শ পৃষ্ঠা ২০
- Bengali Word শিরনি, শিরনী, শিরণি, শিরণী, শির্নী, শিন্নী English definition [শির্নি, শির্নী, শির্ণি, শির্ণী, শিন্নি] (বিশেষ্য) ১ মুসমান বা হিন্দু কর্তৃক সত্য পীর বা অন্য পীরের উদ্দেশ্যে নিবেদনের জন্য আটা, ময়দা, চিনি, কলা, পায়েস ইত্যাদি দিয়ে তৈরি ভোগবিশেষ। ২ ফিরনি। ৩ মিষ্টান্ন; মিঠাই {(ফারসি) শীরীনী}
- Bengali Word শিরনী English definition ⇒ শিরনি
- Bengali Word শিরপা English definition ⇒ শিরোপা
- Bengali Word শিরপেচ English definition [শির্পেচ্] (বিশেষ্য) ১ এক ধরনের পাগড়ি। ২ পাগড়ির সম্মুখে লাগানো সোনারুপার তৈরি মুকুট বা প্রতীক চিহ্ন। {(ফারসি) সুরপেচ}
- Bengali Word শিরশির English definition [শির্শির্] (অব্যয়) শিহরণ অনুভব করা; শিহরিত হয়ে ওঠা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word শিরস্ক, শিরস্ত্র, শিরস্ত্রাণ English definition ⇒ শির
- Bengali Word শিরা ১ English definition [শিরা] (বিশেষ্য) ১ রক্তবাহিকা নাড়ি; vein। ২ উচ্চরেখা।শিরাল (বিশেষণ) শিরাবহুল; শিরাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অ(ক)}
- Bengali Word শিরা ২ English definition [শিরা] (বিশেষ্য) চিনি বা গুড়জাতীয় কোনো দ্রব্যে পানি দিয়ে জ্বাল দিলে যে তরল মিষ্টদ্রব্য প্রস্তুত হয় (চিনির শিরার মধ্যে গোলাপ ফুলের পাপড়ি সিদ্ধ করিয়া নিলেই হইল-বেগম শামসুন্নাহার মাহমুদ)। {(ফারসি) শিরাহ}
- Bengali Word শিরাজ, সিরাজ English definition [শিরাজ্] (বিশেষ্য) ১ প্রদীপ; বাতি। ২ শ্রেষ্ঠ ব্যক্তি; যার ব্যক্তিত্ব আলোকস্বরূপ। শিরাজাম-মুনিরা (বিশেষণ) ১ উজ্জ্বল আলোক দানকারী প্রদীপ। ২ হজরত মুহম্মদ (সা.)-কে আল্লাহ প্রদত্ত উপাধি (ওগো দিল-পেয়ারা শিরাজাম্ মুনিরা-হায়দার)। {(আরবি) সিরাজ}
- Bengali Word শিরাজি, সিরাজি English definition [শিরাজি] (বিশেষ্য) ১ ইরানের শিরাজ নগরে প্রস্তুত দ্রব্য। ২ শিরাজে প্রস্তুত মদ। ৩ মদ্য (শিরাজী পিয়ারে শিরায় শিরায় কেবলই জাগাও নেশা-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শীরাজী}
- Bengali Word শিরান, শিরানা English definition [শিরান্, শিরানা] (বিশেষ্য) মস্তকের দিক; শিথান (কবরের শিরানে কার বুকের রক্ত দিয়ে লেখা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শিরঃস্থান>শিরান (শিথান)}
- Bengali Word শিরালি, শিরালী English definition [শিরালি] (বিশেষ্য) শিলাবৃষ্টি; মন্ত্রবিশারদ। ২ একশ্রেণির ফকির, এরা শিঙ্গা বাজিয়ে ভিক্ষা করে (কোন শিরালীর বিষাণ বাজে বৃষ্টি শিল তুফান রোলে-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) শিলা+ (বাংলা) রি>}
- Bengali Word শিরি (মধ্যযুগীয় বাংলা) English definition [শিরি] (বিশেষ্য) শ্রী; সৌন্দর্য; শোভা (শিরি আঙ্গুরী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ম্রী>}
- Bengali Word শিরিন, শিরীন English definition [শিরিন্] (বিশেষণ) মিষ্ট; মধুর (সুর বেঁধে বীণ সারেঙ্গীতে খুবসে শিরীন শরাব পিয়ো-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শীরীন}
- Bengali Word শিরিনজবান, শিরীনজবান English definition [শিরিন্জবান্] (বিশেষ্য) সুভাষণ; মিষ্টি ভাষণ (শমসের হতে কমজোর নয় শিরিন জবান জান তুমি-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) মিষ্টভাষী। {(ফারসি) শীরীন+ (ফারসি) জুবান}
- Bengali Word শিরিশ, শিরিষ ১ English definition [শিরিশ্] (বিশেষ্য) সিদ্ধ গলিত শৃঙ্গাদির আঠা। শিরিশ-কাগজ (বিশেষ্য) যে কাগজে সিরিশের সাহায্যে কাঁচচূর্ণ বা বালি লিপ্ত থাকে। এই কাগজ দিয়ে কাঠ সমৃণ করা হয়। {(ফারসি) সিরীশ}
- Bengali Word শিরীষ ২ English definition [শিরিশ্] (বিশেষ্য) এক প্রকার বৃক্ষ যার ফুল কোমল বলে প্রসিদ্ধ (শিরীষের মদির গন্ধ-মাহমুদা খাতুন সিদ্দিকা)। শিরীষ কুসুম (বিশেষ্য) শিরীষ ফুল (শিরীষকুসুম সমীরণ ভরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+ঈ(ঈষন্)}
- Bengali Word শিরোদেশ English definition [শিরোদেশ্] (বিশেষ্য) মস্তক; শীর্ষ; শিখর; অগ্রভাগ। শিরোধার্য (বিশেষণ) ১ মস্তকে ধারণীয়। ২ অবশ্য পালনীয় (যে আজ্ঞা করিবেন তাহাই অসন্দিহানচিত্তে শিরোধার্য করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ অতিশয় মান্য। {(তৎসম বা সংস্কৃত) শিরঃ+দেশ}
- Bengali Word শিরোনাম, শিরোনামা English definition [শিরোনাম্, শিরোনামা] (বিশেষ্য) ১ পত্রাদির উপরে লিখিত নামঠিকানা। ২ প্রবন্ধাদির নাম; পত্রিকা বা গণমাধ্যমের প্রধান সংবাদ (সংবাদ শিরোনাম); headline। {(তৎসম বা সংস্কৃত) শিরোনামন্>; (ফারসি) সার্নামহ}
- Bengali Word শিরোপা English definition [শিরোপা] (বিশেষ্য) ১ রাজদরবারে (সম্মানার্থে) প্রদত্ত মাথা থেকে পা পর্যন্ত পরিধেয় পোশাক। ২ উষ্ণীয়; পাগড়ি। ৩ (পরিবর্তিত অর্থে) পারিতোষিক; খেতাব; পুরস্কার; চ্যাম্পিয়নশিপ (এমন জরুরী খবর দিলে শিরোপা পাইব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। শিরোপা লড়াই (ক্রিয়া) খেতাবের লড়াই; চ্যাম্পিয়নশিপের যুদ্ধ। {(ফারসি) সর্আপা}