স পৃষ্ঠা ৩২
- Bengali Word সমাগত English definition [শমাগতো] (বিশেষ্য) ১ সম্যক উপস্থিত; এসেছে এমন (রাত্রি সমাগত)। ২ মিলিত; সংযোজিত (সমাগত জনতা)। সমাগতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সম্যক এসেছে বা উপস্থিত যে নারী; সমুপস্থিতা (বনতোষিণী সহকারের সহিত সমাগতা হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আগত}
- Bengali Word সমাগম English definition [শমাগম্] (বিশেষ্য) ১ সম্মেলন; একত্রীভূতকরণ (এজন্মে যে গৃহিণী ও জ্যেষ্ঠপুত্রের সহিত সমাগম হইবে তাহার আর প্রত্যাশা নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ উপস্থিত (বন্ধু-সমাগম)। ৩ সঞ্চার (ফুলে ফুলে মধু সমাগম)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আগম}
- Bengali Word সমাঘ্রাত English definition [শমাগ্ঘ্রাতো] (বিশেষণ) উত্তমরূপে ঘ্রাণ নেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্+আঘ্রাত}
- Bengali Word সমাচার English definition [শমাচার্] (বিশেষ্য) ১ খবর; বার্তা; সংবাদ (সালাম দেহ কহ গিয়া এই সমাচার-সৈয়দ হামজা)। ২ উত্তম আচার-ব্যবহার; শিষ্টাচার। {(তৎসম বা সংস্কৃত) সম্+আচার}
- Bengali Word সমাচ্ছন্ন English definition [শমচ্ছোন্নো] (বিশেষণ) ১ সম্পূর্ণ অভিভূত (আনন্দে মন সমাচ্ছন্ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঢাকা; আবৃত (মেঘে সমাচ্ছন্ন আকাশ)। সমাচ্ছন্না (স্ত্রীলিঙ্গ)। সমাচ্ছন্নতা (বিশেষ্য) ১ অভিভূতাবস্থা (মোহ-সমাচ্ছন্নতা)। ২ আচ্ছন্নতা; আবৃত অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) সম্+আচ্ছন্ন}
- Bengali Word সমাজ English definition [শমাজ্] (বিশেষ্য) ১ পরস্পর সহযোগিতা ও সহানুভূতির সঙ্গে বসবাসকারী মনুষ্যগোষ্ঠী। ২ সম্প্রদায় (পণ্ডিত-সমাজ)। ৩ একজাতীয় প্রাণীর দল বা সমাবেশ (পশু-সমাজ)। ৪ সভাসমিতি; পরিষদ (প্রহেলিকা কহে শুক রাজার সমাজে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৫ বৈষ্ণবদের সমাধিস্থল। সমাজকর্ম (বিশেষ্য) সমাজের সেবামূলক উদ্যোগ, আদর্শ ও তত্ত্ব এবং তৎসংক্রান্ত শাস্ত্র; social work। সমাজকল্যাণ (বিশেষ্য) সমাজের কল্যাণমূলক চিন্তা, আদর্শ, তত্ত্ব ও প্রয়োগ এবং তৎসংক্রান্ত শাস্ত্র; social welfare। সমাজচ্যুত (বিশেষণ) গোত্র বা সঙ্ঘ থেকে বহিষ্কৃত; একঘরে। সমাজজ্ঞতা (বিশেষ্য) সমাজ সম্বন্ধে চেতনা; সামাজিকতা (দীনবন্ধুর এই অলৌকিক সমাজজ্ঞতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সমাজতত্ত্ব (বিশেষ্য) মানবসমাজের উৎপত্তি, গঠন, উৎকর্ষ বিধান সম্পর্কীয় নিয়ম কানুন বা প্রণালি যে শাস্ত্রের বিষয়বস্তু; sociology। সমাজতন্ত্র (বিশেষ্য) ব্যক্তি ও শ্রেণির মালিকানা বিলোপ করে সকলের হিতার্থে উৎপাদনের সহায়ক সকল বস্তু রাষ্ট্রের হাতে ন্যস্ত হওয়া প্রয়োজন-এই মতবাদমূলক শাসনব্যবস্থা বা দর্শন; socialism। সমাজতন্ত্রী(-ন্ত্রিন্) (বিশেষণ) সমাজতন্ত্রমূলক শাসনব্যবস্থায় বিশ্বাসী; socialist। সমাজতাত্ত্বিক (বিশেষণ) সমাজতত্ত্ব সম্বন্ধে জ্ঞানী ব্যক্তি; সমাজবিজ্ঞানী। সমাজতান্ত্রিক (বিশেষণ) সমাজতন্ত্র সম্বন্ধে জ্ঞানী ব্যক্তি। সমাজপতি (বিশেষ্য) সমাজের নেতা বা সংরক্ষক; ব্রাহ্মণের পদবিবিশেষ। সমাজবদ্ধ (বিশেষণ) সমাজে বসবাসকারী। সমাজবিজ্ঞান (বিশেষ্য) সমাজের সাংগঠনিক রীতিনীতি, তত্ত্ব-আদর্শ, সেবা-কল্যাণ প্রভৃতি সংক্রান্ত