফোক্যাসট্] (verb transitive) (past tense, past participle forecast কিংবা 'forecasted) পূর্বাভাস দেওয়া; ভবিষ্যদ্বাণী করা। □ (noun) পূর্বাভাস: weather forecasts.
- English Word forecastle, fo’c’sle Bengali definition [ফোউক্স্ল্] (noun) (কোনো কোনো সওদাগরি জাহাজে) জাহাজের সম্মুখভাগের পাটাতনের নিচে নাবিকদের থাকা ও ঘুমানোর স্থান; সম্মুখ প্রকোষ্ঠ।
- English Word foreclose Bengali definition [ফোক্লোউজ্] (verb transitive), (verb intransitive) foreclose (on) (আইন সম্বন্ধীয়) যথাসময়ে সুদ বা আসল পরিশোধ না করলে (বন্ধকের চুক্তি অনুযায়ী) সম্পত্তি দখলের অধিকার প্রয়োগ করা: The Bank is going to foreclose (on) (the mortgage) foreclosure [ফোক্লোউজা(র্)] [noun] [countable noun, uncountable noun] বন্ধকি সম্পত্তির দখলগ্রহণ।
- English Word forecourt Bengali definition [ফোকোট্] (noun) বাড়ির সামনের পরিবেষ্টিত স্থান; অঙ্গন; আঙিনা।
- English Word foredoom Bengali definition [ফোডূম্] (verb transitive) foredoom (to) (সাধারণত passive) পূর্ব থেকেই নির্ধারিত করা: foredoomed to failure.
- English Word forefather Bengali definition [ফোফা:দা(র্)] (noun) (সাধারণত plural) পূর্বপুরুষ, পিতৃপুরুষ।
- English Word forefinger Bengali definition [ফোফিঙগা(র্)] (noun) তর্জনী; প্রদর্শনী।
- English Word forefoot Bengali definition [ফোফুট] (noun) (plural forefeet [ফোফীট]) চতুষ্পদ জন্তুর সম্মুখের যেকোনো একটি পা; অগ্রপদ।