F পৃষ্ঠা ২৫
- English Word flood 1 Bengali definition [ফ্লাড্] [noun] [countable noun] (১) বন্যা; প্লাবন; জলপ্লাবন। in flood (নদী) উদ্বেলিত; কূলাতিক্রান্ত; কূলছাপানো। the Flood, Noah’s Flood (বাইবেলি) নুহের বন্যা। (২) প্রবলবর্ষণ বা প্রচণ্ড বিস্ফোরণ; প্রবাহ: floods of rain/ tears; a flood of light/anger/ words/letters. (৩) (অপিচ floodtide) জোয়ার। দ্রষ্টব্যebb. floodgate (noun) খাল বা নদীর পানি ওঠানো বা নামানোর জন্য দরজা (lock দ্রষ্টব্য) দুটি দরজার নিচেরটি; জলদ্বার, জল নির্গমনদ্বার। floodlights (noun) (plural) রঙ্গমঞ্চে নিক্ষিপ্ত কৃত্রিম, উজ্জ্বল, প্রশস্ত আলোকরশ্মি; ধারারশ্মি। floodlight (verb transitive) (past tense, past participle floodlighted, floodlit [লিট্] উজ্জ্বল আলোকসম্পাতে/ধারারশ্মিতে আলোকিত করা।
- English Word flood 2 Bengali definition [ফ্লাড্] (verb transitive), (verb intransitive) (১) flood (with) প্লাবিত/জলমগ্ন করা; আপ্লুত/পরিপ্লুত করা; ডুবিয়ে দেওয়া। (২) (বৃষ্টি সম্বন্ধে) (নদীতে) প্লাবন সৃষ্টি করা; প্লাবিত করা: rivers flooded by heavy rainstorms. (৩) flood out বন্যা হেতু চলে যেতে বাধ্য করা: Many villagers were flooded out. (৪) flood in বন্যার মতো আসা; অজস্র সংখ্যায় আসা: condolences flooded in.
- English Word floor 1 Bengali definition [ফ্লো(র্)] (noun) (১) মেঝে; গৃহতল। wipe the floor with somebody (মারামারিতে,তর্কে) কাউকে ধরাশায়ী করা; নাস্তানাবুদ করা: floorboard (noun) মেঝেতে কাঠের আস্তরণ দেওয়ার জন্য তক্তা। floor show ক্যাবারের বিনোদন । (২) (বাড়ির) তল; তলা; তবক। ground floor (British/Britain) নিচের তলা। first floor (British/Britain) দোতলা; (America(n)) নিচের তলা। sceomd/third etc floor (British/Britain) তেতলা/চারতলা ইত্যাদি; America(n) দোতলা/তেতলা ইত্যাদি। get in on the ground floor, দ্রষ্টব্যground 1 (১০)। floorwalker (noun) (America(n)) = shop-walker. (৩) সাগর, গুহা ইত্যাদির তলদেশ। (৪) the floor সংসদ ভবন, কংগ্রেস প্রভৃতির মিলনায়তনের অংশবিশেষ, যেখানে সদস্যরা বসেন। cross the floor বিতর্কসভায় বিরুদ্ধ দলে যোগ দেওয়া। take the floor (বিতর্কে) বক্তব্য উপস্থাপন করা বা বক্তৃতা দেওয়া। (৫) (ceiling–এর বিপরীত) মূল্য ইত্যাদির নিম্নতম সীমা। flooring [noun] [uncountable noun] মেঝে নির্মাণের উপাদান, যেমন বোর্ড ইত্যাদি।
- English Word floor 2 Bengali definition [ফ্লো(র্)] (verb transitive) (১) মেঝেতে নির্মাণ বা পত্তন করা। (২) ধরাশায়ী; চিত করা: floor a man in a boxing match. (৩) (সমস্যা, যুক্তি ইত্যাদি সম্বন্ধে) বেকায়দায়/ফাঁপরে/বিপাকে ফেলা; ধরাশায়ী/অভিভূত/পরাভূত করা।
- English Word floordrobe Bengali definition [ফ্লোরড্রোউব্] [noun] [uncountable noun] ('floor' আর 'wardrobe' মিলে তৈরি) মেঝের উপর পড়ে থাকা কাপড়ের স্তূপ: Bushra has a very stylish diversified floordrobe.
