স পৃষ্ঠা ২
- Bengali Word সংকুলান, সঙ্কুলান English definition [শোঙ্কুলান্] (বিশেষ্য) পর্যাপ্ত হওয়ার অবস্থা; যাতে কার্যসিদ্ধি হয় এমন অবস্থা; পর্যাপ্তি; প্রয়োজনানুরূপ; চাহিদানুগ অর্থের বা সামগ্রীর ব্যবস্থা থাকা। {(তৎসম বা সংস্কৃত) সম্+(বাংলা) √কুলা+আন}
- Bengali Word সংকেত, সঙ্কেত English definition [শঙ্কেত্] (বিশেষ্য) ১ ইঙ্গিত; ইশারা; অভিপ্রায় (আমাদেরই বংশের কেহ এই লিখনের সংকেত বুঝিতে পারিবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সূত্র; সন্ধান; খোঁজ। ৩ গুপ্তস্থান; মিলনস্থান। ৪ শব্দার্থ জ্ঞাপক শক্তি। ৫ চিহ্ন; লক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√কিৎ+অ(ঘঞ্)}
- Bengali Word সংকোচ, সঙ্কোচ English definition [শঙ্কোচ্] (বিশেষ্য) ১ কুণ্ঠা; জড়সড় ভাব (বালিকাসুলভ সংকোচ)। ২ সংক্ষেপ (পদার্থের সংকোচ সাধন)। ৩ বন্ধন। সংকোচন, সঙ্কোচন (বিশেষ্য) হ্রস্বীকরণ; সংক্ষেপকরণ (রৌদ্রে অনেক পদার্থেরই সঙ্কোচন হয়)। সংকোচনীয়, সংকোচ্য (বিশেষণ) সংকোচের উপযুক্ত। সংকোচশূন্য, সংকোচহীন (বিশেষণ) লজ্জাহীন; অকুণ্ঠ (অর্বাচীনের ন্যায় সংকোচহীন)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√কুচ্+অ(ঘঞ্)}
- Bengali Word সংক্রম, সংক্রমণ, সংক্রাম English definition [শঙ্ক্রম্, শঙ্ক্রোমোন্, শঙ্ক্রাম্] (বিশেষ্য) ১ সঞ্চার; সঞ্চরণ; গমন; সংক্রান্তি। ২ রোগাদির বিস্তার। ৩ গ্রহগণের এক রাশি থেকে অন্য রাশিতে গমন বা সঞ্চার। ৪ সেতু; সোপান। ৫ গিরিপথ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ক্রম্+অ(ঘঞ্), √ক্রমি+অন(ল্যুট্), √ক্রম+অ(ঘঞ্)}
- Bengali Word সংক্রমিত, সংক্রামিত English definition [শঙ্ক্রোমিতো, শঙ্ক্রামিতো] (বিশেষণ) ১ এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত; প্রবেশিত; নিবেশিত; অন্যত্র প্রবেশিত (কলেরা-সংক্রামিত স্থান)। ২ প্রতিফলিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ক্রম্+ত(ক্ত), সম্+√ক্রম্+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word সংক্রান্ত English definition [শঙ্ক্রান্তো] (বিশেষণ) ১ সম্পর্কিত (অর্থসংক্রান্ত ব্যাপার)। ২ সঞ্চারিত (কলেরা সংক্রান্ত জায়গা)। ৩ প্রাপ্ত (কর্মসংক্রান্ত অর্থ)। ৪ প্রবিষ্ট। ৫ সম্পৃক্ত (পানিসংক্রান্ত জমি)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ক্রম্+ত(ক্ত)}
- Bengali Word সংক্রান্তি English definition [শঙ্ক্রান্তি] (বিশেষ্য) ১ সূর্য ও গ্রহাদির এক রাশি থেকে অন্য রাশিতে গমন; সঞ্চার; ব্যাপ্তি। ২ মাসের শেষ দিন (চৈত্রসংক্রান্তি)। ৩ অসময় (এই সংক্রান্তির মাথায় কোথাও যাওয়া যাইবে না)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ক্রম+তি(ক্তি)}
- Bengali Word সংক্রাম English definition ⇒ সংক্রম
