শ পৃষ্ঠা ১৭
- Bengali Word শিকল, শিকলি (কথ্য.) English definition [শিকল্, শিক্লি] (বিশেষ্য) ১ (লৌনির্মিত) শৃঙ্খল; জিঞ্জির (শিকল পরা ছল মোদের-কাজী নজরুল ইসলাম)। ২ দরজার লৌহনির্মিত শিকল; নিগড়। শিকল কাটা টিয়ে (ক্রিয়া) আদর লাভ করা সত্ত্বেও যে সব মায়া ত্যাগ করে চলে যায়। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্খল>}
- Bengali Word শিকস্ত English definition [শিকস্তো] (বিশেষ্য) পাঁকা হাতের টানা লেখা; জড়ানো ফারসি ও উর্দু লেখা। {(ফারসি) শিকস্ত}
- Bengali Word শিকস্তি English definition [শিকোস্তি] (বিশেষ্য) ভগ্ন; ভাঙা; ভাঙ্গা। শিকস্তি জমি (বিশেষ্য) নদীর তরঙ্গাঘাতে তীরের যে জমি নষ্ট হয়েছে (নদী শিকস্তি)। {(ফারসি) শিকস্তী}
- Bengali Word শিকা, সিকা, শিকে, সিকে English definition [শিকা, সিকা, শিকে, সিকা] (বিশেষ্য) দ্রব্যাদি সংরক্ষণের জন্য দড়ি বা তারে তৈরি এক রকম ঝুলানো আধার (ঝোলা গুড় তোলা ছিল শিকার উপর-ঈশ্বর গুপ্ত)। শিকেয় তুলে রাখো (ক্রিয়া) (আলঙ্কারিক)অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা মুলতবি রাখা (এসব শিকেয় তুলে রাখো)। ভাগ্যে শিকা ছেঁড়া (ক্রিয়া) সৌভাগ্যের উদয় হওয়া। {(তৎসম বা সংস্কৃত) শিক্যা>}
- Bengali Word শিকার English definition [শিকার্] (বিশেষ্য) ১ অস্ত্রাদির সাহায্যে বনের পশুপাখির প্রাণবধ; মৃগয়া (হামেশা শিকার করে হরিণ জানোয়ার-সৈয়দ হামজা)। ২ মৃগয়ালব্ধ প্রাণী। ৩ (আলঙ্কারিক) হত্যা; লুণ্ঠন প্রভৃতি দুষ্কর্মের লক্ষ্য কোনো নিরীহ ব্যক্তি; বধ্য প্রাণী। শিকারি (বিশেষ্য) (বিশেষণ) শিকার করে এমন। {(ফারসি) শিকার}
- Bengali Word শিকায়েত, শিকায়ৎ English definition [শিকায়েত্, শিকায়ত্] (বিশেষ্য) ১ বদনাম; দোষারোপ; নিন্দা; অপবাদ। ২ অভিযোগ; নালিশ। {(আরবি) শিকায়ত্}
- Bengali Word শিকেয় তোলা English definition ⇒ শিকা
- Bengali Word শিক্ষক English definition [শিক্খক্] (বিশেষণ), (বিশেষ্য) ১ শিক্ষাদাতা; অধ্যাপক; উপদেষ্টা; গুরু; মাস্টার। ২ শাসনকর্তা। শিক্ষয়িত্রী, শিক্ষিকা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শিক্ষকতা (বিশেষ্য) শিক্ষকের বৃত্তি বা পদ। {(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word শিক্ষণ English definition [শিক্খন্] (বিশেষ্য) ১ শিক্ষাগ্রহণ; অধ্যয়ন (এ ছাড়া শিক্ষণ বিভাগ আছে-মনোজ বসু)। ২ শিক্ষাদান; অধ্যাপনা; তালিম। শিক্ষণীয় (বিশেষণ) শেখার বা শেখাবার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্+অন(ল্যুট্)}
- Bengali Word শিক্ষা English definition [শিক্খা] (বিশেষ্য) ১ অভ্যাস চর্চা প্রভৃতির দ্বারা আয়ত্তকরণ (মোটর চালনা শিক্ষা)। ২ বিদ্যাচর্চা; অধ্যয়ন; এলেম। ৩ বিদ্যা বা জ্ঞান লাভ (শিক্ষার হার)। ৪ উপদেশ; নির্দেশ (গুরুর শিক্ষা)। ৫ অভিজ্ঞতা (ব্যবসা সম্বন্ধে শিক্ষা)। ৬ আক্কেল; বুদ্ধি (তিক্ত জ্ঞান বা অভিজ্ঞতা; নিদারুণ শিক্ষা লাভ)। ৭ দণ্ড; শাস্তি (কঠিন শিক্ষা দান)। ৮ বেদমন্ত্রের উচ্চারণ বিষয়ক গ্রন্থ। শিক্ষাকর (বিশেষ্য) রাজ্যমধ্যে শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য সরকারকে দেয় কর বা খাজনা। {(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্+অ+আ}