শাস্ত্র; sociology। সমাজবিধি (বিশেষ্য) সমাজসংরক্ষণের নিয়মাবলি। সমাজবিরুদ্ধ, সমাজবিরোধী(-ধিন্) (বিশেষণ) সমাজের পক্ষে অনিষ্টকর; সমাজের রীতিনীতির বিরুদ্ধাচরণকারী (সমাজবিরোধী কার্যকলাপ)। সমাজ-সংস্কার (বিশেষ্য) সমাজের অসঙ্গতি দূর করে সমাজকে ত্রুটিমুক্তকরণ। সমাজ-সংস্কারক (বিশেষণ) সমাজকে সুশোভন ও সুশৃঙ্খল-ভাবে সংগঠনকারী। সমাজ-হিতৈষী(-ষিন্) (বিশেষণ) সমাজবদ্ধ মানুষের মঙ্গল কামনা করেন এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অজ্+অ(ঘঞ্)}
- Bengali Word সমাদর English definition [শমাদর্] (বিশেষণ) ১ অত্যন্ত যত্ন; অত্যধিক আদর; অতিশয় স্নেহ। □ (বিশেষ্য) ১ সম্মান করা; আদৃত করা (সাধু-সজ্জনের সমাদর করা)। ২ সম্মানার্থে সংবর্ধনা জ্ঞাপন। সমাদৃত (বিশেষণ) ১ যত্ন-আদর-স্নেহকৃত। ২ সম্মানিত (সমাদৃত নেতা)। ৩ সেবাপ্রাপ্ত; আদৃত। সমাদৃতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আদর}
- Bengali Word সমাধা, সমাধান English definition [শমাধা, শমাধান্] (বিশেষ্য) ১ সম্পন্নকরণ (কার্য সমাধা করা)। ২ মীমাংসা; নিষ্পত্তি (বিচার সমাধা হল যবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ প্রতিকার। ৪ সমাপ্তি; শেষ। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√ধা+অ(অঙ্)+আ(টাপ্), অন(ল্যুট্)}
- Bengali Word সমাধি English definition [শমাধি] (বিশেষ্য) ১ কবর; গোর; মাজার (সমাধিশায়িত)। ২ ধ্যান; গভীর মনোনিবেশ; প্রগাঢ় তন্ময়তা (কোন রঙ্গে ভঙ্গ করি তাহার সমাধি-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ সমাধান; সমাপন (ভোজন সমাধি সবে কৈল আচমন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন বা ঐক্যভাব। ৫ বিবাদ ভঙ্গকরণ। ৬ নীরবতা অবলম্বন; বাক্সংযম। ৭ কাব্যের অলঙ্কার বিশেষ। সমাধিক্ষেত্র, সমাধিস্থল, সমাধিস্থান (বিশেষ্য) কবরস্থান; গোরস্থান; পূর্ণভাবে সমাহিত হওয়ার স্থান। সমাধিপ্রস্তর, সমাধিফলক (বিশেষ্য) কবরের উপর সংস্থাপিত স্মারকচিহ্ন বা প্রস্তর। সমাধিভঙ্গ (বিশেষ্য) ধ্যানভঙ্গ; সংযমভঙ্গ। সমাধিমগ্ন, সমাধিস্থ (বিশেষণ) ১ ধ্যানে বা তপস্যায় নিমগ্ন; ধ্যানস্থ। ২ কবরস্থ; সমাহিত। সমাধিমন্দির (বিশেষ্য) কবরের উপর নির্মিত স্মৃতিমন্দির বা ভবন; সমাহিত করার স্থানে নির্মিত স্মৃতিসৌধ। সমাধিস্তম্ভ (বিশেষ্য) কবরের উপরে স্মৃতিস্তম্ভ। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√ধা+ই(কি)}
- Bengali Word সমাধ্যায়ী (-য়িন্) English definition [শমাদ্ধ্যায়ি] (বিশেষ্য) একসঙ্গে অধ্যয়নকারী; সহপাঠী; সতীর্থ। {(তৎসম বা সংস্কৃত) সম+অধ্যায়ী}
- Bengali Word সমান English definition [শমান্] (বিশেষণ) ১ সমকক্ষ; সদৃশ (কেত নাহি হারে জিতে সমানে সমান-সৈয়দ হামজা)। ২ মতো; তুল্য (পাথরের দেয়ালে পা রাখা যায় না-কাঁচের সমান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সমমূল্যের। ৪ ভারসাম্যযুক্ত (পাথর দুটি সমান)। ৫ একঘেয়েমি; বরাবর (সমানে বসে বা শুয়ে থাকা)। ৬ সোজা (সারি সমান করা)। ৭ সমগুণসম্পন্ন (সমান বুদ্ধিমান)। ৮ নাভিস্থিত বায়ুবিশেষ। সমানাধিকরণ (বিশেষ্য) যে গুণ দিয়ে পদার্থের তুল্য অধিকার বোঝায়; একজাতীয় সাধারণ গুণ। □ (বিশেষণ) এক সময়ে বা একই স্থানে অবস্থান; সহবর্তী; (ব্যাকরণ) একই বিভক্তিবিশিষ্ট; বিশেষ্য বিশেষণ সম্বন্ধবিশিষ্ট। সমান সমান (বিশেষণ) সমকক্ষ; তুল্য; অধিকারী; সমান শক্তিবিশিষ্ট। সমানাধিকারী (বিশেষ্য) জাতিধর্ম নির্বিশেষে সমান ক্ষমতার অধিকারী। সমানাধিকারবাদ (বিশেষ্য) সাম্যবাদ। {(তৎসম বা সংস্কৃত) সম+আ+√অন্+অ(অচ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমানুপাত English definition [শমানুপাত্] (বিশেষ্য) সদৃশ; অনুপাতের সমতা (যেমন ২ : ৪ : ৮ : ১৬); proportion। {(তৎসম বা সংস্কৃত) সম+অনুপাত}
