A পৃষ্ঠা ৫০
- English Word argument Bengali definition [আ:গিউমান্ট্] (noun) (১) [Countable noun] an argument (with somebody) (about/over something) গুরুতর মতের অমিল; তীব্র মতানৈক্য; উত্তপ্ত বাক্যবিনিময়; কলহ; ঝগড়া: The decision of the referee caused endless arguments between. The two brothers had an argument over the ownership of the house. The rickshaw-puller had an argument with the traffic police. (২) [Uncountable noun] তর্ক; বিচার: His loyalty to his friends is beyond argument. an argument (for/against) (কোনো কিছুর পক্ষে/বিপক্ষে প্রদত্ত) যুক্তি। (৩) পুস্তক ইত্যাদির সারমর্ম বা সারাংশ: The author has added an argument in his preface to the new edition of the book. argumentative [আ:গিউমেন্টাটিভ্] (adjective) তর্কপ্রিয়; তর্কপ্রবণ।
- English Word argumentation Bengali definition [আ:গিউমেন্টেইশ্ন্] [Uncountable noun] যুক্তিপ্রদর্শন; বিতর্ক।
- English Word Argus Bengali definition [আ:গাস্] (noun) (গ্রিকপুরাণ) শতচক্ষু দানব। Argus eyed (adjective) সদাসতর্ক।
- English Word aria Bengali definition [আ:রিআ] (noun) (বিশেষত ১৮ শতকীয় গীতিনাট্যে) একক সংগীত।
- English Word arid Bengali definition [অ্যারিড্] (adjective) (মাটি, জমি) অনুর্বর; (আবহাওয়া, অঞ্চল সম্বন্ধে) শুষ্ক; বৃষ্টিপাতহীন। (লাক্ষণিক) আকর্ষণহীন। aridity [আরিডাটি] [Uncountable noun] শুষ্কতা।
- English Word Aries Bengali definition [এআরীজ্] (noun) রাশিচক্রের প্রথম রাশি; মেষরাশি।
- English Word aright Bengali definition [আরাইট্] (adverb) (পুরাতনী) ঠিকমতো; ঠিকভাবে: If I heard aright, যদি ঠিকমতো শুনে থাকি। (Past Participle–এর আগে rightly ব্যবহার করা বাঞ্ছনীয়: to be rightly informed).
- English Word arise Bengali definition [আরাইজ্] (verb intransitive) (১) দেখা যাওয়া; আবির্ভূত হওয়া: A new problem is about to arise. (২) arise from উদ্ভূত হওয়া: Misunderstanding arose from absence of communication between the members. (৩) (প্রাচীন প্রয়োগ) ওঠা; জেগে ওঠা; উঠে দাঁড়ানো।
- English Word aristocracy Bengali definition [অ্যারিস্ট্ক্রাসি] (noun) (১) [Uncountable noun] অভিজাততন্ত্র; [Countable noun] অভিজাততন্ত্র শাসিত দেশ বা রাষ্ট্র। (২) [Countable noun] অভিজাত শাসকগোষ্ঠী; অভিজাতশ্রেণী। (৩) [Countable noun] যেকোনো শ্রেণীর শ্রেষ্ঠ প্রতিনিধিবর্গ: an aristocracy of talent.
