স পৃষ্ঠা ৩১
- Bengali Word সমশ্রেণি, সমশ্রেণী English definition [শমোস্স্রেণি] (বিশেষ্য) ১ একদল; একসার; একজাতি। □ (বিশেষণ) একই জাতি বা পর্যায়ভুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম+শ্রেণি, শ্রেণী}
- Bengali Word সমষ্টি English definition [শমোশ্টি] (বিশেষ্য) ১ সাকুল্য; মোট। ২ যোগফল (সংখ্যার সমষ্টি)। ৩ দলের সকলে। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অশ্+তি(ক্তি)}
- Bengali Word সমসময় English definition [শমোশময়্] (বিশেষ্য) একই সময় বা কাল। {(তৎসম বা সংস্কৃত) সম+সময়}
- Bengali Word সমসর English definition [শমোশর্] (বিশেষ্য) সমান; সমকক্ষ; তুল্য (জিজ্ঞাসিলে ভক্তিভাবে দিব সদুত্তর নহেত থাকিব কালা বোবা সমসর-সৈয়দ আলাওল)। (তুলনীয়) দোসর, সোসর (বিশেষ্য) সমবয়স্ক সহচর; দোসর; সাথি; সঙ্গী। একসর (বিশেষ্য) একাকী; নিঃসঙ্গ। {(ফারসি) সমসর}
- Bengali Word সমসাময়িক, সামসময়িক English definition [শমোশামোয়িক্, শামোশশমোয়িক] (বিশেষণ) একই সময়ের; কালের বা যুগের contemporary। সমসাময়িকতা, সামসময়িকতা (বিশেষ্য) একই সময়ে বিদ্যমানতা। {(তৎসম বা সংস্কৃত) সম/সাম+সাময়িক, সমসময়+ইক(ঠক্)}
- Bengali Word সমসূত্র English definition [শমোশুত্ত্রো] (বিশেষ্য) ১ একই উপায় বা পদ্ধতি। ২ একই সুতা বা গ্রন্থিতে বাঁধন। ৩ একই সরলরেখায় অবস্থিত। ৪ (জ্যামিতি) দিকচক্রবালের পূর্ব ও পশ্চিম বিন্দুদ্বয় ভেদকারী কাল্পনিক বৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) সম+সূত্র}
- Bengali Word সমস্ত English definition [শমোস্তো] (বিশেষণ) ১ যাবতীয়; সকল (সমস্ত লোক)। ২ সম্পূর্ণ। ৩ একত্রীকৃত; সমাহৃত (সমস্ত শস্য)। ৪ (ব্যাকরণ) সমাসবদ্ধ (সমস্তপদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অস্+ত(ক্ত)}
- Bengali Word সমস্থলী English definition [শমোস্থোলি] (বিশেষ্য) গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ; দোয়াব। {(তৎসম বা সংস্কৃত) সম+স্থলী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সমস্বামিত্ব English definition [শমোশামিত্তো] (বিশেষ্য) সমান প্রভুত্ব; সমান স্বত্বাধিকারিত্ব। {(তৎসম বা সংস্কৃত) সম+স্বামিত্ব; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সমস্যমান English definition [শমোশ্শোমান্] (বিশেষণ) (ব্যাকরণ) যে পদগুলি সমাসবদ্ধ করা হয়েছে (‘দিবালোক’ সমাসবদ্ধ পদের ‘দিবা’ ও ‘আলোক’ সমস্যমানপদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অস্+য(ক্যপ্)+মান(শানচ্)}
