স পৃষ্ঠা ২৬
- Bengali Word সফিনামা English definition [শোফিনামা] (বিশেষ্য) মোকদ্দমায় আপসে দুপক্ষের চুক্তিরূপে লিখিত অঙ্গীকারপত্র যা আদালতে পেশ করা হয়। {(আরবি) শফী+(ফারসি) নামাহ্}
- Bengali Word সফেদ English definition [শফেদ্/সফেদ্] (বিশেষ্য) সাদা; শ্বেতবর্ণ (লাল নীল সিয়া সফেদ চার ফুল দুনিয়ার মাঝারে-মুহম্মদ মনসুরউদ্দীন)। সফেদি (বিশেষ্য) শুভ্রতা; ডিমের সাদা অংশ (সুরকীব লালী; চুনের সফেদি; মাকড়সার জাল-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) সফেদ}
- Bengali Word সফেদা English definition [শফেদা] (বিশেষ্য) চাউলের গুঁড়া; গুঁড়া চাল। ২ সাদা রং। ৩ ফলবিশেষ (সফেদা ফল)। ৪ সিসাবিশেষ; white lead; সিসা থেকে তৈরি সাদা রং। {(ফারসি) সফেদী}
- Bengali Word সফেদি English definition [শফেদি/সফেদা] (বিশেষ্য) শ্বেতত্ব; ডিমের সাদা অংশ; অণ্ডলালা। {(ফারসি) সফেদী}
- Bengali Word সফেন English definition [শফেন্] (বিশেষণ) ১ ফেনাযুক্ত; ফেনিল (সফেন তরঙ্গরাশি-কায়কোবাদ)। ২ মাড়যুক্ত (সফেন ভাত)। {(তৎসম বা সংস্কৃত) স+ফেন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সব ১ English definition [শব্] (বিশেষণ) ১ সকল; সমস্ত; তামাম (ফেলিয়া দিয়াছি আমি যত অলঙ্কার রতন মুকতা হীরা সব আভরণ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সর্ব; সবলোক; সমস্ত বিষয় (জানি সবই)। ৩ সর্বস্ব; সমস্ত সম্পদ (সব হারিয়ে কাঙাল)। সফেনচিন, সফেনচিনা (বিশেষণ) সবার পরিচিত (সবচিন খেলোয়াড়)। সফেনজান্তা (বিশেষণ) ১ সর্বজ্ঞ। ২ (ব্যঙ্গার্থ) কিছু জানে না তবু জানার ভান করে এমন (আরে গবরমেন্ট কি সবজান্তা-রাজশেকর বসু (পরশু))। সবটা, সবটুকু (বিশেষণ) সবকিছু; পুরাপুরি; কিছুই বাদ না দিয়ে (সবটা দিয়ে দেওয়া হয়েছে)। সবশুদ্ধ, সবসুদ্ধ (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) সর্বসমেত; সবকিছু মিলিয়ে; মোট (সবশুদ্ধ তিনশত হবে)। সবাই, সব্বাই (সর্বনাম) করলেই; প্রত্যেকেই (সবাই একত্রে গিয়েছিলাম)। সবার, সবাকার (বিশেষণ) প্রত্যেকের; সকলের (এতে সবার সমান অধিকার)। সবারই, সবারি, সবারী বিন সকলের (পূজারী পসারি সবারী যে তুমি একাধারে চারি বেদ গীতা ও-সত্যেন্দ্রনাথ দত্ত)। সব শেয়ালের এক রা-(আলঙ্কারিক) এক পথের অনুসারী; সকলের একই কথা। সব হাটের হেটো (বিশেষ্য) সবজান্তা ধরনের লোক যে সব হাটের খবর রাখে। {(তৎসম বা সংস্কৃত) সর্ব>}
- Bengali Word সব ২ English definition ⇒ সাব২
- Bengali Word সবংশ English definition [শবঙ্শো] (বিশেষণ) বংশের সঙ্গে; গোষ্ঠীসুদ্ধ; খান্দানের সকলের সঙ্গে। সবংশে (ক্রিয়াবিশেষণ) ১ নিজের খান্দানের (সবংশে তিনি অভিজাত)। ২ বংশের সমস্ত ব্যক্তির সঙ্গে (সবংশে নিধন)। {(তৎসম বা সংস্কৃত) স+বংশ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবক, ছবক English definition [সবক্, চবক্] (বিশেষ্য) পাঠ; দৈনিক পড়া; শিক্ষা (আট দশটি ছেলে সুরে বেসুরে সবক ইয়াদ করিতে লাগিয়া গিয়াছে-কাজী ইমদাদুল হক; এই ছবক হইতে তিনি তাহা উপলব্ধি করিলেন-মোহাম্মদ বরকতুল্লাহ)। {(আরবি) সবক}
