F পৃষ্ঠা ১০
- English Word feeble Bengali definition [ফীব্ল্] (adjective) দুর্বল; নিস্তেজ; ক্ষীণ। feeble minded [ফীব্ল্মাইনডিড্] (adjective) দুর্বলচিত্ত। feebly [ফীব্লি] (adverb) feeblenees (noun)
- English Word feed 1 Bengali definition [ফীড্] (noun) (১) [countable noun] (প্রধানত প্রাণী ও শিশুদের, ব্যক্তিদের ক্ষেত্রে ঠাট্টায়) একবারের খাবার: The cat must have a feed now. (২) প্রাণিখাদ্য: We have enough feed for the cats. (৩) [countable noun] যন্ত্রের মধ্যে রসদ সরবরাহের নল; সরবরাহকৃত রসদ। feedback [uncountable noun] (১) উৎপন্ন দ্রব্যের অংশবিশেষের (উৎপাদন) পুনঃপ্রত্যাবর্তন। (২) (কথ্য) কোনো দ্রব্য সম্পর্কে ব্যবহারকারী কর্তৃক সরবরাহকারীকে প্রদত্ত তথ্য; কোনো বিষয়ের গুণাগুণ সম্পর্কে ঐ বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতামত।
- English Word feed 2 Bengali definition [ফীড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle fed [ফেড্]) (১) feed (on) খাওয়ানো; খাদ্য জোগানো। feed oneself মুখে খাবার তোলা। feed up বাড়তি খাবার দেওয়া; পুষ্টিবর্ধক খাবার দেওয়া: The sick boy needs feeding up. be feed up (with) (লাক্ষণিক) (কোনো ব্যাপারে অত্যন্ত বিরক্ত হওয়া; চরম হতাশ হওয়া। feeding bottle (noun) মাইপোষ। (২) feed to কোনো প্রাণীকে খাবার হিসেবে দেওয়া; to feed meat to dogs . (৩) (প্রাণীদের ক্ষেত্রে) খাদ্য গ্রহণ করা; খাওয়া। (৪) feed on খেয়ে বেঁচে থাকা: The cow feeds chiefly on grass. (৫) রসদ জোগানো; প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা: This lake is fed by two rivers.
- English Word feeder Bengali definition [ফীডা(র্)] [noun] [countable noun] (১) (উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে, বিশেষণ সহযোগে) ভক্ষক; খাদক। (২) শিশুর মাইপোষ। (৩) (প্রায়ই attributive(ly)) মূল সড়ক; রেলপথ খাল বা বড় নদীর সঙ্গে সংযোগ স্থাপনকারী শাখা সড়ক, শাখানদী ইত্যাদি: feeder canal; feeder road.
- English Word feel 1 Bengali definition [ফীল্] (noun) (কেবল singular) (১) the feel স্পর্শানুভূতি। (২) the feel পরশ। (৩) অনুভবকরণ।
- English Word feel 2 Bengali definition [ফীল্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle felt [ফেল্ট্] (১) স্পর্শ দ্বারা অনুভব করা; উপলব্ধি করা: to feel the pulse. feel one’s way (ক) অন্ধকারে চলার ন্যায় সতর্কভাবে হাতড়ে চলা। (খ) কোনো ব্যাপারে সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়া। (২) feel (about) (for) হাত-পা বা লাঠির সাহায্যে খোঁজা; হাতড়ানো: He felt in his pocket for the lighter. (৩) (স্পর্শের মাধ্যমে) সচেতন হওয়া। (৪) টের পাওয়া; অনুভব করা (স্পর্শ বা সংযোগ ছাড়া) : I felt the earth quake. to feel somebody out সতর্কভাবে কারো মতামত জানতে চেষ্টা করা। (৫) বোধ করা: feel hungry/happy. (৬) অনুভব করা: The dead cannot feel. (৭) feel for/ with কারো জন্য সহানুভূতি থাকা: I really feel for him. (৮) feel as if/though কারো মনে হওয়া বা অনুভূতি জাগা: He felt as if his head was spliting, তার মনে হচ্ছিল তার মাথা যেন ছিঁড়ে পড়ছে। (৯) কোনো কিছু হওয়ার ধারণা দেওয়া বা মনে হওয়া: Your hands feel cold, তোমার হাত ঠাণ্ডা মনে হচ্ছে। (১০) feel like (ব্যক্তি) আগ্রহী হওয়া; I don’t feel like gouing now out of room. feel equal to (কথ্য)। feel upto এঁটে উঠতে পারা; সক্ষম হওয়া: He doesn't feel up to a long walk now-a-days. (১১) কিছু সম্পর্কে স্পর্শকাতর হওয়া; কিছুর জন্য কষ্টভোগ করা। (১২) ধারণা করা; মত পোষণ করা: He felt that the programme was not feasible. (১৩) যথাযথভাবে বুঝতে পারা: I felt the hints he gave.
