শ পৃষ্ঠা ১৫
- Bengali Word শাসা English definition [শাশা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) শাসন করা। {(তৎসম বা সংস্কৃত) √শাস্+ (বাংলা) আ}
- Bengali Word শাসানো English definition [শাশানো] (ক্রিয়া) ১ প্রতিশোধ নেওয়া বা শাস্তি দেওয়ার ভয় দেখানো; শাস্তি বা দণ্ডদানের ভীতি প্রদর্শন করা; হুমকি দেওয়া। ২ উক্ত অর্থে। শাসানি, শাসানী (বিশেষ্য) ১ তিরস্কার; প্রতিশোধ গ্রহণের বা শাস্তিদানের ভয় প্রদর্শন (কান্না-ভরা শাসানী শুনতে শুনতে শুনতে..উত্তপ্ত হয়ে উঠলেন-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। ২ তাড়না; হুমকি। {(তৎসম বা সংস্কৃত) √শাস্+ (বাংলা) আনো}
- Bengali Word শাসি, শার্সি, শার্শি English definition [শাশি, শার্শি, শার্সি] (বিশেষ্য) জানালার কাঁচের কপাট বা পাল্লা (শাসিতে ছায়া পড়ে কার-হাবীবুর রহমান)। {(ফরাসি) chassis}
- Bengali Word শাসিত English definition ⇒ শাসন
- Bengali Word শাসিতা ২(-তৃ) English definition [শাশিতা] (বিশেষ্য) ১ শাসনকর্তা; শাসক। ২ উপদেশক; উপদেষ্টা; শিক্ষাদানকারী; শিক্ষক। {(তৎসম বা সংস্কৃত) √শাস্+তৃ(তৃচ্)}
- Bengali Word শাস্তর English definition [শাস্তোর্] (বিশেষ্য) ১ বিধান; শাস্ত্র (ওসব হিন্দুর শাস্তর-কাজী আবদুল ওদুদ)। ২ গল্প-কাহিনী। {(তৎসম বা সংস্কৃত) শাস্ত্র>}
- Bengali Word শাস্তা (-স্তৃ) English definition [শাস্তা] (বিশেষ্য) ১ শাসনকর্তা; শাসক। ২ রাজা। ৩ উপদেশদাতা; উপদেষ্টা; ওস্তাদ; শিক্ষক। ৪ বদ্ধুদেব। {(তৎসম বা সংস্কৃত) √শাস্+তৃ(তৃচ্)}
- Bengali Word শাস্তি English definition [শাস্তি] (বিশেষ্য) সাজা; দণ্ড; নিগ্রহ; অত্যাচার। শাস্তিবিধান (বিশেষ্য) শাস্তি দেওয়া; দণ্ডদান। {(তৎসম বা সংস্কৃত) √শাস্+তি(ক্তি)}
- Bengali Word শাস্ত্র English definition [শাস্ত্রো] (বিশেষ্য) ১ যা দ্বারা শাসন বা শিক্ষা দান করা হয়। ২ অনুশাসন গ্রন্থ। ৩ ধর্মগ্রন্থ (ইসলামি শাস্ত্র)। ৪ কোনো বিশেষ বিদ্যা বা বিজ্ঞানসংক্রান্ত গ্রন্থ (গণিতশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র)। ৫ কোনো বিশেষ বিদ্যা বা বিজ্ঞান। শাস্ত্রকার (বিশেষণ) শাস্ত্ররচনাকারী; ধর্মগ্রন্থ-রচয়িতা। শাস্ত্রচর্চা, শাস্ত্রানুশীল, শাস্ত্রালোচনা (বিশেষ্য) শাস্ত্রপাঠ ও আলোচনা। শাস্ত্রজীবী (বিশেষ্য) শাস্ত্রালোচনা যাদের জীবিকার উপায় (শাস্ত্রজীবী সভা-পণ্ডিতগণ-রাজশেখর বসু (পরমু))। শাস্ত্রজ্ঞ, শাস্ত্রজ্ঞানী(-নিন্); শাস্ত্রদর্শী(-র্শিন্) (বিশেষণ) শাস্ত্র জানেন এমন। শাস্ত্রদর্শীবিধি (বিশেষ্য) শাস্ত্রের বিধান বা নির্দেশ বা অনুশাসন। শাস্ত্রদর্শীবিহিত, শাস্ত্রদর্শীসঙ্গত, শাস্ত্রদর্শীসম্মত, শাস্ত্রানুমত, শাস্ত্রানুমোদিত (বিশেষণ) শাস্ত্রনির্দিষ্ট; শাস্ত্র অনুযায়ী। শাস্ত্রার্থ (বিশেষ্য) শাস্ত্রের তাৎপর্য। শাস্ত্রী(-স্ত্রিন্) (বিশেষ্য) ১ শাস্ত্রজ্ঞ; শাস্ত্রে পণ্ডিত। ২ শাস্ত্রজ্ঞ পণ্ডিত্যের উপাধিবিশেষ (হরপ্রসাদ শাস্ত্রী)। শাস্ত্রীয় (বিশেষণ) ১ শাস্ত্রসম্বন্ধীয়। ২ শাস্ত্রোক্ত; শাস্ত্রে বিহিত। ৩ শাস্ত্রানুমোদিত; শাস্ত্রসম্মত। শাস্ত্রোক্ত (বিশেষণ) শাস্ত্রে উল্লিখিত। {(তৎসম বা সংস্কৃত) √শাস্+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word শাস্য English definition ⇒ শাসন
