স পৃষ্ঠা ২৭
- Bengali Word সবান্ধব English definition [শবান্ধব্] (বিশেষ্য) বান্ধবদের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) স+বান্ধব}
- Bengali Word সবিকল্প English definition [শবিকল্পো] (দর্শন শাস্ত্র) (বিশেষণ) জ্ঞাতা ও জ্ঞেয়ে পৃথক জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) স+বিকল্প; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবিতা (-তৃ) English definition [শোবিতা] (বিশেষ্য) ১ জনয়িতা; প্রসবকারী। ২ সূর্য (বিকশিত সবিতার কিরণ গৌরব-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ হিন্দুমতে ঈশ্বর। ৪ আকন্দ গাছ। সবিত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) জননী; প্রসূতি। সবিতৃতনয় (বিশেষ্য) সূর্যপুত্র (শনি বা পৃথিবী)। সবিতৃমণ্ডল (বিশেষ্য) সূর্যমণ্ডল (করিয়াছে প্রদক্ষিণ সবিতৃমণ্ডল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √সূ+তৃ(তৃচ্)}
- Bengali Word সবিনয় English definition [শবিনয়্] (বিশেষণ) বিনয়পূর্বক; নম্রভাবে (সবিনয় নিবেদন)। সবিনয়পূর্বক (অশুদ্ধ)। {(তৎসম বা সংস্কৃত) স+বিনয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবিনয়ে English definition [শবিনয়ে্] (ক্রিয়াবিশেষণ) অনুনয়-বিনয়ের সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) সবিনয়+(বাংলা) এ}
- Bengali Word সবিরাম English definition [শবিরাম্] (বিশেষণ) বিরতি আছে এমন; সবিচ্ছেদ; থেকে থেকে (সবিরাম যাত্রা)। অবিরাম (বিপরীতার্থক শব্দ)। সবিরাম জ্বর (বিশেষণ) যে জ্বর ছেড়ে যাওয়ার পর আবার আসে; intermittent fever। {(তৎসম বা সংস্কৃত) স+বিরাম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবিশেষ English definition [শবিশেশ্] (বিশেষণ) অসাধারণ (সবিশেষ ব্যক্তির আগমন)। □(ক্রিয়াবিশেষণ) বিশেষরূপে; বিস্তৃতভাবে (সবিশেষ সমস্ত অবগত হইয়া তদনুযায়ী কার্য করিলে দীর্ঘজীবী হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+বিশেষ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবিস্তর, সবিস্তার English definition [শবিস্তর, সবিস্তার] (বিশেষণ) সমধিক; প্রভূত; প্রচুর; অনেক (সবিস্তর বর্ণনা করিতে হয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সবিস্তার (বিশেষণ) ব্যাপ্তিযুক্ত; প্রসারযুক্ত; বাহুল্যযুক্ত। সবিস্তারে (ক্রিয়াবিশেষণ) বিশদভাবে (সবিস্তারে আলোচিত)। {(তৎসম বা সংস্কৃত) স+বিস্তর/বিস্তার; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবিস্ময় English definition [শবিশ্শঁয়্] (বিশেষণ) অবাক; আশ্চর্যান্বিত; বিস্মিত।সবিস্ময়ে (ক্রিয়াবিশেষণ) বিস্ময়সহকারে; বিস্মিতভাবে (সবিস্ময়ে চাহি মহাযশঃ সৌমিত্রী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স+বিস্ময়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবীজ English definition [শবিজ্] (বিশেষণ) বীজ আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) স+বীজ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবুজ English definition [শোবুজ্] (বিশেষণ) ১ বিশেষ বর্ণ; হরিৎ (সবুজ পাতা)। ২ তরুণ; অল্পবয়স্ক (ওরে সবুজ ওরে আমার কাঁচা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) সবুজ রং। সবুজাভ (বিশেষণ) সবুজের ঈষৎ আভাযুক্ত (সবুজাভ ক্ষীণতরু-হাসান হাফিজুর রহমান)। {(ফারসি) সব্জ}
- Bengali Word সবুর, সবর, ছবর English definition [সোবুর্, সব্র্, ছব্র] (বিশেষ্য) ১ ধৈর্য; সহ্য (জালিম জুলুম কেলে করিব সবর-সৈয়দ আলাওল; মছিবত এলে ছবর করতে বলছে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ অপেক্ষা; দেরি বা বিলম্বকরণ (প্রলাপ বকে গো কলাপ মেলিয়া ন-ময়ূর আজ দিলের নাই সবুর-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষণ) আস্তে; ধীরে (অত জোরে টেন না, সবুর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। সবুরে মেওয়া ফলে (আলঙ্কারিক) ধৈর্যে সুফল লাভ হয়। {(আরবি) সবর}
