শ পৃষ্ঠা ২
- Bengali Word শকুন English definition [শোকুন] (বিশেষ্য) ১ উড়ে বহু দূর যেতে পারে এমন বড় ধরনের পাখি, যা প্রধানত মৃতদেহ খেয়ে বেঁচে থাকে; গৃধ্র। ২ শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ। শকুনজ্ঞ (বিশেষণ) লাক্ষণিক; হিন্দুবিশ্বাসে লক্ষণাদৃষ্টে শুভাশুভ নির্ণয়ে দক্ষ। শকুনতত্ত্ব (বিশেষ্য) পক্ষীর গতিবিধি ও ধ্বনি দ্বারা শুভাশুভ নির্ণয়বিদ্যা (বাবা কোকিলের সম্বন্ধে শখুনতত্ত্ব থেকে কিছুই বললেন না, কেবল একটু কবিত্বের ভান করলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √লম্+উন(উনন্)}
- Bengali Word শকুনি English definition [শোকুনি] (বিশেষ্য) ১ শকুন নামক বৃহদাকার পাখি; গৃধ্র। ২ মহাভারতোক্ত দুর্যোধনের কূটবুদ্ধি মাতুলের নাম। শকুনিমামা (বিশেষ্য) (আলঙ্কারিক) দুর্যোধনের মাতুলের ন্যায় যে ব্যক্তি কূটবুদ্ধি দিয়ে গৃহবিবাদ বাধায়। {(তৎসম বা সংস্কৃত) √শক্+উনি}
- Bengali Word শকুন্ত English definition [শোকুন্তো] (বিশেষ্য) ১ ভাস পক্ষী। ২ শকুনি। শকুন্তলা (বিশেষ্য) ১ মেনকা ও বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী। ২ কালিদাসের সুপ্রসিদ্ধ ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকের নায়িকা। ৩ উক্ত নাটক। {(তৎসম বা সংস্কৃত) √শক্+উন্ত}
- Bengali Word শকুল, সকুল English definition [শোকুল্] (বিশেষ্য) শোল মাছ; শাল মাছ (কবিরা কণ্টকহীন আম্রে শকুল মীন খরলোণ দিয়া ঘন কাটি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। শকুল-বদরী (বিশেষ্য) শোল মাছ দিয়ে কুলের অম্বল (যদি পাই মিঠা ঘোল সকুল বদরী ঝোল তবে খাই গ্রাসে দুই চারি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √শক্+উর(উরচ্)}
- Bengali Word শক্ত ১ English definition [শক্তো] (বিশেষণ) ১ সমর্থ; কর্মক্ষম (বৃদ্ধ বয়সেও তিনি বেশ শক্ত)। ২ পটু; দক্ষ; বিচক্ষণ। ৩ বলবান; শক্তিশালী (শক্ত দেহ)। {(ফারসি) সখ্ত}
- Bengali Word শক্ত ২ English definition [শক্তো] (বিশেষণ) ১ ভাঙা কঠিন এমন; সহজে ভাঙে না এমন; অনমনীয় (শক্ত লাঠি)। ২ টেকসই (শক্ত কাপড়)। ৩ কঠোর; নির্মম (এই ব্যাপার তোমায় শক্ত হতে হবে)। ৪ দৃঢ়; অনড়; অবিচলিত; স্থির (শক্ত মন)। ৫ সহজে নড়ে না এমন (শক্ত খুঁটি)। ৬ কৃপণ; ব্যয়কুণ্ঠ (খরচের বেলায় খুব শক্ত)। ৭ রূঢ়; কর্কশ; অপ্রিয়; কড়া (দুচারটি শক্ত কথা শুনিয়ে দিল)। ৮ যা সহ্য করা যায় না; অসহ্য; অসহনীয় (শক্ত বেদনা)। ৯ জটিল; কঠিন; দুর্বোধ্য (আধুনিক কবিতা ভারী শক্ত)। ১০ দুরুত্তর; দুরূহ (শক্ত প্রশ্ন)। ১১ কষ্টসাধ্য; কষ্টকর (চাকরি পাওয়া বেশ শক্ত)। ১২ সমাধান সহজ নয় এমন (শক্ত মামলা)। ১৩ মজবুত; দৃঢ় (ওদের বাঁধন যতই শক্ত হবে মোদের বাঁধন টুটবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) দুরারোগ্য (শক্ত রোগ)। শক্তঘানি (বিশেষ্য) (আলঙ্কারিক) কটোর প্রকৃতির; জবরদস্ত ব্যক্তি; যে নির্মমভাবে কাজ আদায় করে। শক্তের ভক্ত নরমের যম-প্রবলের নিকট বিনীত এবং দুর্বলের নিকট বিক্রম প্রকাশ করে এমন ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √শক্+ত(ক্ত)}
