F পৃষ্ঠা ১২
- English Word fermentation Bengali definition [ফামেনটেইশ্ন্] [noun] [uncountable noun] (লাক্ষণিক) উত্তেজনা ও অস্থিরতা।
- English Word fermium Bengali definition [ফামিআম্] [noun] [uncountable noun] প্লুটোনিয়াম থেকে কৃত্রিম উপায়ে তৈরি উপাদান বিশেষ (সংকেত Fm)।
- English Word fern Bengali definition [ফান্] [noun] [countable noun] ফার্নগাছ। ferny (adjective)
- English Word ferocious Bengali definition [ফারউশাস্] (adjective) হিংস্র; নিষ্ঠুর; বর্বর; দুর্দান্ত। ferociously (adverb)
- English Word ferocity Bengali definition [ফারসাটি] [noun] [uncountable noun] হিংস্রতা; বর্বরোচিত; নিষ্ঠুরতা। [countable noun] (plural ferocities) হিংস্রতামূলক নিষ্ঠুর কর্ম।
- English Word ferret Bengali definition [ফেরিট] (noun) (১) নকুলজাতীয় সাদা রঙের প্রাণিবিশেষ। (২) সুতা বা রেশমের তৈরি সরু ফিতা। □ (verb transitive), (verb intransitive) ferret something out; ferret about (for something) খুঁজে বের করা; খোঁজা।
- English Word ferroconcrete Bengali definition [ফেরাউকংক্রীট্] [noun] [uncountable noun] লোহার কাঠামোসহ কংক্রিট।
- English Word ferrous Bengali definition [ফেরাস্] (adjective) লৌহঘটিত: ferrous chloride (FeCl2)
- English Word ferrule Bengali definition [ফেরাল] (noun) (১) দণ্ড; নল; টিউব ইত্যাদির মাথায় ধাতুনির্মিত আংটা বা বন্ধনী। (২) শাস্তি প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত বেত বা লাঠি।
- English Word ferry Bengali definition [ফেরি] (noun) (plural ferries) [countable noun] খেয়াতরি; খেয়াপথ; খেয়াঘাট। □ (verb transitive), (verb intransitive) খেয়া পার করা বা হওয়া। ferry-boat (noun) খেয়া নৌকা। ferry-man (plural ferry-men) খেয়া মাঝি।
- English Word fertile Bengali definition [ফাটাইল্ America(n) ফাট্ল্] (adjective) (১) উর্বর: fertile fields/soil. (২) ফলপ্রসূ; ফলনশীল: fertile seeds/eggs. দ্রষ্টব্যsterile. fertility [ফাটিলাটি] (noun) [uncountable noun] উর্বরতা।
- English Word fertilize, fertilise Bengali definition [ফাটালাইজ্] (verb transitive) (১) উর্বর বা ফলনশীল করা: fertilize the soil (সার ইত্যাদির সাহায্যে)। (২) গর্ভবতী করা। (৩) সমৃদ্ধ করা। fertilizer, fertiliser [ফাটালাইজা(র্)] [noun] [uncountable noun] রাসায়নিক সার; কৃত্রিম সার; [countable noun] অনুরূপ দ্রব্য। fertilization, fertilisation [ফাটালাইজেইশ্ন্] [noun] [uncountable noun] সার প্রদান; উর্বরকরণ।
- English Word fervent Bengali definition [ফাভানট্] (adjective) (১) গরম; তৃপ্ত; গনগনে। (২) ঐকান্তিক; হৃদয়ের উত্তাপ আছে এমন: fervent love/hatred; a fervent lover/admirer. fervently (adverb) fervency [ফাভানসি্] (noun)
- English Word fervid Bengali definition [ফাভিড] (adjective) উদ্দীপ্ত; ঐকান্তিক: a fervid orator. fervidly (adverb)
- English Word fervour Bengali definition [ফাভা(র্] [noun] [uncountable noun] অনুভূতির উত্তাপ বা শক্তিমত্তা; ঐকান্তিকতা।
- English Word festal Bengali definition [ফেসট্ল্] (adjective) (১) উৎসবসংক্রান্ত; উৎসবমুখর: a festal occasion; festal music. (২) হাসিখুশি; প্রফুল্ল। (৩) ছুটিসংক্রান্ত।
- English Word fester Bengali definition [ফেস্টা(র)] (verb intransitive) (১) (কাটা ঘা বা ক্ষতসংক্রান্ত) পুঁজপূর্ণ করানো; পচা; পচানো: Keep the cut out of dirt, otherwise it will fester. (২) (লাক্ষণিক) মনের ভিতর বিষবৎ কাজ করা; সম্পর্কাদি তিক্ত করা; The insult festered ill his mind.
- English Word festival Bengali definition [ফেস্টিভ্ল্] (noun) (১) আনন্দময় দিন বা ঋতু; পর্ব; উৎসব; সামাজিক আমোদ-প্রমোদ: Eid is a religious festival. (২) বিভিন্ন সময়ে (বছরে সাধারণত একবার) অনুষ্ঠিত অনুষ্ঠানমালা (সংগীত, নাচ, গান ইত্যাদিসহ): a jazz festival. (৩) (attributive(ly)) উৎসবমুখর; উৎসব বা উৎসবদিবসসংক্রান্ত; ভোজসংক্রান্ত।
- English Word festive Bengali definition [ফেস্টিভ্] (adjective) উৎসবসংক্রান্ত; পর্বসংক্রান্ত; উৎসবমুখর; ভোজসংক্রান্ত; আনন্দঘন: a festive season, যথা ঈদ, ক্রিসমাস ইত্যাদি; the festive board, যে টেবিলে ভোজের খাবারাদি সাজানো হয়।
- English Word festivity Bengali definition [ফাসটিভাটি] (noun) (festivities) (১) [uncountable noun] আনন্দ-উল্লাস; আমোদপ্রমোদ। (২) (plural) আনন্দঘন ঘটনা: wedding festivities.