শ পৃষ্ঠা ১৪
- Bengali Word শাল ২ English definition [শাল্] (বিশেষ্য) ১ দীর্ঘ শূল (শালে দেওয়া বা চড়ানো)। ২ অতি করুণ দুঃখ-বেদনা (এ শাল থাকিল বুকে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শল্য>}
- Bengali Word শাল ৩ English definition [শাল্] (বিশেষ্য) দামি পশমি শীত-গাত্রবস্ত্রবিশেষ। শালওয়ালা (বিশেষ্য) শাল বিক্রেতা। শালকর (বিশেষ্য) যে ব্যক্তি শাল কাচে ও রিফু কর্মাদি করে। {(আরবি) শাল্}
- Bengali Word শালওয়ার, সালোয়ার English definition [সালোয়ার্] (বিশেষ্য) ঢিলা পাজামাবিশেষ। {(ফারসি) শালৱার}
- Bengali Word শালগম English definition [শাল্গম্] (বিশেষ্য) মুলাজাতীয় গোলাকৃতি কন্দ সবজিবিশেষ, যা ঐ নামের গাছের পরিবর্তিত মূল। {(ফারসি) শল্গম্}
- Bengali Word শালগ্রাম English definition [শাল্গ্রাম্] (বিশেষ্য) বিষ্ণুর প্রতীকরূপে পূজিত গণ্ডকীনদী জাত শিলা। শালগ্রামের শোওয়া বসা সমান (অলস ও স্থূল ব্যক্তি সম্বন্ধে) অলস ও স্থূল ব্যক্তি সর্বদা একইভাবে অবস্থান করে। {(তৎসম বা সংস্কৃত) শালগ্রাম (দেশবিশেষ)>}
- Bengali Word শালতি, সালতি English definition [শাল্তি] (বিশেষ্য) ১ শালের গুঁড়ি দ্বারা নির্মিত ছোট কিন্তু দ্রুতগামী নৌকা (সালতি সাঁ সাঁ করিয়া চলিয়াছে চারিদিকে জলময়-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ তালের ডোঙ্গা। {(তৎসম বা সংস্কৃত) শাল+তরি>}
- Bengali Word শালা ১ English definition [শালা] (বিশেষ্য) ১ আলয়; আগার; বাড়ি; স্থান (স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঘর; কক্ষ (ভোজনশালা)। ৩ কারখানা (কামারশালা)। ৪ ভাণ্ডার; সঞ্চায়স্থান (শস্যশালা)। {(তৎসম বা সংস্কৃত) √শল্+অ(ঘঞ্)+আ(টাপ্)}
- Bengali Word শালা ২ English definition [শালা] (বিশেষ্য) স্ত্রীর ছোট ভাই; সম্বন্ধী। ২ গালিবিশেষ। শালাজ, শালাবৌ (বিশেষ্য) শালার স্ত্রী। শালী (বিশেষ্য) ১ স্ত্রীর ছোট বোন। ২ গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শ্যালক>}
- Bengali Word শালি English definition [শালি] (বিশেষ্য) সরু হৈমন্তিক আমন ধান (শালি ধানের চিঁড়ে দেবো-জসীমউদ্দীন)। □ (বিশেষণ) শ্লাঘণীয়। {(তৎসম বা সংস্কৃত) √শাল্+ই(ইন্)}
- Bengali Word শালিক, সালিক English definition [শালিক্] (বিশেষ্য) সুপরিচিত পাখি। {(তৎসম বা সংস্কৃত) শারিকা>}
- Bengali Word শালিস, সালিস English definition [শালিশ্] (বিশেষ্য) মধ্যস্থ; তৃতীয় ব্যক্তি (দেহের যত সব ঝগড়া-ফসাদের তাঁরা শালিস করতেন-হাবীবুল্লাহ বাহার)। শালিশি, সালিসি (বিশেষ্য) মধ্যস্থ দ্বারা বিচার; দুই জনের বিবাদ নিষ্পত্তির জন্য যে তৃতীয় ব্যক্তি বা ব্যক্তিগণ নিযুক্ত হন তাঁরা বা তাঁদের বিচার (আদালতে হইতে শালিশা হুকুম দিয়া থাকেন-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। {(আরবি) ছালিছ}