- Bengali Word সংক্রামক, সংক্রামী English definition [শঙ্ক্রামোক্, শঙ্ক্রামি] (বিশেষণ) ১ সঞ্চারিত হয় এমন; ছোঁয়াচে (সংক্রামক রোগ)। ২ সংস্পর্শে উৎপন্ন (কুসংস্কার সমাজ দেহের সংক্রামক রোগ)। সংক্রামক বিষ (বিশেষ্য) ১ রোগ সৃষ্টিকারী জীবাণু। ২ ধ্বংসাত্মক বিষ। সংক্রুদ্ধ (বিশেষণ) বিশেষভাবে ক্রুদ্ধ (সংক্রুদ্ধ শার্দূল সম প্রচণ্ড প্রতাপে বাহিরিলা দ্বার খুলি-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ক্রম্+অক(ণ্বুল্), ইন্(ণিনি)}
- Bengali Word সংক্ষিপ্ত English definition [শোঙ্খিপ্তো] (বিশেষণ) ১ হ্রস্ব; ছোট। ২ একত্র করা হয়েছে এমন; রাশীকৃত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ক্ষিপ্+ত(ক্ত)}
- Bengali Word সংক্ষুব্ধ English definition [শোঙ্খুব্ধো] (বিশেষণ) ১ অতিশয় ক্ষুব্ধ হয়েছে এমন। ২ আকুল। ৩ আলোড়িত; আন্দোলিত (নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ক্ষুভ্+ত(ক্ত)}
- Bengali Word সংক্ষেপ English definition [শঙ্খেপ্] (বিশেষ্য) ১ অল্পীকরণ; ক্ষুদ্র আকারকরণ। ২ বাহুল্যবর্জিত রূপ (একটু যদি সংক্ষেপে সারো অধিক ক্ষতি হবে না তায় কারো-রবীন্দ্রনাথ ঠাকুর)। সংক্ষেপকরণ (বিশেষ্য) সংক্ষেপণ; অল্পীকরণ; কমানো। সংক্ষেপত, সংক্ষেপতঃ (ক্রিয়াবিশেষণ) সংক্ষেপে; সংকুচিতভাবে। সংক্ষেপিত (বিশেষণ) কমানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ক্ষিপ্+অ(ঘঞ্)}
- Bengali Word সংক্ষোভ English definition [শঙ্খোভ্] (বিশেষ্য) ১ উত্তেজনা; ব্যাকুলতা। ২ আলোড়ন। □ (বিশেষণ) অত্যন্ত ক্ষোভ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ক্ষুভ্+অ(ঘঞ্)}
- Bengali Word সংখ্যক English definition [শঙ্খোক্] (বিশেষণ) ১ ক্রম বা সংখ্যার পরিমাণ নির্দেশক (যে সংখ্যক...প্রকাশিত হয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বহুব্রীহি সমাসের উত্তর পদরূপে ব্যবহৃত সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) সম্+√খ্যা+ক(কপ্)}
- Bengali Word সংখ্যা English definition [শোঙ্খা] (বিশেষ্য) ১ গণনা। ২ রাশি; number। ৩ অঙ্ক; figure; হিসাব-নিকাশের ক্রম যথা-১, ২, ৩ প্রভৃতি। ৪ বিচার (সাংখ্যেতে কি হবে সংখ্যা আত্মনিরূপণ-ভারতচন্দ্র রায়গুণাকর)। সংখ্যাগরিষ্ঠ (বিশেষণ) সংখ্যায় সর্বাপেক্ষা বেশি এমন (সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়)। সংখ্যাগুরু (বিশেষ্য) তুলনামূলকভাবে সংখ্যায় যা অপেক্ষাকৃত বড়; majority। সংখ্যাত (বিশেষণ) গণিত; গণনা করা হয়েছে এমন; বিচারিত। সংখ্যাতীত (বিশেষণ) গণনা করা যায় না এমন; অসংখ্য; অগণিত। সংখ্যান (বিশেষ্য) সংখ্যাকরণ; সংখ্যা নির্ধারণ। সংখ্যাভূয়িষ্ঠ (বিশেষণ) প্রচুর; বহু সংখ্যক (সেইজন্য উপরের স্তরগুলো অজেয় নয়; বরং সংখ্যাভূয়িষ্ঠ-সুধীন্দ্রনাথ দত্ত)। সংখ্যালঘিষ্ঠ (বিশেষণ) সংখ্যায় যা সর্বাপেক্ষা ক্ষুদ্র বা ছোট। সংখ্যালঘু, সংখ্যাল্প (বিশেষ্য) যা সংখ্যায় ছোট বা অল্প; minority। {(তৎসম বা সংস্কৃত) সম্+ √খ্যা+অ(ক)+আ(টাপ্)}
