স পৃষ্ঠা ৩৩
- Bengali Word সমাবেশ English definition [শমাবেশ্] (বিশেষ্য) ১ মিলন; অবস্থান (লোকসমাবেশ)। ২ সংকুলান। ৩ মনঃসংযোগ; অভিনিবেশ (পাঠে মন সমাবেশ)। ৪ সংগ্রহ (অনেক কবিতার সমাবেশ)। ৫ বিন্যাস; সুশৃঙ্খল প্রতিষ্ঠা (সৈন্য সমাবেশ)। ৬ প্রবেশ। সমাবেশিত (বিশেষণ) সমাবেশকৃত; সংস্থাপিত; অভিনিবিষ্ট; বিন্যস্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√বিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word সমারম্ভ English definition [শমারম্ভো] (বিশেষ্য) ১ সাড়ম্বরে শুরু (যাত্রা সমারম্ভ)। ২ জাঁকজমক; আড়ম্বর। ৩ সমারোহ; আরম্ভ; ঘটা (বসন্তের সমারম্ভ)। ৪ পর্ব বা অনুষ্ঠান করা। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√রভ্+অ(ঘঞ্)}
- Bengali Word সমারূঢ় English definition [শমারুঢ়ো] (বিশেষণ) সম্যক উপরে উপবিষ্ট; বিশেষভাবে অধিষ্ঠিত (সামাজিক বৃক্ষে সমাজিক বানর সমারূঢ় দেখিলেই অমনি তুলি ধরিয়া তাহার লেজশুদ্ধ আঁকিয়া লইতেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সমারূঢ়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√রুহ্+ত(ক্ত)}
- Bengali Word সমারোহ English definition [শমারোহো] (বিশেষ্য) ১ আড়ম্বর; জাঁকজমক; শানশওকত; ঘটা (তার সমারোহ ভাব কিছু নেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্যক আরোহণ। ৩ অত্যন্ত উন্নতি (ভাগ্যের সমারোহ)। সমারোহণ (বিশেষণ) সম্যকভাবে আরোহণ; বিশেষভাবে অধিষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√রুহ্+ই(ণিচ্)+অ(ঘঞ্)}
- Bengali Word সমার্থ, সমার্থক English definition [শমার্থো, শমার্থক্] (বিশেষণ) সমান বা সদৃশ অর্থযুক্ত; একই মানে বা অর্থবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম্+অর্থ, অর্থক}
- Bengali Word সমালুম English definition [শমালুম্] (বিশেষণ) সম্যক জ্ঞাত হয়েছে এমন; ভালোভাবে জানা (সংস্কৃত কথা বাংলা ভাষার মধ্যে যত সহজে বেমালুম খাপ খায়, গ্রীক ও জার্মান কথা ততই সহজে সমালুম বেখাপ্পা হয়-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) স+(আরবি) মা’লুম}
- Bengali Word সমালোচক English definition [শমালোচোক্] (বিশেষ্য) (বিশেষণ) দোষগুণ সম্যক আলোচনাকারী (সাহিত্য সমালোচক)। সমালোচিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আলোচক}
- Bengali Word সমালোচন, সমালোচনা English definition [শমালোচোন্, শমালোচোনা] (বিশেষ্য) ত্রুটি-চিত্যুতি প্রদর্শনপূর্বক আলোচনা (বিশ্বযুদ্ধ যতেক ক্রুদ্ধ সমালোচন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সাহিত্য বা শিল্পের দোষগুণের রসজ্ঞ আলোচনা; criticism। সমালোচক (বিশেষ্য) (বিশেষণ) সমালোচনা করে যে; সমালোচনাকারী; দোষ বা ত্রুটি প্রদর্শক। সমালোচিকা (বিশেষ্য) (বিশেষণ) স্ত্রী। সমালোচনীয় (বিশেষণ) সমালোচনার যোগ্য বা উপযুক্ত। সমালোচিত (বিশেষণ) দোষগুণ সম্বন্ধে সম্যক আলোচনা করা হয়েছে এমন। সমালোচ্য (বিশেষণ) সমালোচনার উপযুক্ত; আলোচনার অন্তর্ভুক্ত (সমালোচ্য প্রবন্ধ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আলোচন, আলোচনা}
- Bengali Word সমাস English definition [শমাশ্] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) একাধিক পদের একপদে সংকোচন। ২ সংক্ষেপ। ৩ মিলন। ৪ সংগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অস্+অ(ঘঞ্)}
