স পৃষ্ঠা ৩৫
- Bengali Word সমুচ্ছিন্ন English definition [শোমুচ্ছিন্নো] (বিশেষণ) সম্পূর্ণরূপে উম্মূলিত বা বিনাশিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√ছিদ্+ত(ক্ত)}
- Bengali Word সমুচ্ছেদ English definition [শোমুচ্ছেদ্] (বিশেষ্য) সম্যক উচ্ছেদ; মূলোৎপাটন। সমুচ্ছেদন (বিশেষ্য) সমূলে বিনাশ; উন্মূলন। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√ছিদ্+অ(ঘঞ্)}
- Bengali Word সমুচ্ছ্বাস English definition [শোমুচ্ছাশ্] (বিশেষ্য) ১ প্রবল শ্বাস-প্রশ্বাস। ২ প্রবল উচ্ছ্বাস। ৩ স্ফীতি। সমুচ্ছ্বসিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√শ্বস্+অ(ঘঞ্)}
- Bengali Word সমুচ্ছ্রয়, সমুচ্ছ্রায় English definition [শোমুচ্ছ্রয়্, শোমুছ্রায়্] (বিশেষ্য) সম্যক স্ফীতি; অতিশয় উন্নতি; অতি বৃদ্ধি। সমুচ্ছ্রিত (বিশেষণ) অতিশয় স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত; অত্যুন্নত। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√শ্রি+ অ(অচ্), অ(ঘঞ্)}
- Bengali Word সমুচয় English definition ⇒ সমুচ্চয়
- Bengali Word সমুজ English definition ⇒ সমঝ
- Bengali Word সমুজ্জ্বল English definition [শোমুজ্জল্] (বিশেষণ) বিশেষভাবে উজ্জ্বল; প্রভা ও দীপ্তিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√জ্বল্+অ(অচ্)}
- Bengali Word সমুজ্ঝিত English definition [সমুজ্ঝিতো] (বিশেষণ) সম্পূর্ণরূপে পরিত্যাগ করা হয়েছে এমন; পরিত্যক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+√উজ্ঝ্+ত(ক্ত)}
- Bengali Word সমুঝা (মধ্যযুগীয় বাংলা) English definition [সমুঝা] (ক্রিয়া) বোঝা। সমুঝনু (ক্রিয়া) বুঝালাম (সমুঝনু তব হাস-বিদ্যাপতি)। সমুঝব (ক্রিয়া) বুঝবে (কো ইব সমুঝব-বিদ্যাপতি)। সমুঝাই (ক্রিয়া) ১ বোঝাও (মোহে সমুঝাই-বিদ্যাপতি)। ২ বুঝিয়ে। সমুঝাল (ক্রিয়া) বোঝাল। {⇒ সমঝ}
- Bengali Word সমুত্থান English definition [শোমুত্থান্] (বিশেষ্য) ১ অভ্যুদয়; সম্যক উত্থান। ২ উদয়। ৩ রোগমুক্তি। {(তৎসম বা সংস্কৃত) সম্+উত্থান}
- Bengali Word সমুত্থিত English definition [শোমুত্থিতো] (বিশেষণ) ১ উত্তেজিত হয়েছে এমন। ২ উদ্গত। সমুত্থিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+উত্থিত}
- Bengali Word সমুদ, সমূদ English definition [শোমুদ্] (বিশেষ্য) আরবদেশের প্রাচীন সম্প্রদায়বিশেষ (মাথা চাড়া দিয়ে কাঁটাবনে জাগে নতুন আদ-সমুদ-অদ্ভুতাচার্য (১৬শ শতক))। {(আরবি) ছমূদ}
- Bengali Word সমুদার English definition [শোমুদার্] (বিশেষণ) সম্যক উদার; শান্ত (সমুদ্রেরি মত সমুদার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+আ+√রা+অ(ক)}
- Bengali Word সমুদিত English definition [শোমুদিতো] (বিশেষণ) ১ সম্যকরূপে উদিত (সমুদিত সূর্যের আলো)। ২ উৎপন্ন (মৃত্তিকাসমুদিত খাদ্য)। ৩ আবির্ভূত। ৪ সম্যক কথিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√ই+ত(ক্ত)}
- Bengali Word সমুদ্দুর English definition ⇒ সমুদ্র২
- Bengali Word সমুদ্ধত English definition [শোমুদ্ধতো] (বিশেষণ) ১ উদ্ধত। ২ গর্বিত। ৩ দুর্বিনীত। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√হন্+ত(ক্ত)}
- Bengali Word সমুদ্ধরণ, সমুদ্ধৃতি English definition [শোমুদ্ধরোন্, শোমুদ্ধৃতি] (বিশেষ্য) উঠানো; উত্তোলন; অপরের রচনার উদ্ধৃতি বা সংগ্রহ; বমন। সমুদ্ধৃত (বিশেষণ) উত্তোলিত; অপরের রচনা থেকে উদ্ধৃত; বমিত। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√হৃ+অন(ল্যুট্), তি(ক্তি)}
- Bengali Word সমুদ্ধর্তা English definition [সমুদ্ধর্তা] (বিশেষণ) ১ উদ্ধারকর্তা। ২ মুক্তিদাতা। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√হৃ+তৃ(তৃচ্)}
- Bengali Word সমুদ্ভব English definition [শোমুদ্ভব্] (বিশেষ্য) ১ আর্বিভাব; প্রকাশ (নূতন সন্ন্যাসীর সমুদ্ভব)। ২ জন্ম; উৎপত্তি (গান সে অসপত্ন তব-অমৃত সমুদ্ভব-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সম্ভাবনা। সমুদ্ভূত (বিশেষণ) উৎপন্ন; জাত। {(তৎসম বা সংস্কৃত) সম্+উদ্+√ভূ+অ(অচ্)}
- Bengali Word সমুদ্ভাসন English definition ⇒ সমুদ্ভাসিত