শ পৃষ্ঠা ১৯
- Bengali Word শিত English definition [শিতো] (বিশেষণ) শানিত; ধারালো। {(তৎসম বা সংস্কৃত) √শি+ত(ক্ত)}
- Bengali Word শিতান English definition ⇒ শিথান
- Bengali Word শিতি English definition [শিতো] (বিশেষ্য) ১ শুক্লবর্ণ; সাদা রং। ২ কালো বা নীলবর্ণ। □ (বিশেষণ) ১ সাদা। ২ কালো; নীল। শিতিকণ্ঠ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব। ২ ময়ূর। {(তৎসম বা সংস্কৃত) √শি+তি(ক্তি); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word শিথান, শিতান English definition [শিথান্, শিতান] (বিশেষ্য) ১ শিয়রদেশ; শয়নকারীর শীর্ষদেশ; শোয়া অবস্থায় মাথার দিক (মেঘের মতো গুচ্ছ কেশরাশি শিথান ঢাকি পড়ছে ভারে ভারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উপাধান; মাথার বালিশ। ৩ মাথা (শিথানে সিদুঁর)। (বিপরীতার্থক শব্দ) পৈথান। {(তৎসম বা সংস্কৃত) শিরঃস্থান>}
- Bengali Word শিথিল English definition [শিথিল] (বিশেষণ) ১ শ্লথ। ২ অবসন্ন। ৩ জড়তুল্য; অলস (ফাগুন মাসে অশোক ছায়ে অলস প্রাণে শিথিল গায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ বিস্রস্ত; আলুলায়িত। ৫ ঢিলা (শিথিল হয়েছে বাহুবন্ধন-রবীন্দ্রনাথ ঠাকুর)। শিথিলতা, শৈথিল্য (বিশেষ্য) আলস্য; অবসন্নতা; ঢিলেমি। {(তৎসম বা সংস্কৃত) √শ্লথ্+ইর(কিরচ্)}
- Bengali Word শিনি English definition [শিনি] (বিশেষ্য) একপ্রকার জলসেচন যন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) সেচনী>}
- Bengali Word শিন্নি English definition ⇒ শিরনি
- Bengali Word শিপসরকারি, শিপসরকারী English definition [শিপ্শর্কারি] (বিশেষ্য) জাহাজের মাল উঠানামার তদারকের কাজ (অনুগ্রহ করে শিপ-সরকারী কর্ম দিলেন-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) শিপ ship (ফারসি) সরকার}
- Bengali Word শিপ্রা English definition [শিপ্প্রা] (বিশেষ্য) উজ্জয়িনীতে প্রবাহিত চম্বল নদীর শাখাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ক্ষিপ্র>}
- Bengali Word শিব ১ English definition [শিব্] (বিশেষ্য) ১ হিন্দুদেবতা মহাদেব; মহেশ; ত্র্যম্বক; মহেশ্বর; ধূর্জটি; ঈশান; শঙ্কর; পশুপতি; শম্ভু; ত্রিলোচন; ভোলানাথ; ত্রিনাথ; চন্দ্রশেখর; কৃত্তিবাস; ব্যোমকেশ; নীলকণ্ঠ; আশুতোষ; রুদ্র; পিনাকী; উমাপতি; কাশীশ্বর; গঙ্গাধর। ২ শুভ; মঙ্গল; কল্যাণ। □ (বিশেষণ) ১ শুভদ; মঙ্গলপ্রদ; কল্যাণকর। ২ সুখদ; সুখপ্রদ। ৩ রমণীয়; শোভাযুক্ত। শিব গড়তে বাঁদর গড়া (ক্রিয়া) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করা। শিবচতুর্দশী (বিশেষ্য) ফাল্গুন মাসের কৃষ্ণাচতুর্দশী। শিবজ্ঞান (বিশেষ্য) শুভজ্ঞান; সমস্তই মঙ্গল-এই ধারণা। শিবত্ব (বিশেষ্য) শিবের পদ বা স্থান। শিবত্বপ্রাপ্তি (বিশেষ্য) মৃত্যু; পরলোকগমন। শিবনেত্র (বিশেষ্য) ধ্যানী শিবের ন্যায় ঊর্ধ্বদৃষ্টি (যার চোখ নেই তিনিই কেবল সৌন্দর্যের দর্শন লাভের জন্য শিবনেত্র হন-প্রথম চৌধুরী)। শিবপুরী, শিবলোক (বিশেষ্য) ১ শিবের বাসস্থান। ২ কৈলাশ। ৩ বারাণসী। শিবলোক (বিশেষ্য) দুর্গাদেবী। শিববাহন (বিশেষ্য) বৃষ; ষাঁড়। শিবারাত্রি (বিশেষ্য) শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (বিশেষ্য) একমাত্র পুত্র বা বংশধর। শিবলিঙ্গ (বিশেষ্য) প্রস্তর মৃত্তিকাদি দিয়ে গঠিত