স পৃষ্ঠা ৩
- Bengali Word সংগম, সঙ্গম English definition [শঙ্গম্] (বিশেষ্য) ১ সম্ভোগ; দৈহিক মিলন; সহবাস। ২ একাধিক নদীর অথবা নদী ও সাগরের মিলন স্থান (সাগরসঙ্গম, গঙ্গা যমুনার সঙ্গমস্থল)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√গম্+অ(অপ্)}
- Bengali Word সংগিন English definition ⇒ সঙ্গিন
- Bengali Word সংগীত, সঙ্গীত English definition [শোঙ্গিত্] (বিশেষ্য) গান; গান-বাজনা; গীতবাদ্য; বাদ্যযন্ত্রের সুর লয় ধ্বনি (সংগীত চর্চা)। সাংগীতিক (বিশেষণ) সংগীতদ বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) সম্+√গৈ+ত(ক্ত)}
- Bengali Word সংগুপ্ত English definition [শঙ্গুপ্ত] (বিশেষণ) বিশেষভাবে গোপনীয়। {(তৎসম বা সংস্কৃত) সম্+√গুপ্ত্+ত(ক্ত)}
- Bengali Word সংগৃহীত English definition [শঙ্গ্রিহিতো] (বিশেষণ) সংকলিত; সংগ্রহ করা হয়েছে এমন (সংগৃহীত পণ্যসম্ভার)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√গ্রহ্+ত(ক্ত)}
- Bengali Word সংগোপন, সঙ্গোপন English definition [শঙ্গোপোন্] (বিশেষ্য) ১ সম্পূর্ণ গোপন; লুকানো। ২ আত্মগোপন (সংগোপনে আছে কত জ্ঞানী; কোন সঙ্গোপন রাত্রির বিদ্যুৎস্পন্দন যেন-বুদ্ধদেব বসু)। সংগোপনে (ক্রিয়াবিশেষণ) গুপ্তভাবে; লোকচক্ষুর অগোচরে বা অন্তরালে (সংগোপনে বেদনায় কাঁদে কতজন)। সংগোপিত, সঙ্গোপিত (বিশেষণ) গুপ্ত অবস্থায় রক্ষিত; লুক্কায়িত (বাল্মীকি, যত্নপূর্বক এই বিষয় তাহাদের বোধ বিষয় হইতে সঙ্গোপিত করিয়া রাখিয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√গুপ্+ অন(ল্যুট্)}
- Bengali Word সংগ্রহ, সংগ্রহণ English definition [শঙ্গ্রোহো, শঙ্গ্রোহোন্] (বিশেষ্য) ১ আহরণ; বিক্ষিপ্ত বস্তু সকল একত্রকরণ (কবিতাসংগ্রহ)। ২ সঞ্চয় (অর্থসংগ্রহ)। ৩ চয়ন (পুষ্পসংগ্রহ)। সংগ্রহশালা (বিশেষ্য) চোট জাদুঘর; শিল্পকর্ম ইত্যাদি রাখার জন্য গৃহ বা ভবন। সংগ্রহণী (বিশেষ্য) ১ গ্রহণী রোগবিশেষ। ২ সংগ্রহণের কাজ। সংগ্রহীতা(-তৃ), সংগ্রাহক (বিশেষণ) সংগ্রহকারী; আহরণকারী। সংগ্রহিত্রী, সংগ্রাহিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√গ্রহ্+অ(অচ্), অন(ল্যুট্)}
- Bengali Word সংগ্রাম English definition [শঙ্গ্রাম্] (বিশেষ্য) ১ যুদ্ধ (মোগল-পাঠানে সংগ্রাম)। ২ প্রচেষ্টা। সংগ্রামশক্তি (বিশেষ্য) যে শক্তির প্রবল বিরোধিতার মুখে টিকে থাকা যায় (জীবনীশক্তিবর্ধক ও সংগ্রামশক্তিপ্রদায়ক-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) √সংগ্রাম+অ(অচ্)}
- Bengali Word সংঘ, সঙ্ঘ English definition [শঙ্ঘো] (বিশেষ্য) ১ দল; সমূহ (সঙ্ঘবদ্ধ)। ২ সমিতি; প্রতিষ্ঠান (ছাত্রসঙ্ঘ)। ৩ বৌদ্ধ ভিক্ষু সমাজ। সংঘচারী (বিশেষণ) দলবদ্ধভাবে বিচরণকারী। □ (বিশেষ্য) মাছ। সংঘজীবী (বিশেষ্য) (বিশেষণ) শ্রমিক; মজদুর। {(তৎসম বা সংস্কৃত) সম্+√হন্+অ(অপ্)}
- Bengali Word সংঘটক English definition [শঙ্ঘটোক্] (বিশেষ্য) সংঘটনকারী। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ঘটি+অক(ণ্বুল্)}