- Bengali Word সংখ্যাপন English definition [শোঙ্খাপোন্] (বিশেষ্য) স্থিরীকরণ। সংখ্যাপনপিত (বিশেষণ) নির্ধারিত সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে এমন (সংখ্যাপিত পুস্তক)। সংখ্যেয় (বিশেষণ) গণনীয়; সংখ্যা করতে হবে এমন (সংখ্যেয় জনতা)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√খ্যা+অন(ল্যুট্)}
- Bengali Word সংগ, সঙ্গ ১ English definition [শঙ্গো] (বিশেষ্য) পাথর; প্রস্তর। সংগদিল, সঙ্গদিল (বিশেষণ) পাষাণপ্রাণ; অত্যাচারী (কেন সে তখন জামিল রাজার প্রসাদে পশি বেছে বেছে ঐ সঙ্গদিলদের কবজ করেনি জান-কাজী নজরুল ইসলাম)। সংগসার, সঙ্গসার, সঙ্গেসার (বিশেষ্য) পাথরের আঘাতে মৃত্যু ঘটানো। সঙ্গে মর্মর, সঙ্গে মর্মর (বিশেষ্য) মূল্যবান পাথরবিশেষ; মর্মর পাথর (মেঝেতে সঙ্গে মর্মর দিবার ইচ্ছা আছে-ইহক)। {(ফারসি) সংগ}
- Bengali Word সংগঠন English definition [শঙ্গঠোন] (বিশেষ্য) ১ সুসংবদ্ধকরণ; গঠনকরণ; নির্মাণ কিছু লোক মিলে গড়ে তোলা দল বা প্রতিষ্ঠান। ৪ পরিপুষ্টিসাধন (শরীর সংগঠন)। সংগঠিত (বিশেষণ) সুসংবদ্ধ হয়েছে এমন; সুষ্ঠুভাবে গঠন করা হয়েছে এমন (তাঁরই চেষ্টায় শ্রমিক সমাজ সংগঠিত হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ঘট্+অন(ল্যুট্)}
- Bengali Word সংগত, সঙ্গত English definition [শঙ্গতো] (বিশেষণ) ১ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরের মিল (তার সখা ... যখন কীচক রন্ধ্রে মুখ দিয়ে বংশীবাদন করেন তখন সে মৃদঙ্গের সংগত করে-প্রমথ চৌধুরী); আর এমজন ..... তবলায় সংগত করিতেছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উপযুক্ত; উচিত; সমীচীন (সঙ্গত কারণ)। ৩ মিলিত; যুক্ত। ৪ অনুযায়ী; অনুসারী (ন্যায়সঙ্গত)। □ (বিশেষ্য) গানের সঙ্গে বাজনার মিল (তবলা সঙ্গত)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√গম্+ত(ক্ত)}
- Bengali Word সংগতি, সঙ্গতি English definition [শঙ্গোতি] (বিশেষ্য) ১ সংস্থান; সঞ্চয়; অর্থ সম্পদ (তাহার নিজের হাতে অল্প কিছু সংগতি ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নৈকট্য; সাহচর্য (জিবরিলে বলিলা এহি মৃত্যু অধিপতি আল্লাহ হুকুমে আইলা আমার সঙ্গতি-সৈয়দ সুলতান)। ৩ মিলন। ৪ মিল; সামঞ্জস্য (নয়নে নয়নে সঙ্গতি হইলে তৎক্ষণাৎ মুখ ফিরাইয়া লয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ ব্যবস্থা; উপায় (এখানে অন্যবিধ শয্যার সঙ্গতি নাই-বিদ্যাপতি)। ৬ যোগ্যতা; ক্ষমতা। সংগতিপন্ন, সংগতিশালী, সংগতিসম্পন্ন (বিশেষণ) ধনবান; অর্থবান (এক্ষণে আমি বিলক্ষণ সঙ্গতিপন্ন এবং সর্বত্র মান্য ও গণ্য হইয়াছি-বিদ্যাপতি)। সংগতিশূন্য, সংগতিহীন (বিশেষণ) দরিদ্র; সম্বলহীন; অভাবগ্রস্ত (একদা যে সঙ্গতিপন্ন ছিল আজ সে সংগতিহীন)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√গম্+তি(ক্তি)}