F পৃষ্ঠা ২৬
- English Word flotilla Bengali definition [ফ্লটিলা] (noun) ছোট ছোট রণতরির যেমন ডেস্ট্রয়ারের বহর; ক্ষুদ্র বহর।
- English Word flotsam Bengali definition [ফ্লট্সাম্] [noun] [uncountable noun] (আইন সম্বন্ধীয়) বিধ্বস্ত জাহাজের বা জাহাজের মালামালের ভাসমান ইতস্তত বিক্ষিপ্ত অংশ; ভাসা মাল। দ্রষ্টব্যjetsam.
- English Word flounce 1 Bengali definition [ফ্লাউনস্] (verb intransitive) অস্থিরভাবে বা গটগট করে চলা: flounce out of/about the room. □ [noun] [countable noun] বিক্ষেপ; অঙ্গবিক্ষেপ; ঝাঁকুনি; শরীরের আকস্মিক অসহিষ্ণু ঝাঁকুনি।
- English Word flounce 2 Bengali definition [ফ্লাউন্স্] [noun] [countable noun] (প্রায়ই শোভাবর্ধনে) কাপড়ের ফালি বা জালি (লেস) যার উপরের কিনার স্কাটের সঙ্গে সেলাই করে দেওয়া হয়; পাড়। □ (verb transitive) পাড় লাগানো।
- English Word flounder 1 Bengali definition [ফ্লাউনডা(র্)] (verb intransitive) (১) উৎকট এবং সাধারণত বৃথা চেষ্টা করা (যেমন ঘন বরফের ভেতর থেকে কিংবা সাঁতার না-জেনে গভীর জল থেকে বের হয়ে আসার চেষ্টায়); নাকানিচোবানি খাওয়া। (২) (লাক্ষণিক) কিছু করার সময় দ্বিধা করা; ভুল করা; হোঁচট খাওয়া: flounder though a speech.
- English Word flounder 2 Bengali definition [ফ্লাউন্ডা(র্)] (noun) খাদ্য হিসেবে ব্যবহৃত ছোট মাছবিশেষ।
- English Word flour Bengali definition [ফ্লাউআ(র্)] [noun] [uncountable noun] ময়দা; আটা; গোধুমচূর্ণ। □ (verb transitive) ময়দা ছড়িয়ে বা ছিটিয়ে দেওয়া। floury (adjective) ময়দার; ময়দার মতো; ময়দাছিটানো।
- English Word flourish Bengali definition [ফ্লারিশ] (verb intransitive), (verb transitive) (১) সতেজে বেড়ে ওঠা; সুস্থসবল থাকা; সমৃদ্ধিলাভ করা; ফুলেফেঁপে ওঠা: The business is flourishing. (২) সঞ্চালন/আন্দোলন করা: flourish a sword. (৩) (বিখ্যাত ব্যক্তি সম্বন্ধে) (উল্লিখিত সময়ে) সক্রিয়ভাবে বর্তমান থাকা: Alchemists flourished in the Middle ages. □ [countable noun] (১) সঞ্চালন; আন্দোলন। (২) বক্ররেখা, ভূষণ; হস্তলিপির অলংকরণ। (৩) সংগীতের উচ্চনাদী; আবেগোদ্দীপক অনুচ্ছেদ; সুতীব্র ঝংকার: a flourish of trumpets.
- English Word flout Bengali definition [ফ্লাউট্] (verb transitive) বিরোধিতা করা; তাচ্ছিল্য করা; অবজ্ঞার/ অশ্রদ্ধার সঙ্গে উড়িয়ে দেওয়া: flout somebody’s wishes/advice.