- Bengali Word সমস্যা English definition [শমোশ্শা] (বিশেষ্য) ১ জটিল ও সংকটময় বিষয়; যার সমাধান করা কষ্টকর (সমস্যার সমাধান)। ২ কঠিন প্রশ্ন। ৩ সমাধানার্থ অসমাপ্ত শ্লোক। ৪ সংকট অবস্থা; অসুবিধা (বর্তমানে আমি সমস্যার মধ্যে আছি) ৫ সংগ্রাম (জীবন-মরণ সমস্যা)। সমস্যাপূরণ (বিশেষ্য) অসুবিধা বা জটিলতার নিরসনকরণ বা সমাধান (সকল সমস্যা পূরণ করা যায় না)। সমস্যাসংকুল (বিশেষণ) সমস্যাবহুল (সমস্যাসংকুল পথ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√অস্+য(ক্যপ্)+আ(টাপ্)}
- Bengali Word সমা English definition [শমা] (বিশেষণ) তুল্য; অনুরূপ; সমান (কেবা আছে সমা কি দিব উপমা-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) বৎসর। {(তৎসম বা সংস্কৃত) √সম্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word সমাংশ English definition [শমাঙ্শো] (বিশেষ্য) সমান অংশ; সমান ভাগ। সমাংশিত (বিশেষণ) সমানভাগে বিভক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+অংশ}
- Bengali Word সমাকর্ষণ English definition [শমাকর্শোন্] (বিশেষ্য) ১ সম্যক সংগৃহীত (সার সমাকর্ষণপূর্বক সঙ্কলিত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সমানভাবে বা সম্যক আকর্ষণ বা প্রকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) সম+আকর্ষণ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সমাকর্ষী(-র্ষিন্) English definition [শামাকোর্শি] (বিশেষণ) ১ সম্যক আকর্ষণকারী (পৃথিবীর সমাকর্ষী চন্দ্র-সূর্য)। □ (বিশেষ্য) সুদূরগামী গন্ধ। {(তৎসম বা সংস্কৃত) সম্+আকর্ষী}
- Bengali Word সমাকীর্ণ English definition [শমাকির্নো] (বিশেষণ) ১ পরিব্যাপ্ত; সুদূরপ্রসারিত (সমাকীর্ণ তেপান্তরের মাঠ)। ২ আচ্ছাদিত (কন্টক-সমাকীর্ণ পথ)। ৩ সংকুল; পরিপূর্ণ। ৪ উৎকণ্ঠাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সম্+আকীর্ণ}
- Bengali Word সমাকুল English definition [শমাকুল্] (বিশেষণ) ১ পরিপূর্ণ; পরিপ্লুত (রসেরূপে আর সৌরভে যার চরাচর সমাকূল-মোহিতলাল মজুমদার)। ২ অতিশয় আকুল; ব্যাকুল (বিয়োগব্যথা সমাকুল হৃদয়)। ৩ সন্দেহযুক্ত (সমাকুল হৃদয় প্রবৃত্তি)। ৪ হতবুদ্ধি। সমাকুলতা (বিশেষ্য) ১ আকুলতা; ব্যাকুলতা। ২ পরিপূর্ণতা। ৩ ভীতি। ৪ প্রসার। {(তৎসম বা সংস্কৃত) সম্+আকুল, আকুলতা}
- Bengali Word সমাক্রান্ত English definition [শমাক্ক্রান্তো] (বিশেষণ) ১ আক্রান্ত (রোগ-সমাক্রান্ত হওয়া)। ২ প্রসারিত; ব্যাপ্ত। ৩ খপ্পরে পড়া। ৪ গৃহীত। সমাক্রান্তা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+আক্রান্ত}।
- Bengali Word সমাক্ষ English definition [শমাক্খো] (বিশেষণ) অক্ষ সমান এমন; একাক্ষিক; coaxial। সমাক্ষরেখা (বিশেষ্য) (ভূগোল) সমান অক্ষবিশিষ্ট; নিরক্ষরেখার সমান্তরাল কাল্পনিক রেখা; parallel of latitude। {(তৎসম বা সংস্কৃত) সম+অক্ষ}
- Bengali Word সমাক্ষর English definition [শমাক্খর্] (বিশেষণ) সমান বা সমসংখ্যক অক্ষরবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সম্+অক্ষর}