- Bengali Word শালীন English definition [শালিন্] (বিশেষণ) সলজ্জ; লজ্জাশীল; নম্র; ভদ্র; রুচিকর; বিনয়ী; সুন্দর; শোভন। শালীনতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) শালা+ঈন(খ)}
- Bengali Word শালুক, শালূক English definition [শালুক] (বিশেষ্য) ১ কুমুদ ফুল; নাল (ঝিলের ঝিনুক, বিলের শালুক-কাজী নজরুল ইসলাম)। ২ পদ্মফুলের মূল। {(তৎসম বা সংস্কৃত) √শাল্+উক/ঊক(ঊকণ্)}
- Bengali Word শালূ, সালু English definition [শালু] (বিশেষ্য) লাল কাপড়বিশেষ। {(আরবি) শাল্}
- Bengali Word শাল্মালি, শাল্মলী, শাল্মল English definition [শাল্মোলি, শাল্মোলী, শাল্মল্] (বিশেষ্য) ১ শিমুলগাছ (হায়, বিধি, ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ পুরাণোক্ত সপ্তদ্বীপের একটি। {(তৎসম বা সংস্কৃত) √শাল্+মলি(মলিঞ্), মল(মলচ্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word শাশবিবি English definition [শাশ্বিবি] (বিশেষ্য) শাশুড়ি (শাশবিবি কন, আহা আসে নাই কতদিন হলো মেজ্লা জামাই-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শ্বশ্রূ>শাশ+বিবি (আঞ্চলিক) বিবি অর্থ সম্ভ্রান্ত মহিলা}
- Bengali Word শাশুড়ি, শাউড়ি English definition [শাশুড়ি, শাউড়ী] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্বামী বা স্ত্রীর মা বা তৎস্থানীয়া; শ্বশ্রূ (শাউড়ীর কথাগুলি যেন বিষের হলা-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) √শ্বশ্রূ>}
- Bengali Word শাশ্বত, শাশ্বতিক English definition [শাশ্শোতো, শাশ্শোতিক্] (বিশেষণ) নিত্য; অবিনশ্বর; চিরস্থায়ী; অবিনাশী; সুদীর্ঘকাল স্থায়ী। শাশ্বতী, শাশ্বতিকী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শশ্বৎ+অ(অণ্), ইক(ঠঞ্)}
- Bengali Word শাসক English definition ⇒ শাসন
- Bengali Word শাসন English definition [শাশোন্] (বিশেষ্য) ১ দমন (দুষ্টের শাসন); নিগ্রহ; অত্যাচার (দুষ্ট রাজার প্রজাপীড়ন)। ২ সুব্যবস্থার সঙ্গে প্রতিপালন (প্রজা-শাসন)। ৩ পরিচালন; নিয়মন (দেশশাসন)। ৪ রাজ্য-পরিচালনা (ইংরেজ-শাসন)। ৫ নিয়ন্ত্রণ; সংযমন; সংযতকরণ (ইন্দ্রিয় শাসন)। ৬ আদেশপত্র; সনদ (তাম্রশাসন)। ৭ উপদেশ; নির্দেশ; আজ্ঞা; বিধি; অনুশাসন (শাস্ত্রের শাসন)। ৮ তিরস্কার; ভর্ৎসনা; শাস্তিদান (শাসন করা তারেই সাজে সোহাগ করে যে গো-রবীন্দ্রনাথ ঠাকুর)। শাসক, শাসনকর্তা (-র্তৃ) (বিশেষ্য) ১ যে শাসন করে; প্রশাসক; (জেলা প্রশাসক বা জেলার শাসনকর্তা)। ২ রাজা। ৩ রাজ-প্রতিনিধি। ৪ গভর্নর; প্রদেশপাল। শাসনতন্ত্র (বিশেষ্য) শাসনপদ্ধতি; রাজ্যশাসন-প্রণালি; constitution। শাসনাধীন (বিশেষণ) শাসকের এলাকাভুক্ত; শাসনের আয়ত্তে এমন। শাসনীয়, শাস্য (বিশেষণ) ১ শাসনের উপযুক্ত; শাসনযোগ্য; দমনযোগ্য; দণ্ডনীয়; নিয়ন্ত্রণযোগ্য; সংযমনীয়। ২ শিক্ষণীয়; শিক্ষাযোগ্য। শাসিত (বিশেষণ) ১ শাসন করা হয়েছে এমন; দমিত; সংযমিত। শাসিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শাস্+অন(ল্যুট্)}