থ পৃষ্ঠা ৪
- Bengali Word থালা, থাল English definition [থালা, থাল্] (বিশেষ্য) ধাতুনির্মিত চ্যাপটা পাত্র; খাবার বাসনবিশেষ। থালাবরতন (বিশেষ্য) বাসন- কোসন, থালাপাত্র ইত্যাদি (একসঙ্গে একঝাঁক থালা-বরতন পড়িয়া ভাঙ্গিয়া গেল-কাজী নজরুল ইসলাম)। থালি (বিশেষ্য) ছোট থালা। থালিকা (বিশেষ্য) থালা (সুবৃহৎ থালিকায় পায়সান্ন ভরি-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) স্থালী> থালি> থালা, থাল}
- Bengali Word থাসা English definition [থাসা] (ক্রিয়া) ১ ঠাসা; মথিত করা। ২ মর্দন করা; পানি প্রভৃতি মিশিয়ে মর্দন করা (পরোটা করার জন্য ময়দা থাসে)। ৩ গাদান। {(তৎসম বা সংস্কৃত) স্থাস্নু>}
- Bengali Word থাড় ((ব্রজবুলি)) English definition [থাড়্] (বিশেষ্য) দণ্ডায়মান। থাড়ি (অসমাপিকা ক্রিয়া)দাঁড়িয়ে (বাহুরি বেরি কাহে থাড়ি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) স্তব্ধ> (প্রাকৃত) থড্ড}
- Bengali Word থিওরি, থিয়োরি English definition [থিয়োরি] (বিশেষ্য) ১ মতবাদ। ২ সিদ্ধান্ত। ৩ অনুমান। ৪ নীতি। ৫ তত্ত্ব। {(ইংরেজি) theory}
- Bengali Word থিওসফি, থিয়সফি English definition [থিয়োসোফি] (বিশেষ্য) দিব্যজ্ঞান; ইশ্বরতত্ত্ব (হঠযোগে এবং থিয়সফির চর্চা করে-রাজশেখর বসু (পরশু))। {(ইংরেজি) theosophy}
- Bengali Word থিওসফিস্ট, থিয়সফিস্ট English definition [থিওসোফিস্ট] (বিশেষ্য) দিব্যজ্ঞানীব্যক্তি (হিন্দুধর্মের প্রতি থিওসফিস্টদের শ্রদ্ধা-আনিসুজ্জামান)। {(ইংরেজি) theosophist}
- Bengali Word থিকথিক English definition [থিক্থিক্] (অব্যয়) বিতৃষ্ণাজনক পদার্থ বা ক্ষুদ্র জীবের রাশীকৃতভাবে একত্র অবস্থানজ্ঞাপক (পোকা থিকথিক করে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word থিকা English definition (বিরল) (অব্যয়) থাকিয়া; থেকে। {থেকে>}
- Bengali Word থিত, থিতু, থিতি English definition [থিত্, থিতু, থিতি] (বিশেষণ) স্থিত; স্থায়ী; স্থিতি। {(তৎসম বা সংস্কৃত) স্থিত> থিত; (তৎসম বা সংস্কৃত) স্থিতি> থিতি; (বাংলা) থিত+ উ= থিতু}
- Bengali Word থিতানো, থিতনো English definition [থিতানো, থিতনো] (ক্রিয়া) ১ তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পাত্রের নিচে সঞ্চিত হওয়া; অপরিষ্কার বস্তুর নিচে পড়ে উপরে পরিষ্কার তরল পদার্থ অবস্থান করা। ২ ((আলঙ্কারিক)) মন্দীভূত হওয়া; ধীরত্যপ্রাপ্ত হওয়া; ক্রমে শান্ত হয়ে আসা (উৎসাহ থিতিয়ে আসছে)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত উভয় অর্থে। {(তৎসম বা সংস্কৃত) স্থিত> থিত+ আনো, অনো}