- Bengali Word শাহ ২, শা ৩ English definition [শাহ্, শা] (বিশেষ্য) ১ বাদশা; নৃপতি (শাহ সিকান্দর)। ২ সাবেক পারস্যরাজের উপাধি (রেজা শাহ)। শাহজাদা, শাহ্জাদা, শাজাদা (বিশেষ্য) রাজকুমার; রাজপুত্র; বাদশাহর পুত্র। শাহজাদি, শাহজাদী, শাজাদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাদশার কন্যা; রাজকুমারী। শাহজাহান, সাহজাহান (বিশেষ্য) ১ বিশ্বের সম্রাট। ২ সম্রাট জাহাঙ্গিরের পুত্রের নাম। শাহানশাহ, শাহানশা (বিশেষ্য) রাজাধিরাজ; বাদশাহ (শাহানশাহ শাহজাহানের দরবার-মোহাম্মদ ওয়াজেদ আলী)। শাহি, শাহী (বিশেষ্য) ১ রাজকীয়; নৃপতি সম্বন্ধীয়; সরকারি (শাহি ফরমান)। ২ বড়মানুষি; ধনীর ন্যায়; নবাবি (শাহি চালচলন)। {(ফারসি) শাহ্}
- Bengali Word শাহাদত ১, শাহাদাৎ English definition [শাহাদত্] (বিশেষ্য) ১ সাক্ষ্য। ২ মুসলমাদের আকিদা বা বিশ্বাস অনুযায়ী দ্বিতীয় কালিমা-কালিমায়ে শাহাদত; আল্লাহ এক এবং হজরত মুহম্মদ (সা.) আল্লাহর রসুল-এই সাক্ষ্য দান। শাহাদত অঙ্গুলি (বিশেষ্য) তর্জনী (তব শাহাদাৎ অঙ্গুলি আজও ফিরদৌসের ইশারা করে-ফররুখ আহমদ)। {(আরবি) শহাদৎ}
- Bengali Word শাহাদাত, শাহাদত ১ English definition [শাহাদত্, শাহাদত্] (বিশেষ্য) শহিদ হওয়া; ধর্ম; ন্যায় ও সত্য রক্ষার বা প্রতিষ্ঠার কাজে নিহত হওয়া। {(আরবি) শহাদৎ}
- Bengali Word শাহানা ১, সাহানা ১ English definition [শাহানা] (বিশেষণ) ১ রাজকীয় (বাদশাহ খাতের করে খাবার সামানা করে শাহানা খাবার সরঞ্জাম-সৈয়দ হামজা)। ২ জাঁকজমকপূর্ণ (নূতন বিয়ের সময়ে সাহানা পোষাক প্রস্তুত করিয়া বর সাজিয়া মজলিসে বসিয়াছিলেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) শাহানহ্}
- Bengali Word শাহানা ২, সাহানা ২ English definition [শাহানা] (বিশেষ্য) রাগিণীবিশেষ। {(ফারসি) শাহানহ্}
- Bengali Word শাহারা (বিরল), সাহারা English definition [শাহারা] (বিশেষ্য) ১ আফ্রিকা মহাদেশের সমগ্র উত্তরাংশ ব্যেপে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম। ২ মরুভূমি (দুঃখের সাহারা হৃদয়ের সঞ্চিত রসটুকু নিঃশেষে পান করে বসে আছে-শেখ ফজলল করিম)। {(আরবি) সহরা}
- Bengali Word শাহি খেয়াল English definition [শাহিখেয়াল্] (বিশেষ্য) বাদশাহের উপযোগী খেয়াল বা ইচ্ছা (উভয় লোকের শাহী খেয়াল শির হতে মোর যায় চলে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(ফারসি) শাহি+ (আরবি) খয়াল}
- Bengali Word শাহি নহবত English definition [শাহি নহোবত্] (বিশেষ্য) বাদশাহর প্রধান ফটকে প্রহর বা সময়জ্ঞাপক যে বাদ্য বাজে (বেলা পড়ে এল শাহী নহবত প্রহর ঘন্টা মহলে বাজে-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) শাহী+ (আরবি) নৱবত}
- Bengali Word শাহিতক্ত, শাহীতক্ত, শাহী-তখ্ৎ English definition [শাহিতক্ত্, শাহীতক্ত্, শাহী-তখ্ৎ] (বিশেষ্য) রাজসিংহাসন (কোন শাহীতক্তের দাবী করে বসবেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) শাহীতখ্ত}
- Bengali Word শাহিদ, শাহীদ English definition [শাহিদ্] (বিশেষ্য) সাক্ষী; সাক্ষ্যদানকারী। {(আরবি) শাহিদ}