- Bengali Word সমাসক্ত English definition [শমাশোক্তো] (বিশেষণ) ১ সম্যক বা অত্যন্ত আসক্ত। ২ সংলগ্ন; সংযুক্ত। ৩ বিশেষভাবে নিবিষ্ট; অভিনিবিষ্ট। সমাসক্তি (বিশেষ্য) ১ গভীর আসক্তি। ২ নিবিড় সংযোগ। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√সন্জ্+ত(ক্ত)}
- Bengali Word সমাসঙ্গ English definition [শমাশোঙ্গো] (বিশেষ্য) ১ অত্যধিক আসক্তি; আকর্ষণ। ২ সম্মিলন; সংযোগ। ৩ মনঃসংযোগ; মনোনিবেশ; অভিনিবেশ। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√সন্জ+অ(ঘঞ্)}
- Bengali Word সমাসন্ন English definition [শমাশোন্নো] (বিশেষণ) ১ অতি আসন্ন; অত্যন্ত নিকটবর্তী। ২ সমাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√সদ্+ত(ক্ত)}
- Bengali Word সমাসাদিত English definition [শমাশাদিতো] (বিশেষণ) সম্প্রাপ্ত; সমাহৃত। {(তৎসম বা সংস্কৃত) সম্+আসাদিত}
- Bengali Word সমাসীন English definition [শমাশিন্] (বিশেষণ) ১ উপবিষ্ট; আরূঢ় (সিংহাসনে সমাসীন)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√আস্+ঈন(শানচ্)}
- Bengali Word সমাসোক্তি English definition [শমাশোক্তি] (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) কাব্যের অর্থালংঙ্কারবিশেষ; personification। ২ কাব্যের যে অলঙ্কারে প্রাসঙ্গিক বিষয়ে অপ্রাসঙ্গিক বিষয়ের গুণ বা ধর্ম আরোপ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) সমাস+উক্তি; সুপ্সুপা}
- Bengali Word সমাহরণ English definition [শমাহরোন্] (বিশেষ্য) জমানো; সঞ্চয়ন; একত্রীকরণ (একটি বৃক্ষ পাইয়া তাহা হইতে প্রয়োজনীয় কাষ্ঠ সমাহরণ করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সমাহর্তা (বিশেষ্য) (বিশেষণ) ১ সংগ্রহকারী। ২ সরকারি রাজস্ব আদায়কারী; কর্মচারী; collector। সমাহর্ত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√হৃ+অন(ল্যুট্)}
- Bengali Word সমাহার English definition [শমাহার্] (বিশেষ্য) ১ একত্রীকরণ; মিলন (বিদ্যার পুঞ্জ করিলেন সমাহার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সংগ্রহ। ৩ সমূহ; সকল। ৪ (ব্যাকরণ) দ্বিগু ও দ্বন্দ্ব সমাসবিশেষ। সমাহারী(-রিন্) (বিশেষণ) সংগ্রহকারী; আহরণকারী (অমরাবতীর সমাহারী নারী হেলেনের বালালোল-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word সমাহিত English definition [শমাহিতো] (বিশেষণ) ১ চিন্তায় নিমগ্ন; নিবিষ্টচিত্ত; ধ্যানমগ্ন (ভাবমগ্ন আইউব নিশ্চল স্থির সমাহিত-শেখ ফজলল করিম)। ২ মীমাংসিত। ৩ নিষ্পাদিত। ৪ কবরে স্থাপিত; সমাধিস্থ। ৫ অবহিত। ৬ অবিচলিত; দৃঢ়। ৭ সংযত। সমাহিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√ধা+ত(ক্ত)}
- Bengali Word সমাহৃত English definition [শমাহৃতো] (বিশেষণ) ১ একত্রীকৃত; সংগৃহীতা। ২ মিলিত। ৩ হ্রস্বীকৃত। ৪ আনয়ন করা হয়েছে এমন। ৫ আয়োজনকৃত। ৬ সম্যকপ্রাপ্ত। সমাহৃতি (বিশেষ্য) ১ আহরণ। ২ হ্রস্বীকরণ। ৩ আনয়ন। ৪ সম্মেলন। ৫ প্রাপ্তি। ৬ আয়োজন। {(তৎসম বা সংস্কৃত) সম্+আ+√হৃ+ত(ক্ত)}
- Bengali Word সমিতি English definition [শোমিতি] (বিশেষ্য) ১ সঙ্ঘ (ছাত্র সমিতি)। ২ সভা; পরিষদ। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ই+তি(ক্তি)}