স পৃষ্ঠা ২৯
- Bengali Word সমতীত English definition [শমোতিত্] (বিশেষণ) সম্পূর্ণ অতীত; যে কাল গত হয়েছে; বিগত। {(তৎসম বা সংস্কৃত) সম্+অতীত}
- Bengali Word সমতুল English definition [শমোতুল্] (বিশেষণ) ১ একই রকম ওজনবিশিষ্ট (পাথর দুটি সমতুল)। ২ সমকক্ষ; সমান। {(তৎসম বা সংস্কৃত) সম+তুল}
- Bengali Word সমতুল্য English definition [শমোতুল্লো] (বিশেষণ) ১ সমান; একই; তুল্যরূপ; সমকক্ষ (বংশমর্যদায় সমতুল্য)। ২ ওজনে সমান। সমতুল্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম+তুল্য}
- Bengali Word সমত্ত English definition ⇒ সোমত্ত
- Bengali Word সমদর্শন English definition [শমোদর্শন্] (বিশেষ্য) ১ ভেদজ্ঞানশূন্য বা নিরপেক্ষ বিচার বা দর্শন। ২ অপক্ষপাতিত্ব। ৩ তত্ত্বজ্ঞান। সমদর্শী (-র্শিন্) (বিশেষণ) ভেদজ্ঞানহীন; তত্ত্বজ্ঞানবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম+দর্শন, (কর্মধারয় সমাস)}
- Bengali Word সমদূরবর্তী (-র্তিন্) English definition [শমোদুরোবোর্তি] (বিশেষণ) সমান দূরে অবস্থিত। সমদূরবর্তিনী (স্ত্রীলিঙ্গ)। সমদূরবর্তিতা (বিশেষ্য) সমান দূরত্ব। {(তৎসম বা সংস্কৃত) সম+দূরবর্তিনী}
- Bengali Word সমদৃষ্টি English definition [শমোদৃশ্টি] (বিশেষ্য) ১ সমদর্শন; অপক্ষপাত আচরণ (সন্তানদের প্রতি সমদৃষ্টি রাখা)। ২ সমান দর্শনের ক্ষমতা (দুটি চক্ষুই সমদৃষ্টিসম্পন্ন)। {(তৎসম বা সংস্কৃত) সম+দৃষ্টি}
- Bengali Word সমধিক English definition [শমোধিক্] (বিশেষণ) অতিশয়; অধিক; অনেক বেশি (সমধিক পরিচর্যা)। {(তৎসম বা সংস্কৃত) সম্+অধিক}
- Bengali Word সমন English definition [শমোন্] (বিশেষ্য) আদালতে হাজির হওয়ার আদেশনামা (সদাশিবের নামে সমন নিয়ে এসেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ মৃত্যুর আহ্বান। {(ইংরেজি) summons}
- Bengali Word সমনস্ক English definition [শমনোশ্কো] (বিশেষণ) মানসসম্ভূত; মনের সঙ্গে মিল আছে এমন; মনোযোগ আনয়ন করে এমন (আনমনা সাহিত্য তখন লোকালয়ের মাঝখানে এসে পড়ে সমনস্ক হয়ে উঠে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+মসস্ক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমন্তাৎ, সমন্ততঃ (বিরল) English definition [শমোন্তাত্, শমোন্ততোহ্] (অব্যয়) সর্বদিকে; সর্বত্র। {(তৎসম বা সংস্কৃত) সমন্তস্>, +তঃ(তসি)>}
- Bengali Word সমন্ত্রক English definition [শমোন্ত্রক্] (বিশেষণ) মন্ত্রযুক্ত; মন্ত্রপূত। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+মন্ত্রক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমন্বয় English definition [শমোন্নয়্] (বিশেষ্য) ১ সংগতি (ভাব-সমন্বয়)। ২ সামঞ্জস্য (উভয়ের মধ্যে সমন্বয় সাধিত হয়েছে)। ৩ বিরোধরহিত; মিলন (বাঙালীর ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। সমন্বিত (বিশেষণ) যুক্ত; সম্বলিত (মাছ-মাংস সমন্বিত)। সমন্বিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+অনু+√ই+অ(অচ্)}
- Bengali Word সমপদস্থ English definition [শমোপদোস্থো] (বিশেষণ) সমান পদমর্যাদাশালী (সমপদস্থ কর্মচারী)। সমপদস্থা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম+পদস্থ}
- Bengali Word সমপৃষ্ঠ English definition [শমোপৃশ্ঠো] (বিশেষণ) সমতল; উঁচুনিচু নয় এমন।
- Bengali Word সমপ্রাণ English definition [শমোপ্প্রাণ] (বিশেষ্য) সমান প্রাণবিশিষ্ট; অন্তরঙ্গ। সমপ্রাণা (স্ত্রীলিঙ্গ)। সমপ্রাণতা (বিশেষ্য) প্রাণের সমতা। {(তৎসম বা সংস্কৃত) সম+পৃষ্ঠ}
- Bengali Word সমবর্তী (-র্তিন্) English definition [শমোবোর্তি] (বিশেষণ) সমানভাবে বা একইভাবে বা সমান দূরে অবস্থিত। সমবস্থা (বিশেষণ) একইভাবে অবস্থিত; সদৃশ অবস্থাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বৃৎ+ইন্(ণিনি)}
- Bengali Word সমবস্থ English definition [শমোবস্তো] (বিশেষণ) সদৃশ; একই বা অভিন্ন অবস্থাযুক্ত। সমবস্থা (বিশেষণ) একইভাবে অবস্থিত; সদৃশ অবস্থাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম+অবস্থা}
- Bengali Word সমবাএ English definition ⇒ সমবায়
- Bengali Word সমবায় English definition [শমোবায়্] (বিশেষ্য) ১ সম্মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস (এসব শুনিয়া রাজা করি সমবায়, কুমার কুমারী যথা তথা চলি যায়-দৌলত উজির বাহরাম খান)। ২ দলবদ্ধ (ঢাল খাঁড়া লই সভে হও সমবায়-মুরারী)। ৩ সমৃদ্ধ। ৪ সম্মিলিত বা যৌথ কর্মপ্রচেষ্টা; co-operation। সমবাএ (প্রাচীন বাংলা) (বিশেষ্য) কর্মপ্রচেষ্টা; যৌথ সমবায় সমিতি (বিশেষ্য) পরস্পরের সঙ্গে মিলিত প্রচেষ্টায় গঠিত ও পরিচালিত ব্যবসায় সংক্রান্ত বা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানাদি। সমবায়ী(-য়িন্) (বিশেষণ) নিত্য সম্বন্ধ; সমবায় সম্বন্ধীয়; উপাদান। {(তৎসম বা সংস্কৃত) সম্+অব+√ই+অ(অচ্)}