- English Word aristocrat Bengali definition [অ্যারিস্টাক্র্যাট্ America(n) আরিস্টাক্র্যাট্] (noun) অভিজাত লোক; উঁচু বংশোদ্ভূত ব্যক্তি। aristocratic [অ্যারিস্টক্র্যাটিক্ America(n) আরিস্টাক্র্যাটিক্] (adjective) অভিজাততন্ত্রবিষয়ক; অভিজাত; আভিজাত্যপূর্ণ: an aristocratic bearing. aristocratically [অ্যারিস্টক্র্যাটিক্লি] (adverb)
- English Word arithmetic Bengali definition [অ্যারিথমাটিক্] (noun) অঙ্কশাস্ত্র; পাটিগণিত। arithmetical [অ্যারিথমেটিক্ল্] (adjective) আঙ্কিক; পাটিগাণিতিক। arithmetical progression সমান্তর শ্রেণী। arithmetician [আরিথ্মাটিশ্ন্] (noun) অঙ্কশাস্ত্রবিদ।
- English Word ark Bengali definition [আ:ক্] (noun) (বাইবেলে) (১) যে জাহাজে করে Noah (কোরআনে হজরত নূহ) এবং তার পরিবার মহাপ্লাবন থেকে জীবনরক্ষা করেছিলেন। (২) Ark of the Covenant যে কাঠের সিন্দুকে ইহুদি আইনসংক্রান্ত রচনাবলী রক্ষিত হতো।
- English Word arm 1 Bengali definition [আ:ম্] (noun) (১) বাহু: She held her baby in her arms. baby/child/infant in arms কোলের শিশু। (hold, carry something) at arm’s length বাহু সম্পূর্ণ প্রসারিত করে (কোনো কিছু ধরা, বহন করা)। chance one’s arm, দ্রষ্টব্যchance 2. keep somebody at arm’s length (লাক্ষণিক) কাউকে দূরে সরিয়ে রাখা; কারো কাছ থেকে দুরে থাকা। (welcome somebody/something) with open arms বাহু প্রসারিত করে বা দু হাত বাড়িয়ে (অভ্যর্থনা বা গ্রহণ করা)। walk arm in arm (দুজনে) বাহুবদ্ধ হয়ে (হাতে হাত ধরে) হাঁটা। arm-band (noun) (কাপড় ইত্যাদির তৈরি) বাহুবন্ধনী। armchair (noun) আরাম কেদারা। armchair critic যে ব্যক্তি কাজ না করে কেবল বসে বসে সমালোচনা করে। armhole (noun) (জামা ইত্যাদির) হাতার ফাঁক। armpit (noun) বগল। (২) (জামা ইত্যাদির) হাতা: the arms of a coat. (৩) গাছের বড় শাখা বা ডাল। (৪) বাহুসদৃশ বস্তু: the arms of a chair. (৫) (লাক্ষণিক) the (long) arm of the law, আইনের হাত (আইনের ক্ষমতা বা কর্তৃত্ব)। armful [আ:মফুল্] (noun) এক বা দুই বাহুতে যতটা ধরা যায়: He carried in packets by the armful.
- English Word arm 2 Bengali definition [আ:ম্] (noun) কোনো দেশের সশস্ত্র বাহিনীর শাখা বা বিভাগ: the infantry arm.
- English Word arm 3 Bengali definition [আ:ম্] (verb transitive), (verb intransitive) arm (with) অস্ত্র সজ্জিত করা: অস্ত্র সরবরাহ করা; যুদ্ধের প্রস্তুতি নেওয়া: They were armed with machine guns; (লাক্ষণিক) armed with the latest information. the armed forces/services সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। armed neutrality সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিয়ে নিরপেক্ষ থাকার নীতি।
- English Word armada Bengali definition [আ:মা:ডা] (noun) বৃহৎ রণতরির বহর, বিশেষত স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ ১৫৮৮ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে যে রণতরির বহর (the Armada) পাঠিয়েছিলেন।
- English Word Armageddon Bengali definition [আ:মাগেড্ন্] (noun) (১) (বাইবেলি) মহাকালের অন্তে শুভ ও অশুভ শক্তির যে সর্বশেষ যুদ্ধ হবে বলে ভবিষ্যদ্বাণী আছে, এই যুদ্ধ সেখানে সংঘটিত হবে। দ্রষ্টব্যRev 1 6: 1 6. (২) (লাক্ষণিক) শুভাশুভের যেকোনো (অনুরূপ) দ্বন্দ্ব।
- English Word armament Bengali definition [আ:মামান্ট্] (noun) (১) (সাধারণত plural) সামরিক বাহিনী ও তার যুদ্ধোপকরণ; নৌ, সেনা ও বিমানবাহিনী। (২) (সাধারণত plural) যুদ্ধাস্ত্র; বিশেষত বড় কামান: the armaments industry. (৩) [Uncountable noun] সামরিক বাহিনীকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করার প্রক্রিয়া; যুদ্ধের আয়োজন; রণসজ্জা।
- English Word armature Bengali definition [আ:মাচুআ(র্)] (noun) (বিদ্যুৎ) বৈদ্যুতিক মোটর বা ডায়নামোর বিদ্যুৎপ্রবাহ উৎপাদনকারী অংশ; বৈদ্যুতিক মোটরের পেঁচানো তার বা কয়েল।
- English Word armistice Bengali definition [আ:মিস্টিস্] (noun) সাময়িক যুদ্ধবিরতি চুক্তি। Armistice Day ১১ই নভেম্বর- প্রথম বিশ্বযুদ্ধের অবসানকারী যুদ্ধবিরতি চুক্তির বার্ষিকী হিসেবে এই দিনটি পালিত হয় (America(n)= Veterans’ Day) দ্রষ্টব্য. remembrance.