• Bengali Word থেঁতো, থেঁত English definition [থেঁতো] (বিশেষণ) ছেঁচা; পিষ্ট; কোটা; কুট্টিত। থেঁতানো, থেঁতলানো, থ্যাঁতলানো (ক্রিয়া) ছেঁচা; পিষ্ট করা; মর্দন করা; পিষে ফেলা। ২ উক্ত সকল অর্থে। মুখ থেঁতো করা, মুখ থেঁতো করে দেওয়া (ক্রিয়া) ১ আঘাতে মুখ ছেঁচে দেওয়া। ২ ((আলঙ্কারিক)) লজ্জা দিয়ে বা প্রহার করে বাক্‌রোধ করে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধূর্ত>}