- English Word flow Bengali definition [ফ্লৌ] (verb intransitive) (past tense, past participle flowed) (১) বওয়া; বয়ে চলা/যাওয়া; প্রবাহিত হওয়া; নির্গত/নিঃসৃত/হওয়া; গড়িয়ে/ঝরে পড়া; বেরিয়ে যাওয়া: gold flowing out of the country. (২) (চুল, পোশাক-পরিচ্ছদ সম্বন্ধে) ঝুলে পড়া; লম্বিত হওয়া: flowing robes; hair flowing down one’s neck. (৩) উদ্ভূত হওয়া; আসা; ফলস্বরূপ হওয়া: riches flowing from hard work. (৪) (জোয়ার) আসা; স্ফীত হওয়া। দ্রষ্টব্যebb. □ (noun) (কেবল singular) প্রবাহ; জোয়ার; স্রোত; ধারা; তোড়: flow of water; a flow of angry words. flowing (noun) প্রবহমান; বহমান; সাবলীল; স্বচ্ছন্দগতি। flow of spirits স্বাভাবিক/স্বভাবগত আনন্দোচ্ছলতা; হাসিখুশি ভাব।
- English Word flower Bengali definition [ফ্লাউআ(র্)] (noun) (১) ফুল; কুসুম; পুষ্প; প্রসূন। in flower পুষ্পিত; কুসুমিত। flowerbed (noun) ফুলের কেয়ারি। flower-girl (noun) ফুলওয়ালি মেয়ে। flower children/people (কথ্য, ১৯৬০-এর দশকে) হিপ্পি ছেলেমেয়ে, যারা সর্বজনীন প্রেম ও শান্তির সপক্ষে কথা বলত। flower power হিপ্পিদের আদর্শ। flowerpot (noun) ফুলের চাষ করার জন্য মাটি বা প্লাস্টিকের পাত্র; ফুলের টব। flower show (noun) পুষ্পপ্রদর্শন। (২) the flower of শ্রেষ্ঠ অংশ; পরিপূর্ণতা; পূর্ণ প্রস্ফুটিত অবস্থা: in the flower of one’s strength; the flower of the nation’s manhood. (৩) flower of speech (কথার) অলংকার; অলংকারমূলক বাক্যাংশ। □ (verb intransitive) ফুল ফোটানো; পুষ্পিত হওয়া: flowering plants. flowered (adjective) ফুলদার; ফুলের নকশাকাটা; বুটিদার, ফুলতোলা। flowery (adjective) (flowerier, floweriest) পুষ্পিত; পুষ্পময়; পুষ্পাকীর্ণ: flowery fields; (লাক্ষণিক) অলংকারবহুল; অলংকারমণ্ডিত: flowery language. flowerless (adjective) পুষ্পহীন; অপুষ্পক।
- English Word flown Bengali definition [ফ্লোউন্] fly 2 -এর past participle
- English Word flu Bengali definition [ফ্লু] (noun) (কথ্য সং) ইনফ্লুয়েন্জা।
- English Word fluctuate Bengali definition [ফ্লাকচুএইট] (verb intransitive) (স্তর, মূল্য) ওঠানামা করা; অনিয়মিত হওয়া; দোলা; দোলায়িত হওয়া: fluctuate between hope and despair. fluctuation [ফ্লাকচুএইশন্] [noun] [uncountable noun, countable noun] ওঠানামা; অস্থিরতা; অস্থিতি; উঠতি-পড়তি; হ্রাসবৃদ্ধি।
- English Word flue 1 Bengali definition [ফ্লু] [noun] [countable noun] তাপ, উষ্ণ বায়ু বা ধোঁয়া পরিবহনে বয়লার, চুল্লি ইত্যাদির সঙ্গে যুক্ত নল, ধূমপথ। fluegas (noun) বয়লারের চুল্লিতে গ্যাসের মিশ্রণ।
- English Word flue 2 Bengali definition [ফ্লু] (noun) =flu
- English Word flue 3 Bengali definition [ফ্লু] (noun) এক ধরনের মাছধরা জাল।
- English Word flue 4 Bengali definition [ফ্লু] (noun) তুলা, লোম ইত্যাদির আলগা কণা একত্র হয়ে সৃষ্ট পদার্থ।
- English Word fluent Bengali definition [ফ্লুআন্ট্] (adjective) (ব্যক্তি) সহজে এবং অনর্গল কথা বলতে সক্ষম; স্বচ্ছন্দভাষী: a fluent speaker. (ভাষা) অনর্গল; সাবলীল; স্বচ্ছন্দ: speak fluent English. fluently (adverb) স্বচ্ছন্দে; অনর্গল; সাবলীলভাবে। fluency [ফ্লুআনসি] (noun) [uncountable noun] (কথা বলার) সাবলীলতা; স্বচ্ছন্দতা।
- English Word fluff Bengali definition [ফ্লাফ্] (noun) (১) [uncountable noun] কম্বল বা অন্য কোনো নরম পশমি কাপড় থেকে নিঃসৃত নরম তুলতুলে বস্তু; নরম লোম; পালক ইত্যাদি; তুলো; ফেঁসো। (২) পণ্ড প্রচেষ্টা। নিচে ২ দ্রষ্টব্য. □ (verb transitive) (১) fluff (out) ঝাড়া; মেলা; মেলে দেওয়া; ছড়িয়ে দেওয়া; ফোলানো: fluff out a pillow. The sparrow fluffed (out) its feather. (২) পণ্ড করা: fluff a stroke. fluffy (adjective) (fluffier, fluffiest) তুলার মতো ফুলোফুলো; তুলতুলে; ফেঁসো-ঢাকা।