- Bengali Word শিক্ষাগুরু, শিক্ষাদাতা English definition [শিক্খাগুরু, শিক্খাদাতা] (বিশেষ্য) শিক্ষক; যিনি বিদ্যা দান করেন। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+গুরু, দাতা}
- Bengali Word শিক্ষাদীক্ষা English definition [শিক্খাদিক্খা] (বিশেষ্য) ১ শাস্ত্রপাঠ ও মন্ত্রগ্রহণ। ২ শিক্ষণ ও আচরণ; তালিম; তরবিয়ত। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+দীক্ষা; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word শিক্ষাধীন English definition [শিক্খাধিন্] (বিশেষণ) শিক্ষানবিস; শিক্ষাগ্রহণরত ব্যক্তি; apprentice। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+অধীন}
- Bengali Word শিক্ষানবিস, শিক্ষানবিশ English definition [শিক্খানোবিশ্] (বিশেষ্য), (বিশেষণ) শিক্ষার্থী। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+ (ইংরেজি) novice}
- Bengali Word শিক্ষামূলক English definition [শিক্খামুলক্] (বিশেষণ) শিক্ষা সংক্রান্ত; শিক্ষা বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+মূলক}
- Bengali Word শিক্ষিত English definition [শিক্খিতো] (বিশেষণ) ১ শিক্ষাপ্রাপ্ত। ২ বিদ্বান; বিদ্যাবান; পণ্ডিত। ৩ শিক্ষা করা হয়েছে এমন। শিক্ষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শিক্ষিতব্য (বিশেষণ) শিক্ষাণীয়। {(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্+ত(ক্ত)}
- Bengali Word শিক্ষয়িতা English definition [শিক্খোয়িতা] (বিশেষণ) শিক্ষাদাতা; শিক্ষক। শিক্ষয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্+ই(ণিচ্)+তৃ(তৃচ্)}
- Bengali Word শিকড় English definition [শিকড়্] (বিশেষ্য) মূল; গাছের মূল্ শিকড় গাড়া (আলঙ্কারিক) (ক্রিয়া) মজবুত হয়ে বসা; নিজেকে দৃঢ়ভাবে স্থাপন করা। {(তৎসম বা সংস্কৃত) শিখর/শৃঙ্খল>}
- Bengali Word শিখ English definition [শিখ্] (বিশেষ্য) গুরু নানক প্রবর্তিত ধর্ম; উক্ত ধর্মাবলম্বী সম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) শিষ্য> (প্রাকৃত)সিক্খ>}
- Bengali Word শিখণ্ড, শিখণ্ডক English definition [শিখন্ডো, শিখন্ডক্] (বিশেষ্য) ১ ময়ূরপুচ্ছ (শিখণ্ড তোর মুণ্ডে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ চূড়া। ৩ জুলফি। শিখণ্ডিক (বিশেষ্য) কুক্কুট; মোরগ। শিখণ্ডী(-ণ্ডিন্) ১ ময়ূর; শিখণ্ড আছে যার (ধন্য তুই পক্ষিকুলে শিখণ্ডী-মাইকেল মধূসূদন দত্ত)। ২ মহাভারতোক্ত দ্রুপদ রাজার পুত্রের নাম। ৩ যাকে সম্মুখে রেখে অন্যায় কাজ করা হয় (মীর জাফরকে শিখণ্ডীরূপে সামনে দাঁড় করিয়ে-ছদরুদ্দীন)। শিখণ্ডিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শিখণ্ডবিশিষ্টা; ময়ূরী (রূপসী দূতী যথা শিখণ্ডিনী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শিখিনম্ অমতি}