- Bengali Word সমান্তর English definition [শমান্তর্] (বিশেষণ) (গণিত.) সমান ব্যবধানযুক্ত। ২ (গণিত.) সমান রাশির পার্থক্যযুক্ত (২, ৪, ৬ ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) সম+অন্তর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমান্তরাল English definition [শমান্তোরাল্] (বিশেষণ) সর্বত্র এবং সর্বদা সমান দূরত্ববিশিষ্ট; parallel। {(তৎসম বা সংস্কৃত) সম+অন্তরাল}
- Bengali Word সমাপক English definition [শমাপক্] (বিশেষণ) সমাধাকারী। সমাপিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)১ সম্পন্নকারিণী (গৃহকর্ম সমাপিকা)। ২ (ব্যাকরণ) বাক্য বা বাক্যের অর্থবোধ সম্পন্নকারিণী ক্রিয়া (সমাপিকা ক্রিয়া)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√আপি্+অক(ণ্বুল্)}
- Bengali Word সমাপন English definition [শমাপোন্] (বিশেষ্য) ১ সম্পন্নকরণ; সমাপ্তি; শেষ (খননকার্য সমাপন)। ২ উদ্যাপন (পর্বাদি সমাপন)। ৩ শেষ (দিবা হল সমাপন-রবীন্দ্রনাথ ঠাকুর)। সমাপনীয় (বিশেষণ) সমাপনযোগ্য। সমাপ্য (বিশেষণ) সমাপনযোগ্য; সমাপনীয়। সমাপিত (বিশেষণ) নিষ্পাদিত (সমাপিত কর্ম)। ২ সম্পাদিত (সংকলনের কাজ সমাপিত)। সমাপিত করা (ক্রিয়া) সম্পাদিত বা নিষ্পাদিত করা। {(তৎসম বা সংস্কৃত) সম্+√আপি+অন(ল্যুট্)}
- Bengali Word সমাপ্ত English definition [শমাপ্তো] (বিশেষণ) সম্যক শেষ; সম্পূর্ণ। ২ বিগত; অতীত। সমাপ্তি (বিশেষ্য) সম্পন্ন; সমাধান। ২ অবসান; খতম; শেষ (যুগ-সমাপ্তি)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√আপ্+ত(ক্ত)}
- Bengali Word সমাবর্তন English definition [শমাবর্তোন্] (বিশেষ্য) ১ পুনরায় আগমন; ফিরে আসা; প্রত্যাবর্তন। ২ হিন্দু শাস্ত্রোক্ত চতুরাশ্রম ব্যবস্থায় শিক্ষা সমাপন ও ব্রহ্মচর্যের পর গুরুগৃহ থেকে প্রত্যাবর্তন। ৩ বিশ্ববিদ্যালয়ের উপাধি গ্রহণ ও বিতরণের সভা; convocation। সমাবর্তন উৎসব (বিশেষ্য) বিশ্ববিদ্যালয়ে উপাধি প্রদানের উৎসব; convocation (বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে লর্ড কার্জন যে অভিভাষণ দিয়েছিলেন-আনিসুজ্জামান)। সমাবৃত্ত (বিশেষণ) প্রত্যাগত; পুনরায় আবর্তিত; ব্রহ্মচর্য পালনের পর গুরুগৃহ থেকে প্রত্যাবর্তন করে গৃহধর্মে প্রবিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√বৃৎ+অন(ল্যুট্)}
- Bengali Word সমাবিষ্ট English definition [শমাবিশ্টো] (বিশেষণ) ১ আক্রান্ত; প্রভাবান্বিত (মোহ সমাবিষ্ট)। ২ সন্নিবিষ্ট; একাগ্রচিত্ত। ৩ সমবেত (কক্ষে সমাবিষ্ট সুধীবৃন্দ)। সমাবিষ্টা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ√বিশ্+ত(ক্ত)}
- Bengali Word সমাবৃত English definition [শমাব্বৃতো] (বিশেষণ) সম্পূর্ণ আবৃত; আচ্ছাদিত; আচ্ছন্ন (মনে হয় সমাবৃত হয়ে আছি কোন এক অন্ধকার ঘরে-জীবনানন্দ দাশ)। ২ বেষ্টিত; ঘেরাও (প্রহরী-সমাবৃত)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√বৃ+ত(ক্ত)}