থ পৃষ্ঠা ৮
- Bengali Word থোব ((ব্রজবুলি)) English definition [থোব্] (বিশেষ্য) ১ চড়-থাপ্পড় (সাপিনীরে দেয় থোব-চণ্ডীদাস)। ২ ছোলা। {(তৎসম বা সংস্কৃত) √স্থাপি>থাপ>}
- Bengali Word থোবা ১ English definition ⇒ থোওয়া
- Bengali Word থোবা ২ English definition [থোবা] (ক্রিয়া) থোবে; রাখবে (তুচ্ছ খোঁপায় বেঁধে থোবা-রাপ্র)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>}
- Bengali Word থোবড়া (প্রাব.) English definition [থোব্ড়া] (ক্রিয়া) থাপ্পড় দ্বারা চ্যাপটা করা। থোবড়ান ক্রি। {থাপ্পড়>}
- Bengali Word থোর ১, থোরা, থোরি ((ব্রজবুলি)) English definition [থোর্, থোরা, থোরি] (বিশেষণ) অল্প; একটু সামান্য; কিঞ্চিৎ (থোরি দরশনে আশা না পুরল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) স্তোক>;(হিন্দি) থোড়া}
- Bengali Word থোর ২ English definition ⇒ থোড়
- Bengali Word থোলো English definition ⇒ থলো
- Bengali Word থোড়, থোর English definition [থোড়্, থোর্] (বিশেষ্য) ১ কলাগাছের কাণ্ডস্থ সারাংশ যা থেকে মোচা উৎপন্ন হয় (ধর সন্ধ্যাবাতি থোড়ের মতো সাদা ভিজে হাতে-জীবনানন্দ দাশ)। ২ ধানগাছ থেকে শিষ উৎপন্ন হওয়ার অবস্থা; বিকাশোন্মুখ ধান্যমুকুল। থোড়াল (বিশেষ্য) ১ থোড়াযুক্ত। ২ মসৃণ ও মোটা। {(প্রাকৃত) থোরো>}
- Bengali Word থোড়া ১ English definition [থোড়া] (বিশেষণ) অল্প; কিঞ্চিৎ; সামান্য; অতিসামান্য; অত্যল্প (তোমার সাথে মোর থোরা বাতচিত্ আছে-মাইকেল মধুষূদন দত্ত)। থোড়াই (ক্রিয়াবিশেষণ) মোটেই না; একটুও না; সামান্য পরিমাণও না; আদৌ না (সে তো তাতে থোড়াই ডরায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। থোড়াই কেয়ার করা (ক্রিয়া) কিছুমাত্র ভয় বা গ্রাহ্য না করা। {(তৎসম বা সংস্কৃত) স্তোক>;(হিন্দি) থোড়া}
- Bengali Word থোড়া ২ English definition ⇒ থুড়া
- Bengali Word থোয়া English definition ⇒ থোওয়া
- Bengali Word থ্যাংক, থ্যাঙ্ক English definition [থ্যাঙ্ক্] (বিশেষ্য) ধন্যবাদ; শুকরিয়া (শত সহস্র ধন্যবাদ, হাজার থ্যাঙ্ক-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) thank}
- Bengali Word থ্যাক, থ্যাক English definition [থ্যাক্থ্যাক্] (অব্যয়) পচা কাদাযুক্ত স্থান বা পচা ঘা সম্পর্কিত (ঘা থ্যাক-থ্যাক করছে)। থ্যাকথেকে (বিশেষণ) থ্যাক থ্যাক করছে এমন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word থ্যাঙ্ক English definition ⇒ থ্যাংক
- Bengali Word থ্যাতলানো, থ্যাঁতলানো English definition ⇒থেঁত
- Bengali Word থ্যাপ থ্যাপ English definition [থ্যাপ্থ্যাপ্] (অব্যয়) থপ থপ হতেও নরম। থ্যাপথেপে (বিশেষণ) একান্ত নরম; কোনোরূপ আকার দেবার অযোগ্য। {থপথপ}
- Bengali Word থ্যাবড়া English definition ⇒ থেবড়া
- Bengali Word থ্রু English definition [থ্রু] (অব্যয়) ১ মধ্য; ভিতর। ২ মধ্যম (তোর চিঠিটা মশায়ের থ্রু দিয়ে কাল ..... এসে হাজির-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) এক টানা দূরগতিসম্পন্ন (থ্রু ট্রেন)। {(ইংরেজি) through}