- Bengali Word থির English definition [থির্] (বিশেষণ) ১ স্থির; শান্ত (আর কি থির হবার যো আছে, হুজুর-কাজী ইমদাদুল হক; বাতাস এমন থির হয়ে আছে যে গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না-শামসুল হক)। ২ (বসবাস অর্থে) স্থায়ী। ৩ অব্যাকুল; ধীর। ৪ ধৈর্য (ছেলেটার একঘড়ি থির নেই)। {(তৎসম বা সংস্কৃত) স্থির> (প্রাকৃত) থির}
- Bengali Word থিল ((মধ্যযুগীয় বাংলা)) English definition [থিল্] (বিশেষণ) স্থির (থিল-পূরবঙ্গ গীতিকা)। {(প্রাকৃত) থির>}
- Bengali Word থিসিস English definition [থিসিস্] (বিশেষ্য) নিবন্ধ; অভিসন্দর্ভ; গবেষণা গ্রন্থ (তার উপর থিসিস নিয়ে ডক্টরেট লাল করেন-ওবায়েদুল হক)। {(ইংরেজি) thesis}
- Bengali Word থিয়েটার English definition [থিয়েটার্] (বিশেষ্য) ১ নাট্যশালা; রঙ্গালয়; অভিনয়গৃহ; পেক্ষাগৃহ। ২ অভিনয় (তাহার পর থিয়েটার আরম্ভ হইয়া গেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। থিয়েটারওয়ালা (বিশেষ্য) ১ রঙ্গালয়ের মালিক; নাট্যশালার স্বত্বাধিকারী বা পরিচালক। ২ অভিনেতা; অভিনয়কারী; নট। থিয়েটারওয়ালি (বিশেষ্য) স্ত্রী অভিনেত্রী; অভিনয়কারিণী। থিয়েটারি (বিশেষণ) ১ অভিনয়কালে অভিনেতারা যেমন হাবভাব প্রদর্শন করে তেমন নাটুকেপনায় পূর্ণ। ২ প্রকৃত নয় এমন; কৃত্রিম (ওসব যেন নেহাৎ থিয়েটারী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ইংরেজি) theatre}
- Bengali Word থিয়োরি, থিওরি English definition [থিয়োরি] (বিশেষ্য) মতবাদ; সিদ্ধান্ত; অনুমান নীতি; তত্ত্ব (এই থিয়োরী আমার জানা ছিল-শওকত ওসমান)। {(ইংরেজি) theory}
- Bengali Word থু, থুঃ [থু English definition [থুহ্] (অব্যয়) ১ থুতু ফেলার শব্দ; নিষ্ঠীবন নিক্ষেপের শব্দ। ২ ঘৃণা প্রকাশ করে থুতু ফেলা বা ফেলার ভান করে শব্দ। ৩ ঘৃণা, নিন্দা ইত্যাদি প্রকাশক। ৪ ছিঃ; ধিক্। থু-থু (অব্যয়) ১ অবিরাম থুতু ফেলার আওয়াজ। ২ ছিঃ ছিঃ; ধিক ধিক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word থুক English definition [থুক্] (বিশেষ্য) থুথু/থুতু (থুক দেওয়া)। □ (অব্যয়) থুথু/থুতু ফেলার শব্দ (থুক করা)। {(তৎসম বা সংস্কৃত) থুৎ+কার>}
- Bengali Word থুক থুক English definition [থুক্থুক্] (অব্যয়) অসংখ্য কীট বা জীবাণুর বিতৃষ্ণাকর একত্র সমাবেশবাচক শব্দ (পোকা থুক থুক করছে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word থুক্কু English definition [থুক্কু] (অব্যয়) খেলায় অতি ক্ষণস্থায়ী বিরতিবাচক বা আপত্তিবাচক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) থুৎকার> (প্রাকৃত) থুক্ক}
- Bengali Word থুতকার, থুৎকার, থুতকুড়ি English definition [থুত্কার্, থুত্কার্, থুত্কুড়ি] (বিশেষ্য) ১ থুতু/থুথু ফেলা। ২ থুতু/থুথু শব্দ উচ্চারণ। ৩ ((আলঙ্কারিক)) ধিক্কার দেওয়া; ঘৃণা প্রকাশ করা। {(তৎসম বা সংস্কৃত) থুৎকার}