- Bengali Word শক্তি, শকতি (পদ্যে ব্যবহৃত) English definition [শোক্তি, শকোতি] (বিশেষ্য) ১ ক্ষমতা; সামর্থ্য; বল। ২ পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (মিত্রশক্তিবর্গ)। ৩ পৌরাণিক যুদ্ধাস্ত্র (শক্তিশূল)। ৪ স্ত্রী-দেবতা দুর্গা; কালিকা; কমলা। ৫ কর্মদক্ষতাদির মাত্রা; energy; হোমিওপ্যাথি ঔষধের ক্রম (সালফার ৩০ শক্তি)। শক্তি-উপাসক (বিশেষণ) দুর্গা কালিকা প্রভৃতি স্ত্রীদেবতার উপাসক। শক্তি উপাসনা, শক্তিপূজা (বিশেষ্য) দুর্গা কালিকা প্রভৃতি স্ত্রীদেবতার উপাসনা। শক্তিধর (বিশেষণ) বিপুল ক্ষমতার অধিকারী। □ (বিশেষ্য) ‘শক্ত ‘ অস্ত্রধারী কার্তিকের এক নাম। শক্তিমান (-মৎ), শক্তিশালী(-লিন্) (বিশেষ্য), (বিশেষণ) শক্তি আছে এমন; বলবান। □ (বিশেষ্য) শক্তিমত্তা; শক্তিশালিতা। শক্তিমত্তা, শক্তিশালিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শক্তিমতী, শক্তিশালিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শক্তিশেল (বিশেষ্য) রামায়ণোক্ত রাবণের যে মারাত্মক অস্ত্রে লক্ষ্মণ মৃতপ্রায় হন। শক্তিহীন (বিশেষণ) নিঃশক্তি; দুর্বল। শক্তিহীনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শক্তিহীনতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) শক্+তি(ক্তি)}
- Bengali Word শক্তু English definition [শোক্তু] (বিশেষ্য) ছাতু; যবাদি চূর্ণ (শক্ত পাহাড় হচ্ছে গুঁড়া শক্তু সম পলে পলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সক্তু>}
- Bengali Word শক্য English definition [শোক্কো] (বিশেষণ) সাধনযোগ্য; সাধ্য; করতে পারা যায় বা করা সম্ভব এমন (নারিবে অর্জুনেরে কুমারগণ শক্যে-কালীপ্রসন্ন সিংহ)। অশক্য (বিশেষণ) অসাধ্য। {(তৎসম বা সংস্কৃত) √শক্+য(যৎ)}
- Bengali Word শক্র English definition [শক্ক্রো] (বিশেষ্য) ১ বৌদ্ধ ও হিন্দু পুরাণোক্ত দেবরাজ ইন্দ্র। ২ কুটজবৃক্ষ; কুড়চি গাছ। ৩ অর্জুন গাছ। ৪ জ্যেষ্ঠা নক্ষত্র। শক্রাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। শক্র জিৎ (বিশেষ্য), (বিশেষণ) ইন্দ্রজিৎ। শক্রবাহ (বিশেষ্য) মেঘ। {(তৎসম বা সংস্কৃত) √শক্+র(রক্)}
- Bengali Word শখ, সখ (প্রাচীন প্রয়োগ) English definition [শখ্] (বিশেষ্য) ১ আগ্রহ; মনের ঝোঁক (টিকিট জমানোর শখ)। ২ পছন্দ; সাধ (শখের কলম)। ৩ চিত্তবিনোদনের বাসনা (শখ করে করা)। {(আরবি) শৱক}
- Bengali Word শখিন, শখীন, শওকীন, শৌকীন English definition ⇒ শৌখিন
- Bengali Word শঙ্কনীয় English definition [শঙ্কোনিয়ো] (বিশেষণ) ১ শঙ্কার বা ভয়ের যোগ্য; আশঙ্কার বিষয়। ২ সন্দেহের বিষয়ীভূত; সন্দেহস্থল। {(তৎসম বা সংস্কৃত) √শঙ্ক্+অনীয়(অনীয়র্)}
