শ পৃষ্ঠা ১৮
- Bengali Word শিখন English definition ⇒ শেখা
- Bengali Word শিখর English definition [শিখর্] (বিশেষ্য) চূড়া; শীর্ষদেশ; উপরিভাগ। ২ পর্বত শৃঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) শিখা+র}
- Bengali Word শিখরী(-রিন্) English definition [শিখোরি] (বিশেষ্য) ১ চূড়া বা শৃঙ্গ আছে যার; পর্বত (মানস সকাশে শোভে কেলাস শিখরী-মাইকেল মধূসূদন দত্ত)। ২ পার্বত্য দুর্গ। ৩ বৃক্ষ; গাছ। ৪ শিখরবিশিষ্ট। শিখরিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ চূড়াবিশিষ্ট; পর্বত। ২ একটি সংস্কৃত ছন্দের নাম। {(তৎসম বা সংস্কৃত) শিখর+ইন্(ইনি)}
- Bengali Word শিখা ১ English definition [শিখা] (বিশেষ্য) ১ চূড়া; শিখর; শীর্ষদেশ। ২ টিকি; চৈতন্য। ৩ আগুনের শিষ বা অগ্রভাগ; ময়ূর। {(তৎসম বা সংস্কৃত) √শিী+খ+আ(টাপ্)}
- Bengali Word শিখা ২ English definition ⇒ শেখা
- Bengali Word শিখী(-খিন্) English definition [শিখি] (বিশেষ্য) ময়ূর; শিখণ্ডযুক্ত প্রাণী। শিখিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ময়ূরী (শিখিবৃন্দ অশ্বত্থের সাথে নাচিছে শিখিনী সনে-কায়কোবাদ)। শিখীধ্বজ, শিখীবাহন (বিশেষ্য) দেবসেনাপতি কার্তিকেয়। {(তৎসম বা সংস্কৃত) শিখা+ইন্(ইনি)}
- Bengali Word শিঙ English definition ⇒ শিং
- Bengali Word শিঙ্গা, শিঙা English definition [শিঙ্গা, শিঙা] (বিশেষ্য) ফুঁ দিয়ে বাজানোর জন্য শিং বা ধাতু দ্বারা তৈরি এক প্রকার বাদ্যযন্ত্র বিষাণ; horn; tumpet। শিঙ্গা ফোঁকা (ক্রিয়া) মরা; মারা যাওয়া; শেষ নিঃশ্বাস বের করে দেওয়া; পরলোক গমন করা। শিঙ্গাবাদন দিন (বিশেষ্য) কিয়ামতের দিন (ঐ শিঙ্গাবাদন দিন পর্যন্ত অক্ষয়রূপে স্থায়িত্বের উপায় বিধান করুন-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ>}
- Bengali Word শিঙ্গার English definition [শিঙ্গার্] (বিশেষ্য) নায়ক-নায়িকার মিলনসজ্জা বা বেশবিন্যাস। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গার>}
- Bengali Word শিঙ্গাড়া, শিঙাড়া English definition [শিঙ্গাড়া, শিঙাড়া] (বিশেষ্য) ১ মশলা মিশানো আলু, কপি প্রভৃতির পুর দেওয়া ময়দার তৈরি তেকোনা তেলে ভাজা খাদ্যবিশেষ। ২ পানিফল। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গাটক>}
- Bengali Word শিঙ্গি, শিঙি English definition [শিঙ্গি, শিঙি] (বিশেষ্য) মাথায় দুই দিকে বিষাক্ত কাঁটাযুক্ত মাগুরজাতীয় মৎসবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গী>}
- Bengali Word শিঙ্ঘাণ English definition [শিঙ্ঘান্] (বিশেষ্য) নাসামল; নাকের পোঁটা; শিকনি। ২ লৌহমল; মরিচা। {(তৎসম বা সংস্কৃত) √শিঙ্ঘ্+আণক>}
- Bengali Word শিঞ্জন, শিঞ্জিত ১ English definition [শিন্জন্, শিন্জিতো] (বিশেষ্য) নুপুর ইত্যাদির ধ্বনি; অলঙ্কারের শব্দ (গহনার শিঞ্জন নেই প্রেক্ষাকক্ষে-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) √শিঞ্জ্+অন(ল্যুট্), ত(ক্ত)}
- Bengali Word শিঞ্জিত ২ English definition [শিন্জিতো] (বিশেষণ) মুখর; শব্দকারী (নূপুর-শিঞ্জিত পদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। শিঞ্জিনিকা (বিশেষ্য) নূপুরের ধ্বনি বা শব্দ। শিঞ্জিনী (বিশেষ্য) ১ নূপুর। ২ ধনুর্গুণ বা ধনুকের ছিলা। (তৎসম বা সংস্কৃত) √শিঞ্জ্+ত(ক্ত)}
- Bengali Word শিট English definition [শিট্] (বিশেষ্য) চওড়া ও পাতলা পাতখণ্ডবিশেষ (কাগজের শিট, টিনের শিট)। {(ইংরেজি) sheet}
- Bengali Word শিটকিনি English definition ⇒ ছিটকিনি
- Bengali Word শিটা, শিঠা English definition [শিটা, শিঠা] (বিশেষ্য) গাদ; ক্বাথ; কাইট। {(তৎসম বা সংস্কৃত) শিষ্ট>}
- Bengali Word শিটি English definition ⇒ সিটি
- Bengali Word শিটে English definition ⇒ শিটা
- Bengali Word শিঠা English definition ⇒ শিটা