- English Word floozy, floozie Bengali definition [ফ্লু্জি] ((noun(s)) (অপশব্দ) দুশ্চরিত্রা; নষ্টা।
- English Word flop Bengali definition [ফ্লপ্] (verb intransitive), (verb transitive) (flopped, flopping, flops) (১) এলোপাতাড়িভাবে বা অসহায়ভাবে পড়া বা নড়াচড়া করা; তড়পানো; আথালিপাথালি/ধড়ফড় করা; ভেঙে পড়া: The slaughtered birds were flopping on the ground. flop down one’s knees and beg for mercy. (২) flop down দুম করে ফেলা দেওয়া: flop down a heavy bag. (৩) (অপশব্দ) (বই, নাটক ইত্যাদি সম্বন্ধে) ব্যর্থ/বিফল হওয়া। □ (noun) (১) তড়পানি; ধড়পড়ানি; ধুপ; ধপাস; দুম। (২) বিফল/ব্যর্থ বই, নাটক ইত্যাদি। □ (adverb) দুম/ধুপ/ধপাস করে; fall flop into the water. floppy (adjective) (floppier, floppiest) পড়পড়; টিলটিলে; ঢলঢলে; a floppy hat.
- English Word flora Bengali definition [ফ্লোরা] (noun) কোনো বিশেষ এলাকা বা যুগের সব গাছগাছড়া; উদ্ভিদকুল; উদ্ভিদসম্পদ।
- English Word floral Bengali definition [ফ্লোরাল্] (adjective) পুষ্পসংক্রান্ত; পুষ্পময়; ফুলেল; ফুলদার; বুটিদার: floral designs.
- English Word florescence Bengali definition [ফ্লোরেসেন্স্] (noun) ফুল ফোটার অবস্থা বা কাল; পুষ্পায়ন। florescent (adjective) পুষ্পিত।
- English Word floret Bengali definition [ফ্লোরিট] [noun] [countable noun] (উদ্ভিদবিদ্যা) যৌগপুষ্পের অন্তর্গত ক্ষুদ্র পুষ্প; যেকোনো ক্ষুদ্র পুষ্প; পুষ্পিকা।
- English Word floriate Bengali definition [ফ্লোরিএইট্] (verb transitive) ফুলের নকশা দিয়ে সাজানো; বুটি তোলা।
- English Word floriculture Bengali definition [ফ্লোরিকালচা(র্)] [noun] [uncountable noun] ফুলের চাষ; পুষ্পোদ্যানবিদ্যা।
- English Word florid Bengali definition [ফ্লরিড্ America(n) ফ্লোরিড্] (adjective) (১) অত্যধিক অলংকৃত; অলংকারবহুল; পুষ্পল; জমকালো; বর্ণাঢ্য: florid carving; a florid style. (২) (মানুষের মুখমণ্ডল) স্বভাবত লাল; রক্তিমাভ; a complexion. floridly (adverb) অলংকারবহুলভাবে ইত্যাদি।
- English Word floriferous Bengali definition [ফ্লোরিফেরাস] (adjective) প্রচুর পরিমাণে পুষ্পোৎপাদী; পুষ্পবহুল।
- English Word florin Bengali definition [ফ্লরিন্ America(n) ফ্লো] (noun) একটি ব্রিটিশ মুদ্রার সাবেক নাম, এক পাউন্ডের এক-দশমাংশ (১৯৭১ পর্যন্ত দুই শিলিং; এখন দশ পেনি)।
- English Word florist Bengali definition [ফ্লারিস্ট্ America(n) ফ্লোরিস্ট্] (noun) যে ব্যক্তি ফুলের চাষ করে কিংবা ফুল বিক্রি করে; পুষ্পজীবী।
- English Word flory Bengali definition [ফ্লরি] (adjective) লিলির (fleurdelis দ্রষ্টব্য) নকশাশোভিত।
- English Word floss Bengali definition [ফ্লস্ America(n) ফ্লোস্] (noun) (১) রেশমগুটির বহির্দেশস্থ মোটা রেশম; রেশমের ফেঁসো। (২) (অপিচ floss silk) সেলাইয়ে ব্যবহৃত উপযুক্ত রেশমের সুতা। candy-floss (noun) রেশমি মিঠাই। dental floss দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা দূর করার জন্য ব্যবহৃত সাধারণত মোম দিয়ে মাজা সুতা।
- English Word flotation Bengali definition [ফ্লৌটেইশ্ন্] =floatation.