শিবের লিঙ্গরূপ মূর্তি। শিবালয় (বিশেষ্য) শিবমন্দির। শিবহীন যজ্ঞ (বিশেষ্য) প্রধান; ব্যক্তিকে বাদ দিয়ে কৃত অনুষ্ঠান। শিবের অসাধ্য (বিশেষণ) সর্বতোভাবে ও সর্বজনের পক্ষে অসাধ্য। শিবা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দুদেবতা শিবের (স্ত্রীলিঙ্গ) হিন্দুদেবী দুর্গা (শিবার হইল ক্রোধ শিবের বচনে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ শৃগালী। ৩ মঙ্গময়ী। শিবানী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুদেবী দুর্গা। {(তৎসম বা সংস্কৃত) √শিব্+অ(অচ্)}
- Bengali Word শিবা, শিবানী, শিবালয় English definition ⇒ শিব
- Bengali Word শিবিকা English definition [শিবিকা] (বিশেষ্য) পালকি (কেহ শিবিকায় কেহ ধায় রথে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শিব+ই(ণিচ্)+অক(ণ্বুল্)+আ(টাপ্)}
- Bengali Word শিবির English definition [শিবির্] (বিশেষ্য) ১ ছাউনি; তাঁবু; স্কন্ধাবার; বস্ত্রগৃহ; পটাবাস। ২ সেনা-নিবাস। {(তৎসম বা সংস্কৃত) √শী+ইর(কিরচ্)}
- Bengali Word শিম, ছিম English definition [শিম্, ছিম] (বিশেষ্য) রান্না করে খাওয়ার যোগ্য ফল ও তরকারিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শিম্ব>}
- Bengali Word শিমুল, শিমূল English definition [শিশুল্] (বিশেষ্য) তুলাপ্রসূ বৃক্ষবিশেষ; এক প্রকার তুলার গাছ; শাল্মলী। শিমুল গাছে গা ঘষা (ক্রিয়া) এমন কাজ করা যাতে নিজের ক্ষতি হয়; অধিকতর শক্তিমান লোকের সঙ্গে বিবাদ বা প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হওয়া। শিমুল, শিম্বী (বিশেষ্য) শিমুলের ফল (শিমুলশিম্বী ফুটাইলে বলে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শিম্বলী>}
- Bengali Word শিম্ব, শিম্বা, শিম্বি, শিম্বী, শিম্বিকা English definition [শিম্বো, শিম্বা, শিম্ (বিশেষ্য), শিম্বী, শিম্বিকা] (বিশেষ্য) ১ শিম। ২ শুঁটি। ৩ শিমগাছ। {(তৎসম বা সংস্কৃত) √শম্+ব(ক্বন্),>}
- Bengali Word শির ১ English definition [শির্] (বিশেষ্য) ১ রগ; নাড়ি; অস্থিবন্ধনী। ২ উচ্চরেখা (পাতার শির)। {(তৎসম বা সংস্কৃত) শিরা>}
- Bengali Word শির ২, শিরঃ(-রস্) English definition [শিরো, শিরোহ্, সমাসবদ্ধ পদের ক্ষেত্রে বিসর্গের পরবর্তী ধ্বনির দ্বিত্ব] (বিশেষ্য) ১ মস্তক বা মাথা। ২ শীর্ষ; চূড়া; উপরিভাগ; অগ্রদেশ। শিরঃপীড়া (বিশেষ্য) মাথার যন্ত্রণা; মাথাধরা; headache (তরুণ সম্প্রদায়ের যে কোন প্রতিনিধিই তার শিরঃপীড়ার কারণ-রশিদ করিম)। শিরজ, শিরোজ, শিরসিজ (বিশেষ্য) মাথার চুল। শিরশ্ছেদ, শিরশ্ছেদন (বিশেষ্য) মস্তকচ্ছেদ। শিরস্ক, শিরস্ত্র, শিরস্ত্রাণ (বিশেষ্য) ১ পাগড়ি; উষ্ণীষ (কনক শিরস্ক শিরে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ টুপি; মাথায় পরার বর্মবিশেষ। শিরে সংক্রান্তি (বিশেষ্য) আসন্ন বিপদ; উপস্থিত মহাবিপদ। {(তৎসম বা সংস্কৃত) √শ্রি+অস্>শিরঃ>}
- Bengali Word শিরদাঁড়া English definition [শির্দাঁড়া] (বিশেষ্য) মেরুদণ্ড (যারা দেশের শিরদাঁড়া তাদের শক্ত করতে হবে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শিরোদণ্ড>}
- Bengali Word শিরনামা, শিরনাম English definition [শির্নামা, শির্নাম্] (বিশেষ্য) নাম-ঠিকানা যা পত্রাদির উপরে লেখা হয়। ২ প্রবন্ধাদির নাম। {(ফারসি) সার্নামহ্}