স পৃষ্ঠা ৩০
- Bengali Word সমবেত English definition [শমোবেত্] (বিশেষণ) ১ সম্মিলিত; যৌথ (সমবেত প্রচেষ্টা)। ২ একত্রিত; একত্রীকৃত; সঞ্চিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+অব+√ই+ত(ক্ত)}
- Bengali Word সমবেদনা, সমব্যথা English definition [শমোবেদোনা, শমোব্যাথা] (বিশেষ্য) সহানুভূতি; দরদ; দুঃখবোধ। সমব্যথী(-থিন্) (বিশেষণ) সমবেদনা বোধকারী; পরদুঃখে কাতর। {(তৎসম বা সংস্কৃত) সম+বেদনা, ব্যথা}
- Bengali Word সমবয়সী, সমবয়স্ক English definition [শমোবয়োশি, শমোবশ্কো] (বিশেষণ) একই বা সমান বয়সের (এই সমবয়সী দেওর-ভাজের মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সমবয়স্কা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম+বয়সী}
- Bengali Word সমভাব English definition [শমোভাব্] (বিশেষ্য) ১ একরূপ ভাব; সাম্য (আচরণে সমভাব)। ২ পক্ষপাতহীনতা। {(তৎসম বা সংস্কৃত) সম+ভাব}
- Bengali Word সমভিব্যাহার English definition [শমোভিব্যাহার্] (বিশেষ্য) ১ সঙ্গ; সাহচর্য। ২ একত্রে অবস্থান বা গমন বা যাত্রা। সমভিব্যাহারী(-রিন্) (বিশেষ্য) একত্রে অবস্থানকারী। □ (বিশেষ্য) সাহচর্য দানকারী; সঙ্গী। সমভিব্যাহারে (ক্রিয়াবিশেষণ) একত্রে সঙ্ঘবদ্ধভাবে; সঙ্গে (মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন)। {(তৎসম বা সংস্কৃত) সম্+অভি+বি+আ+√হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word সমভূমি English definition [শমোভুমি] (বিশেষ্য) ১ সমতলভূমি; উঁচুনিচু নয় এমন ভূমি (বাংলাদেশের সমভূমি অঞ্চল)। ২ ভূমি সমান উঁচু। {(তৎসম বা সংস্কৃত) সম+ভূমি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সমমণ্ডল English definition [শমোমন্ডল্] (বিশেষ্য) নাতিশীতোষ্ণমণ্ডল। {(তৎসম বা সংস্কৃত) সম+মণ্ডল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সমমনা English definition [শমোমনা] (বিশেষণ) অনুরূপ মন এমন; একই মত পোষণ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম+মনঃ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমমূল্য English definition [শমোমুল্লো] (বিশেষ্য) এক দাম (সমমূল্যে বিক্রি হয়)। □ (বিশেষণ) সমান মূল্য বা একই দামবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম+মুল্য}
- Bengali Word সমর English definition [শমর্] (বিশেষ্য) যুদ্ধ; লড়াই; সংগ্রাম (সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু চলি যবে গেলা যমপুরে-মাইকেল মধুসূদন দত্ত)। সমরপোত (বিশেষ্য) যুদ্ধে ব্যবহৃত জাহাজ; রণতরী। সমরভূমি (বিশেষ্য) রণক্ষেত্র। সমরশায়ী(-য়িন্), সমরশায়িত (বিশেষণ) যুদ্ধে নিহত। সমরসচিব (বিশেষ্য) যুদ্ধমন্ত্রী/যুদ্ধমন্ত্রকের সচিব। সমরসজ্জা (বিশেষ্য) ১ যুদ্ধের প্রস্তুতি বা আয়োজন। ২ যুদ্ধবাজ। সমরাঙ্গন (বিশেষ্য) রণভূমি; যুদ্ধক্ষেত্র। সমরানল (বিশেষ্য) যুদ্ধরূপ অনল; যুদ্ধ সংঘটনরূপ অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ঋ+অ(অপ্)}
- Bengali Word সমরস English definition [শমোরশ্] (বিশেষ্য) সমান সুখ; তুল্য আনন্দাভূতি। {(তৎসম বা সংস্কৃত) সম+রস; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমরাঙ্গন, সমরানল English definition ⇒ সমর
- Bengali Word সমরাশি English definition [শমোরাশি] (বিশেষ্য) (গণিত.) দুই দ্বারা বিভাজ্য সংখ্যা; যুগ্মরাশি (২, ৪, ৬, ৮ ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) সম+রাশি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সমরুচি English definition [শমোরুচি] (বিশেষণ) সমান রুচিসম্পন্ন (আমার নিজের মুখে কি ভাল লাগল না লাগল তা নিয়ে দুচার সমরুচি বন্ধুকে নিমন্ত্রণ করা চলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম+রুচি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমর্থ English definition [শমোর্থো] (বিশেষণ) ১ বলবান; শক্তিশালী (গোরা শক্তসমর্থ চেহারা-শামসুদ্দীন আবুল কালাম)। ২ উপযুক্ত; যোগ্য। ৩ যুক্তিযুক্ত; সঙ্গত। □ (বিশেষ্য) সক্ষম। সমর্থা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সমর্থতা, সামর্থ্য বি। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অর্থ+অ(অচ্)}
- Bengali Word সমর্থক ১ English definition [শমর্থক্] (বিশেষ্য) চন্দন কাঠ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অর্থ+অক(ণ্বুল্)}
- Bengali Word সমর্থক ২ English definition [শমোর্থোক্] (বিশেষণ) সমর্থনকারী। সমর্থন (বিশেষ্য) পোষকতা; পক্ষাবলম্বন। সমর্থনীয় (বিশেষণ) সমর্থন পাওয়ার উপযুক্ত। সমর্থিত (বিশেষণ) সমর্থন করা হয়েছে এমন; স্বীকৃতিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অর্থ+অক(ণ্বুল্)}
- Bengali Word সমর্পণ English definition [শমোর্পণ্] (বিশেষ্য) ১ স্বত্ব ত্যাগ করে দান (কন্যা-সমর্পণ)। ২ অর্পণ; স্থাপন (কর্মভার সমর্পণ)। ৩ বিসর্জন; উৎসর্গ (আত্মসমর্পণ)। সমর্পক (বিশেষণ) সম্প্রদানকারী; দাতা। সমর্পা (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) সমর্পণ করা; দান বা অর্পণ করা। সমর্পিত বিন ১ অর্পিত (আপনাকেই এই রাজপুরুষের হস্তে সমর্পিত করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দান করা হয়েছে এমন। সমর্পিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সমর্পিত করা হয়েছে এমন (সমর্পিত কন্যা)। {(তৎসম বা সংস্কৃত) সম্+অর্পণ}
- Bengali Word সমল English definition [শমল্] (বিশেষণ) মলযুক্ত; ময়লাযুক্ত; মলিন (ফোটে কি কমল কভু সমল সলিলে?-মাইকেল মধুসূদন দত্ত)। সমলা (বিশেষণ) ময়লাযুক্ত (সমলা যথা কর্দ্দম উদ্গমে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স+মল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সমশ্বর English definition [শমোশ্শর্] (বিশেষ্য) তুল্য; সদৃশ (ভুবনে নাহিক দেশ তব সমশ্বর-সৈয়দ আলাওল)। {(ফারসি) সমসর}