F পৃষ্ঠা ১১
- English Word fellowship Bengali definition [ফেলাউশিপ্] (noun) [uncountable noun] (১) বন্ধুভাব; সাহচর্য; সহকারিতা। (২) [countable noun] সম্মিলিত ব্যক্তিবৃন্দ; সংঘ; [uncountable noun] ঐরূপ সংঘের সদস্যতা। (৩) [countable noun] বিশ্ববিদ্যালয়, কলেজ বা কোনো বিদ্বৎসমিতির পদ।
- English Word felony Bengali definition [ফেলানি] (noun) (felonies) [countable noun, uncountable noun] (নরহত্যা, সশস্ত্র ডাকাতি, অগ্নিসংযোগ ইত্যাদির ন্যায়) গুরুতর অপরাধ। felon [ফেলান] (noun) গুরুতর অপরাধে দোষী ব্যক্তি। felonious [ফিলাউনিআস্] (adjective) অপরাধমূলক।
- English Word felspar Bengali definition (noun) [uncountable noun] কেলাসিত খনিজ শিলাবিশেষ।
- English Word felt 1 Bengali definition feel 2–এর past tense, past participle
- English Word felt 2 Bengali definition [ফেল্ট্] [noun] [uncountable noun] পশমি বস্ত্রবিশেষ: (attributive(ly)) felt hats/slippers.
- English Word female Bengali definition [ফীমেইল] (adjective) (১) স্ত্রীজাতীয়; মাদি: a female dog (উদ্ভিদ) ফলদায়ী (যাতে ফল জন্মায় এমন). (২) মহিলা; নারী: female workers, মহিলাশ্রমিক। □ (noun) স্ত্রীজাতীয় প্রাণী; (তুচ্ছার্থে) মেয়েলোক।
- English Word feminine Bengali definition [ফেমানিন্] (adjective) (১) স্ত্রীলোকসংক্রান্ত; মেয়েলি: a feminine voic. (২) (ব্যাকরণ) স্ত্রীলিঙ্গাত্মক। femininity [ফেমানিনাটি] (noun) [uncountable noun] স্ত্রীসুলভ গুণ; মেয়েলিপনা।
- English Word feminism Bengali definition [ফেমিনিজাম] [noun] [uncountable noun] নারীদের জন্য পুরুষদের সমান (আইনগত, রাজনৈতিক ইত্যাদি) অধিকার প্রতিষ্ঠার দাবিসম্পর্কিত আন্দোলন। feminist (noun) উল্লিখিত নারী আন্দোলনের সমর্থক।
- English Word femur Bengali definition [ফীমা(র্)] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) ঊর্বাস্থি।
- English Word fen Bengali definition [ফেন্] (noun) নিচু জলাভূমি; বিল।
- English Word fence 1 Bengali definition [ফেন্স্] [noun] [countable noun] বেড়া। come down on one side or other of the fence নির্দিষ্টভাবে প্রতিদ্বন্দ্বী পক্ষদ্বয়ের কোনো একটিকে সমর্থন করা। come down on the right side of the fence বিজয়ীপক্ষে যোগদান করা। mend one’s fences যে ব্যক্তিকে অসন্তুষ্ট করা হয়েছে তার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা স্থাপন করা বা বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করা। sit/be on the fence কোনো পক্ষ অবলম্বন না-করে সুবিধালাভের উদ্দেশ্যে পরিস্থিতি লক্ষ করা। fence-sitter (noun) পরিস্থিতি পর্যবেক্ষণকারী। fence-sitting পরিস্থিতি পর্যবেক্ষণ। □ (verb transitive) বেড়া দেওয়া; সুরক্ষিত করা। fencing [ফেন্সিঙ্] [noun] [uncountable noun] বেড়া নির্মাণের উপাদান; বেড়া নির্মাণ।
- English Word fence 2 Bengali definition [ফেন্স্] (verb intransitive) অসিক্রীড়া অভ্যাস করা; (লাক্ষণিক) কোনো প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যাওয়া: fence with a question. fencer (noun) অসিক্রীড়া অভ্যাসকারী ব্যক্তি, অসিক্রীড়াবিদ। fencing [noun] [uncountable noun] অসিক্রীড়া কৌশল; অসিক্রীড়া।
- English Word fence 3 Bengali definition [ফেন্স্] (noun) (অপশব্দ) চোরাইমাল গ্রহণকারী; চোরাইমাল গ্রহণস্থল।
- English Word fend Bengali definition [ফেন্ড্] (verb transitive), (verb intransitive) (১) fend off আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়েতোলা: fend off a blow. (২) fend for oneself নিজেই নিজের ভরণপোষণ ও দেখাশুনা করা: He had to fend for himself, since he lost his parents at an early age.
- English Word fender Bengali definition [ফেন্ডা(র্)] (noun) (১) ছাই, কয়লা ইত্যাদি যাতে উপচে না-পড়ে সেজন্য উনুনের চারপাশের ধাতব ঘেরবিশেষ। (২) সংঘর্ষকালে ক্ষতির মাত্রা কমাতে কোনো যানবাহনের সম্মুখস্থ মজবুত ডাণ্ডাবিশেষ। (৩) অন্য কোনো জাহাজের সঙ্গে ধাক্কা এড়াতে জাহাজের পার্শ্বদেশে রাখা দড়িদড়ার গুচ্ছ। (৪) (America(n))=wing দ্রষ্টব্যwing (২).
- English Word fenian Bengali definition [ফেনিআন্] (noun) রাজতন্ত্র উচ্ছেদে গঠিত আইরিশ বিপ্লবীবাহিনীর সদস্য। □ (adjective) আইরিশ বিপ্লবীসংক্রান্ত।
- English Word fennel Bengali definition [ফেন্ল্ (noun) [uncountable noun] সুগন্ধিযুক্ত ও রুচিকর করতে (বিশেষত রান্নার) ব্যবহৃত হলুদ ফুলের এক ধরনের সবজি।
- English Word feral Bengali definition [ফিআরআল্] (adjective) বন্য; পোষ মানানো যায়নি এমন; মারাত্মক; পাশবিক।
- English Word ferment 1 Bengali definition [ফামেন্ট্] (noun) (১) [countable noun] এমন কোনো পদার্থ, বিশেষত খাম্বিরা, যা অন্যান্য পদার্থকে গাঁজিয়ে তুলতে সাহায্য করে। (২) in a ferment (লাক্ষণিক) সামাজিক, রাজনৈতিক উত্তেজনা ও আন্দোলনের অবস্থা।
- English Word ferment 2 Bengali definition [ফামেন্ট্] (verb transitive), (verb intransitive) (১) গাঁজিয়ে তোলা (জীবাণুঘটিত রাসায়নিক পরিবর্তনের কারণে): Fruit juices ferment if they are kept a long time. (২) (লাক্ষণিক) সক্রিয় করা; উত্তেজিত করা।