- Bengali Word সবে English definition [শবে] (ক্রিয়াবিশেষণ) ১ কেবল; মাত্র (সবে দুই দিন)। ২ এইমাত্র (সবে অন্ধকার হলো)। ৩ মোটে; সর্বসাকুল্যে (সবে একশত টাকা)। ৪ সব জিনিস; সকল বস্তু (আর কি এ সবে সাধ আছে গো-মাইকেল মধুসূধন দত্ত)। □(বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) সকলে। সবে মাত্র (অব্যয়) কেবল; এইমাত্র (সবেমাত্র বেড়িয়ে এলাম)। সবেধন নীলমণি (বিশেষণ) সর্বস্ব ধন; একমাত্র ভরসা সম্বল বা আশ্রয় (সাত ছেলের মৃত্যুর পর সবুজই সবেধন নীলমণি)। {সব+এ}
- Bengali Word সবেবরাত, সবেবরাৎ English definition ⇒ শবেবরাত
- Bengali Word সবোরোজ English definition [শবোরোজ্] (বিশেষ্য) সব ও রোজ, রাত্রিদিন (দেখিতে না পাই কেবা করে ধূমদাম সবোরোজ হাঁকে হুম হাম খুব খাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) শব-ও-রোজ}
- Bengali Word সব্য English definition [শোব্বো] (বিশেষ্য) ১ বাম; বাঁ। ২ ডান; দক্ষিণ (বামকক্ষে নিল মাতা রঙ্গীন চুপড়ি, সব্য করে নিল মাতা শিঙ্গা বেত্র লড়ী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। সব্যসাচী(-চিন্) (বিশেষণ) উভয় হস্তে সমভাবে পারদর্শী (সেই সময় সব্যসাচী বঙ্কিম এক হস্ত গঠন কার্যে এক হস্ত নিবারণ কার্যে নিযুক্ত রাখিয়াছিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) উভয় হস্তে শর চালনায় সমভাবে নিপুণ; মহাভারতোক্ত অর্জুন। {(তৎসম বা সংস্কৃত) √সূ+য}
- Bengali Word সভক্তি English definition [শভোক্তি] (বিশেষণ) ভক্তিযুক্ত; ভক্তির সঙ্গে বর্তমান। {(তৎসম বা সংস্কৃত) স+ভক্তি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সভর্তৃকা English definition [শভোর্ত্রিকা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সধবা; স্বামীর সহিত বর্তমান। {(তৎসম বা সংস্কৃত) স+ভর্তৃ+ক(কপ্)+আ(টাপ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সভা English definition [শভা] (বিশেষ্য) ১ আলোচনার জন্য জনসমাবেশ; সম্মেলন; বৈঠক। ২ সঙ্ঘ; সমিতি; দল; সমাজ (সাহিত্য-সভা)। ৩ পরিষদ; মজলিস (আইনসভা)। ৪ দরবার (রাজসভা)। সভা আহ্বান করা, সভা ডাকা (বিশেষ্য) সভায় আলোচনার উদ্দেশ্যে সম্মিলিত হওয়ার জন্য আহ্বান করা; সভা সংঘটন করা। সভাকক্ষ, সভামণ্ডপ, সভাস্থল (বিশেষ্য) সভা করার নির্দিষ্ট ঘর বা স্থান। সভা কবি (বিশেষ্য) রাজদরবারে নিযুক্ত কবি (আলাওল রোসাঙ্গ মন্ত্রীর সভাকবি ছিলেন)। সভা করা ক্রিয়া সভার অনুষ্ঠান বা উদ্যোগ আয়োজন করা। সভাকার (মধ্যযুগীয় বাংলা, বিরল) (বিশেষণ) সকলের। সভাকুট্টিম (বিশেষ্য) সভার পাকা বাঁধানো সুন্দর মেঝে। সভাখণ্ড (বিশেষ্য) সভ্য বা সদস্যগণ। সভাজন (বিশেষ্য) ১ সভার সভ্য বা সদস্য; সভায় উপস্থিত লোকেরা (সভাজন সুশোভিত রাজদরবার)। ২ সর্বজন; সকলে। সভাপতি (বিশেষ্য) সভার কার্য পরিচালক। সভানেত্রী (স্ত্রীলিঙ্গ)। সভাভঙ্গ (বিশেষ্য) সভার কার্যসমাপ্তি। সভারম্ভ (বিশেষ্য) সভার কার্যারম্ভ; সভার শুরু (বিকাল পাঁচ ঘটিকায় সভারম্ভ)। সভাসদ, সভাসৎ (বিশেষ্য) সভ্য; দরবারের লোক; সভায় যোগদানকারী ব্যক্তি (রাজসভাসৎ সৈন্য পাহারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। সভাসমিতি (বিশেষ্য) বড়-ছোট সভা (একার্থবোধক সহচর শব্দদ্বয়)। সভাসীন (বিশেষণ) সভায় উপবিষ্ট বা আগত। ২ সভায় উপস্থিত (সভাস্থ সকলের নিকট আবেদন)। ৩ সভায় পেশ করা (অভিযোগ সভাস্থ করা)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+√ভা+অ(ক)+আ(টাপ্)}
- Bengali Word সভারিন, সভারেন English definition [সভারিন্, সভারেন্] (বিশেষ্য) ইংলন্ডের মুদ্রাবিশেষ; গনি। {(তৎসম বা সংস্কৃত) sovereign}