- Bengali Word সংঘটন English definition [শঙ্ঘটোন্] (বিশেষ্য) ১ মিলন; যোজন; একত্রকরণ (যে রূপে পার ঐ হৃদয়চোর ব্যক্তির সহিত আমার সংঘটন করিয়া দেও-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ঘটনা। ৩ গঠন। ৪ সংঘর্ষ। সংঘটিত (বিশেষণ) ১ সম্যক ঘটিত; অনুষ্ঠিত (বারিসংঘটিত ঘটে সু-সিন্দুর আঁকি ও সুন্দর পদযুগ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সাধিত (চক্রান্তকারিগণ কর্তৃক এই ঘটনা সংঘটিত হইয়াছে-রহিম)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ঘট্+অন(ল্যুট্)}
- Bengali Word সংঘট্ট, সঙ্ঘট্ট English definition [শঙ্ঘট্টো] (বিশেষ্য) পরস্পর মিলন; সংঘর্ষ (বাংলা কাব্যও অসংলগ্ন ভাব ছবির অনিকাম সংঘট্ট-সুধীন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) সংঘটিত; সংঘর্ষিত (লটাপট জটাজুট সংঘট্ট গঙ্গা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ঘট্ট+অ(ঘঞ্)}
- Bengali Word সংঘর্ষ, সংঘর্ষণ English definition [শঙ্ঘর্শো, শঙ্ঘর্শন্] (বিশেষ্য) পরস্পর ঠোকাঠুকি; মর্দন; ধাক্কা (গাড়িতে গাড়িতে সংঘর্ষ)। সংঘষ্ট (বিশেষণ) ঘর্ষিত; ধাক্কাপ্রাপ্ত; বিবদমান। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ঘৃষ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word সংঘাত English definition [শঙ্ঘাত্] (বিশেষ্য) ১ পরস্পর আঘাত; সংঘর্ষ। ২ সমষ্টি। ৩ নিবিড়তা। ৪ কোনো গতিশীল বস্তুর অন্য বস্তুর সঙ্গে সংঘর্ষ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√হন্+অ(ঘঞ্)}
- Bengali Word সংঘারাম, সঙ্ঘারাম English definition [শঙ্ঘারাম্] (বিশেষ্য) বৌদ্ধ মঠ বা আশ্রম। {(তৎসম বা সংস্কৃত) সঙ্ঘ+আরাম}
- Bengali Word সংঘৃষ্ট English definition ⇒ সংঘর্ষ
- Bengali Word সংচিত্রিত English definition [শঙ্চিত্ত্রিতো] (বিশেষণ) সম্যকরূপে চিত্রিত (সংকীর্তিত ভাষা যেমন, তেমনি সংচিত্রিত-ভাষাও একটা ভাষা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√চিত্রি+ত(ক্ত)}
- Bengali Word সংচূর্ণিত English definition [শঙ্চুর্নিতো] (বিশেষণ) সম্পূর্ণভাবে চূর্ণ হয়েছে এমন (সংচূর্ণিত হীরক)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√চূর্ণ+ত(ক্ত)}
- Bengali Word সংজ্ঞা English definition [শোঙ্গাঁ] (বিশেষ্য) ১ চৈতন্য; অনুভূতি (রোগীর সংজ্ঞা নাই)। ২ আখ্যা; নাম; definition (ধ্বনিবিজ্ঞানের সংজ্ঞা) লাক্ষণিক বা গুণগত পরিচিতি। ৩ জ্ঞান; বুদ্ধি (তখন সে সংজ্ঞা হারাইয়া ফেলিয়াছে-সৈয়দ সুলতান)। ৪ বিশেষ্যপদ। সংজ্ঞান (বিশেষ্য) চেতনা; সম্যক জ্ঞান; সঙ্কেত। সংজ্ঞানাশক, সংজ্ঞাবিঘাতক, সংজ্ঞাবিঘাতী(-তিন্) (বিশেষণ) চৈতন্য বিলোপক; জ্ঞান হরণকারী। সংজ্ঞাবিঘাতিনী (স্ত্রীলিঙ্গ)। সংজ্ঞার্থ (বিশেষ্য) পারিভাষিক অর্থ; definition। সংজ্ঞাহারা (বিশেষণ) চেতনারহিত; নিস্তব্ধ; অসাড় (মুগ্ধ জগৎ মৌন দিবা; সংজ্ঞাহারা রাত-সত্যেন্দ্রনাথ দত্ত)। সংজ্ঞিত (বিশেষণ) নাম যুক্ত; আখ্যাত; উক্ত; বলা হয়ে থাকে বা আখ্যা দেওয়া হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্+√জ্ঞা+অ(অঙ্)}
- Bengali Word সংজ্ঞাপন English definition [শঙ্গাঁপোন্] (বিশেষ্য) বিজ্ঞাপন; জানানো।। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞাপি+অন(ল্যুট্)}