শ পৃষ্ঠা ১৬
- Bengali Word শাহিন English definition [শাহিন্] (বিশেষ্য) সাদা বাজপাখি (শাহীন শিকার তার তুলে যেমন হিকমতে-ফররুখ আহমদ)। {(ফারসি) শাহীন}
- Bengali Word শাহিনামা, শাহীনামা English definition [শাহিনামা] (বিশেষ্য) রাজকীয় আদেশপত্র; ফরমান (তথায় উপস্থিত হইয়া বিশেষ ভক্তি সহকারে শাহীনমাখানি পাঠ করিলেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) শাহীনামহ্}
- Bengali Word শাহিপ্রাসাদ, শাহীপ্রাসাদ English definition [শাহিপ্রাশাদ্] (বিশেষ্য) রাজপ্রাসাদ (কি অধিকারে তুমি দখল করে আছো এই শাহী প্রাসাদ-আকবরউদ্দীন)। {(ফারসি) শাহী+ (তৎসম বা সংস্কৃত) প্রাসাদ}
- Bengali Word শাহিমুকুট, শাহীমুকুট English definition [শাহিমুকুট্] (বিশেষ্য) রাজমুকুট (এমাম হাসান এক্ষণে স্বয়ং মদিনার সিংহাসনে বসিয়া শাহীমুকুট শিরে ধারণ করিয়াছেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) শাহী+ (তৎসম বা সংস্কৃত) মুকুট}
- Bengali Word শাহিরগ English definition [শাহিরগ্] (বিশেষ্য) গ্রীবাদেশের প্রধান রগ; শাহরগ; jugular vein (অধীশ্বরের সান্নিধ্য অনুভব করে নিজের ঘাড়ের শাহীরগ অপেক্ষাও নিকটে-মাহবুব-উল-আলম)। {(ফারসি) শাহ্রগ্}
- Bengali Word শাড়ি, শাড়ী English definition [শাড়ি] (বিশেষ্য) স্ত্রীলোকের বস্ত্রবিশেষ (চলে নীল শাড়ী নিঙাড়ি নিঙাড়ি পরাণ সহিত মোর-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শাটী> (প্রাকৃত)সাডী>}
- Bengali Word শায়ক English definition [শায়োক্] (বিশেষ্য) শর; বাণ; তীর (কি দোষ পাইয়া বিশেষ শায়ক হানিলে-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) √শী+অক(ণ্বুল্)}
- Bengali Word শায়িত English definition [শায়িতো] (বিশেষণ) ১ শয়ন করানো হয়েছে এমন। ২ ‘শুয়ে আছেন’ অর্থে ‘শায়িত’ শব্দের প্রয়োগ প্রচলিত কিন্তু ব্যাকরণভাবে শুদ্ধ নয় এমন। শায়িতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শী+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word শায়েস্তা, সায়েস্তা English definition [শায়েস্তা] (বিশেষণ) ১ সুষম; শোভন। ২ শিক্ষাপ্রাপ্ত; শিষ্ট; বিনীত। ৩ শাস্তিপ্রাপ্ত; জব্দ (পুলিসে দিন মশায়, সায়েস্তা হোক-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ দমিত; শাসিত। ২ যোগ্য; উপযুক্ত; সঙ্গত (শায়েস্তা জবাব)। {(ফারসি) শায়িস্তহ্}
- Bengali Word শিং, শিঙ English definition [শিঙ্] (বিশেষ্য) পশুর মাথার দীর্ঘ শক্ত ও তীক্ষ্ণ হাড়বিশেষ; শৃঙ্গ।। শিং দেখানো (ক্রিয়া) আক্রমণের ভীতি প্রদর্শন। শিং ভেঙে বাছুরের দলে ঢোকা বা ভেড়া (ক্রিয়া) বয়স্ক বা প্রাচীন হওয়া সত্ত্বেও আত্মমর্যাদা নষ্ট করে তরুণদের সঙ্গে মেশা। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ>}
- Bengali Word শিংশপা English definition [শিঙ্শপা] (বিশেষ্য) শিশুগাছ। {(তৎসম বা সংস্কৃত) শিংশপা}
- Bengali Word শিউরন, শিউরনো English definition ⇒ শিহরন
- Bengali Word শিউলি English definition [শিউলি] (বিশেষ্য) শেফালি গাছ; ঐ গাছের ফুল (শিউলি ফোটার লগ্নে মধুর শরৎ তুমি এলে)। {(তৎসম বা সংস্কৃত) শেফালি>}
- Bengali Word শিক English definition ⇒ সিক
- Bengali Word শিককাবাব English definition [শিক্কাবাব্] (বিশেষ্য) মশলা মাখানো মাংস শিকে গেঁথে গনগনে কয়লার আগুনের উপরে রেখে প্রস্তুত খাদ্য (শিককাবাব করে খাব-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) সিককবাব}
- Bengali Word শিকদার ১ English definition [শিক্দার্] (বিশেষ্য) ১ ‘শিক’ পরগনার মতো ভূমিরাজস্ব আদায় এলাকা; zone। ঐ এলাকার রাজস্ব আদায়ের ও প্রশাসনের দায়িত্বে নিযুক্ত কর্মচারীই শিকদার। ২ যারা পূর্বে শিক-বন্দুক বা ছড়ি-বন্দুক ব্যবহার করতো। ৩ শান্তিরক্ষক কর্মচারী। ৪ বংশীয় পদবিবিশেষ। {(আরবি) সীখ+ (ফারসি) দার=}
- Bengali Word শিকদার ২ English definition [শিক্দার্] (বিশেষ্য) বিভাগীয় রাজস্ব আদায়কারী কর্মচারী। {(আরবি) শিক+ (ফারসি) দার}
- Bengali Word শিকনি English definition [শিক্নি] (বিশেষ্য) নাসারন্ধ্র থেকে বহির্গত শ্লেষ্মা; পোঁটা। {(তৎসম বা সংস্কৃত) শিঙ্ঘাণ>}
- Bengali Word শিকম, শিকমা English definition [শিকম্, শিক্মা] (বিশেষ্য) পেটের ঘের বা মাপ। {(ফারসি) শিকম}
- Bengali Word শিকরা, শিকরে English definition [শিক্রা, শিকরে] (বিশেষ্য) শিকারি পাখিবিশেষ; তুর্কি বাজ। {(আরবি) শকর}