- Bengali Word সবজা English definition [শব্জা] (বিশেষ্য) সবুজ তৃণ বা গাছপালার রং (সামনে ময়দান সবজা দেখিবারে পায়-সৈয়দ হামজা)। {(ফারসি) সব্জহ্}
- Bengali Word সবজি, সবজী English definition [শোব্জি] (বিশেষ্য) ১ কাঁচা বা সবুজ তরকারি; আনাজ (সবজির বাগান)। ২ নিরামিষ (সবজি রান্না)। সবজিবাগ (বিশেষ্য) তরকারির বাগান। সবজে (বিশেষণ) সবুজ রঙের (নীল সবজে বেগুনী-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) সব্জী}
- Bengali Word সবদ্যা English definition [শবোদ্দা] (বিশেষ্য) সব মিলিয়ে; মোট; একত্রে (সবদ্যা হাল দুই কুড়ি এ নিতেই হবে বোন-জসীমউদ্দীন)। {সব+দিয়া}
- Bengali Word সবন English definition [সবোন্] (বিশেষ্য) ১ হিন্দুদের যজ্ঞ (হবে রাক্ষস সবনে ভস্ম পাপের আবর্জনা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ যজ্ঞস্নান। ৩ সোমরস পান। {(তৎসম বা সংস্কৃত) √সূ+অন(ল্যুট্)}
- Bengali Word সবর English definition ⇒ সবুর
- Bengali Word সবরি কলা/সফরি কলা English definition [শোব্রি কলা] (বিশেষ্য) উন্নত জাতের কলাবিশেষ; মর্তমান কলা। {(আরবি) সফরী+(বাংলা) কলা}
- Bengali Word সবর্ণ English definition [শবর্নো] (বিশেষণ) একজাতি বা গোত্রের অন্তর্ভুক্ত (সবর্ণ ব্রাহ্মণ)। □ (বিশেষ্য) ১ সদৃশ বর্ণ বা রং। ২ সমবর্ণ; স্বজাতি। ৩ সমোচ্চার্য বর্ণ (ন, স ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+বর্ণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবল English definition [শবল্] (বিশেষণ) শক্তিশালী (যথেষ্ট শক্তি আছে তাই সবল)। সবলা (স্ত্রীলিঙ্গ)। সবলে (ক্রিয়াবিশেষণ) ১ সজোরে; শক্তি প্রয়োগ করে (সবলে আক্রমণ)। ২ দলবলসহ; সসৈন্যে। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+বল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সবলুট, সবলুঠ, সবলোট, সবলোঠ English definition [সব্লুট্, সব্লুঠ্, সব্লোট্, সব্লোঠ্] (বিশেষণ) সবজান্তা; সকল বিষয়ে দখল আছে এমন (বলতে কি, আমাদের হরি ভাদর খুড়ো একরকম সবলোট গোছের ভদ্দরলোক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ সকল প্রকার তুচ্ছ আমোদ-প্রমোদে সবিশেষ অংশগ্রহণকারী; লম্পট প্রকৃতির। {(তৎসম বা সংস্কৃত) সর্ব+লুণ্ঠন>}
- Bengali Word সবাই, সবাকার, সবার, সবারী English definition ⇒ সব
- Bengali Word সবাক English definition [শবাক্] (বিশেষণ) কথা বলে এমন। সবাকচিত্র (বিশেষ্য) যে সিনেমার অভিনেতা বা অভিনেত্রীর কথা শোনা যায়; টকি বায়োস্কাপ (talkie)। {(তৎসম বা সংস্কৃত) স+বাক্}