- Bengali Word শঙ্কর English definition [শঙ্কর্] (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব। ২ বেদান্তাদির ভাষ্যকার শঙ্করাচার্য। ৩ সামুদ্রিক মৎস্যবিশেষ। □ (বিশেষণ) কল্যাণকারী; মঙ্গলময়। শঙ্করী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ মঙ্গলকারিণী (আমার দে মা তবিলদারী আমি নিমকহারাম নই শঙ্করী-রামরাম বসু)। ২ হিন্দুদেবতা শিবের পত্নী; দুর্গদেবী। {(তৎসম বা সংস্কৃত) শম্+√কৃ+অ(ট)}
- Bengali Word শঙ্করস্বেদ English definition [শঙ্কর্শেদ্] (বিশেষ্য) আমবাত নাশক বাষ্প বা ভাপ। {(তৎসম বা সংস্কৃত) শঙ্কর+স্বেদ}
- Bengali Word শঙ্কা English definition [শঙ্কা] (বিশেষ্য) ভয়; আশঙ্কা; ভীতি; ত্রাস (মুছে আসে কালো রাত শঙ্কার-আশরাফ সিদ্দিকী)। ২ সংশয়; সন্দেহ। শঙ্কিতা বিণ। শঙ্কাকুল (বিশেষণ) ভয়যুক্ত; ভয়ার্ত (যাইতে যাইতে বার বার পিছনে শঙ্কাকুলদৃষ্টি-শামসুদ্দীন আবুল কালাম)। শঙ্কাহর, শঙ্কাহরণ (বিশেষণ) শঙ্কা দূরকারী; ভয়হারী। শঙ্কাহরা, শঙ্কাহরণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শঙ্কিত (বিশেষণ) শঙ্কাযুক্ত; ভীত। শঙ্কিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শঙ্কিল (বিশেষণ) শঙ্কাযুক্ত; আশঙ্কিত; বিপজ্জনক (কভু সংকট দ্বারা শঙ্কিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শঙ্ক্+অ+আ(টাপ্)}
- Bengali Word শঙ্কু English definition [শোঙ্কু] (বিশেষ্য) ১ পৌরাণিক অস্ত্রবিশেষ। ২ শেল; শলাকা; শলা। ৩ কীলক; গোঁজ। ৪ (জ্যোতিষ শাস্ত্র) পরিমাণ-কাঠি, যা দ্বারা ছায়া মাপা হতো। ৫ প্রাচীন ভারতের সম্রাট বিক্রমাদিত্যের নবরত্ন সভার এক রত্ন। শঙ্কুপট্ট, শঙ্কুপট (বিশেষ্য) সূর্যঘড়ি; sun-dial। {(তৎসম বা সংস্কৃত) √শঙ্ক্+উ(কু)}
- Bengali Word শঙ্খ English definition [শঙ্খো] (বিশেষ্য) শামুকজাতীয় সামুদ্রিক প্রাণী। শঙ্খকার শাঁখারি। শঙ্খচিল (বিশেষ্য) সাদা বুকের একরূপ চিল। শঙ্খচূড় (বিশেষ্য) একজাতীয় বিষাক্ত সাপ। শঙ্খচূর্ণী (বিশেষ্য) হিন্দুবিশ্বাসে সধবা নারীর প্রেত; শাঁখচুন্নি (শঙ্খচূর্ণীর কথ্যরূপ শাকচুন্নি)। শঙ্খধ্বনি, শঙ্খনাদ (বিশেষ্য) শাঁখ বাজানোর শব্দ। শঙ্খবণিক (বিশেষ্য) শাঁখারি। শঙ্খবলয় (বিশেষ্য) শঙ্খ দ্বারা প্রস্তুত বালা; শাঁখা। শঙ্খবিষ (বিশেষ্য) শেঁকো বিষ। শঙ্খমুখ (বিশেষ্য) কুমির। শঙ্খলতা (বিশেষ্য) হিন্দু মন্দিরের নকশাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √শম্+খ}
- Bengali Word শঙ্খিনী English definition [শোঙ্খিনি] (বিশেষ্য) ১ নায়িকার একটি বিশিষ্ট শ্রেণি। ২ শাঁখচুন্নি। ৩ হিন্দু বিশ্বাসে সধবা নারীর বিশেষ গুণলক্ষণ। ৪ তারিফ। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word শচী, শচি English definition [শোচি] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণোক্ত দেবরাজ ইন্দ্রের পত্নী (ঐরাবতে দেবকুলপতি সঙ্গে বারাঙ্গনা শচী অনন্তযৌবনা-মাইকেল মধূসূদন দত্ত)। ২ বৈষ্ণব ধর্ম প্রচারক শ্রীচৈতন্যের জননী। শচীনন্দন (বিশেষ্য) শ্রীচৈতন্য। শচীন্দ্র, শচীপতি, শচীবিলাস, শচীশ (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত দেবরাজ ইন্দ্র। শচীমাতা (বিশেষ্য) শ্রীচৈতন্যের মাতা। {(তৎসম বা সংস্কৃত) √শচ্+অ(অচ্)+ঈ(ঙীষ্), ই}