- English Word feel-good-factor Bengali definition [ফীল্-গুড্-ফ্যাক্টর্] (noun) কোনো বিশেষ সুযোগ বা প্রাপ্তিতে জনগণের মনে যে স্বস্তি আসে এবং ক্ষমতাসীন সরকারের প্রতি আস্থার পাশাপাশি তাদের ক্রয়ক্ষমতা বাড়ে; কোনো বড় মাপের ক্রীড়া অনুষ্ঠান বা আন্তর্জাতিক কোনো উৎসবের কারণে ব্যবসায়ীদের মাঝে চাঙ্গা ভাব: failed to see boost from Olympic factor.
- English Word feeler Bengali definition [ফীলা(র্)] [noun] [countable noun] (১) প্রাণীর শুঙ্গ বা শুয়া; স্পর্শের দ্বারা কোনো কিছু পরীক্ষা করার প্রত্যঙ্গ। (২) অন্যের মতামত বা অনুভূতি আগেই জানতে কৃত প্রস্তাব, কৌশল ইত্যাদি। put out feelers সুকৌশলে অন্যের মতামত যাচাই করে নেওয়া।
- English Word feeling Bengali definition [ফীলিঙ্] (noun) (১) [uncountable noun] বোধ; অনুভূতি; স্পর্শানুভূতি। (২) [countable noun] দৈহিক বা মানসিক সচেতনতা। (৩) (plural) আবেগ। (৪) [uncountable noun] সহানুভূতি; দরদ: He has no feeling for the sufferings of the poor. good feeling সদ্ভাব। ill/bad feeling অসদ্ভাব; বিদ্বেষ। (৫) [countable noun, uncountable noun] ক্রোধ; মানসিক উত্তেজনা। (৬) [uncountable noun] সংবেদনশীলতা; রুচি ও উপলব্ধি: feeling for music. (adjective) সহানুভূতিপ্রবণ; আবেগপ্রবণ। feelingly (adverb)
- English Word feet Bengali definition [ফীট্] (noun) foot–এর plural.
- English Word feign Bengali definition [ফেইন্] (verb transitive) (১) ভান করা: feign illness. (২) উদ্ভাবন করা: feign an excuse.
- English Word feint Bengali definition [ফেইন্ট্] (noun) (১) ভান। (২) কৃত্রিম আক্রমণ; (যুদ্ধে/মুষ্টিযুদ্ধে) আক্রমণ করা বা এড়ানোর উদ্দেশ্যে কৃত কৌশল। □ (verb intransitive) কৃত্রিম আক্রমণ করা; কৌশলে আক্রমণ করা; আক্রমণ এড়ানো: make a feint at/upon/against.
- English Word feldspar, felspar Bengali definition [ফেল্ড্স্পা:(র্), ফেল্স্পা :র্] (noun) [uncountable noun] কেলাসিত খনিজ শিলাবিশেষ।
- English Word felicitate Bengali definition [ফালিসিটেইট্] (verb transitive) felicitate somebody (on/upon something) (আনুষ্ঠানিক) অভিনন্দিত করা। felicitation [ফালিসিটেইশন] (noun) অভিনন্দন; অভিনন্দিতকরণ।
- English Word felicitous Bengali definition [ফালিসিটাস্] (adjective) (আনুষ্ঠানিক) (শব্দ, মন্তব্য ইত্যাদি প্রসঙ্গে) সুনির্বাচিত; সুখপূর্ণ; মনোরম। felicitously (adverb)
- English Word felicity Bengali definition [ফালিসাটি] (noun) (আনুষ্ঠানিক) (১) [uncountable noun] পরম সুখ বা পরিতৃপ্তি। (২) [uncountable noun] বলা বা লেখার মনোরম সুখকর ভঙ্গি; [countable noun] (plural felicities) সুনির্বাচিত শব্দাবলি।
- English Word feline Bengali definition [ফীলাইন্] (adjective) বিড়ালসংক্রান্ত; বিড়ালজাতীয়; বিড়ালের ন্যায়; walk with feline grace.
- English Word fell 1 Bengali definition fall 2 –এর past tense
- English Word fellah Bengali definition [ফে্লা্] (noun) (plural fellahin fellaheen) কৃষক (আরব দেশসমূহে)।
- English Word fellow Bengali definition [ফেলাউ] (noun) (১) (কথ্য) লোক: He is a nice fellow. (২) (plural) সঙ্গী; সাথি; সহকর্মী: school fellows. fellow feeling [noun] [uncountable noun] সহানুভূতি। (৩) (attributive(ly)) একই শ্রেণি বা ধরনের একত্রে বসবাস বা কর্মরত সঙ্গী: fellow citizen, একই রাষ্ট্রের নাগরিক; fellow-countrymen, স্বদেশবাসী। fellow-traveller (noun) (ক) সহযাত্রী; কোনো রাজনৈতিক দলের (বিশেষত কমিউনিস্ট পার্টির) লক্ষ্যের প্রতি সহানুভূতিশীল অথচ তার সদস্য নয় এমন ব্যক্তি। (৪) কোনো বিশ্ববিদ্যালয় বা বিদ্বৎসমিতির বিশিষ্ট সভ্য: Fellow of Bangla Academy. (৫) জোড়ার একটি।