থ পৃষ্ঠা ২
- Bengali Word থলথল English definition [থল্থল্] (অব্যয়) একই সঙ্গে স্থূলতা ও কোমলতার ভাবসূচক (পেটের মাংস থলথল করা)। থলথলে (বিশেষণ) স্থূল অথচ নরম (থলথলে মাটি ঠনঠনে লোহা অনায়াসে পারি সামলাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্থূল> (প্রাকৃত) থুল>}
- Bengali Word থলি, থলী, থলিয়া, থলে English definition [থলি, থলি, থলিয়া, থলে] (বিশেষ্য) ঝুলি; বোঝা; বস্তা; bag। থৈলা (আঞ্চলিক), থলিয়াতি, থলেট, থৈলতদার (বিশেষ্য) চোরেরা যার ঘরে চোরাই মাল রাখে। {(তৎসম বা সংস্কৃত) স্থলী>থলী, থলি+ইয়া>এ}
- Bengali Word থলো, থোলো English definition [থোলো] (বিশেষ্য) গোছা; গুচ্ছ; স্তবক; থোকা (থোলো থেলো ফুলে ছেয়ে যেত-অবনীন্দ্রনাথ ঠাকুর) । {(তৎসম বা সংস্কৃত) স্তর>থর>(বাংলা) থল+ইয়া>ও}
- Bengali Word থসথস English definition [থশ্থশ্] (অব্যয়) অনুকার শব্দ; আর্দ্রতা ও শৈথিল্যবাচক শব্দ। থসথসে (বিশেষ্য) ভেজা ও শিথিল। □ (বিশেষণ) অদৃঢ়; যা মজবুত নয়; দুর্বল। {ধ্বন্যাত্মক}
- Bengali Word থা ৩ English definition [থা] (অব্যয়) অন্যথা (রাজার ঘরে হইব বিয়া তায় নাহি থা-ময়মনসিংহ গীতিকা.)। {(তৎসম বা সংস্কৃত) স্থান> থান>থা}
- Bengali Word থা ৪ English definition ⇒ থই
- Bengali Word থাই English definition ⇒ থই
- Bengali Word থাউকা, থাইকো, থাওকা English definition [থাউকা, থাইকো, থাওকা] (বিশেষণ) থোক অংশ বা ভাগ হিসেবে; মোটের উপর; থোকে (থাউকো দরে আদর করে অমানুষের দল বেড়েছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্তবক>}
- Bengali Word থাক ১ English definition [থাক্] (বিশেষ্য) ১ শ্রেণি; স্তর; স্তবক (থাকে থাকে সজ্জিত। তের থাক পালঙ্গে মধুমালা নিঝুম ঘুম যায়-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ তাক; দেওয়াল; আলমারি প্রভৃতিতে জিনিসপত্রাদি রাখার জন্য খাঁজবিশেষ (গাঁজার হুকা একবার এ থাকার পাশ মেরে ও থাকে গেল-কালীপ্রসন্ন সিংহ)। থাক কাটা (বিশেষ্য) ১ শ্রেণিতে বা ভাগে বিভক্ত। □ (বিশেষ্য) পৈঠার মতো স্তর বাঁধা। থাকবন্দী (বিশেষণ) ১ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত। ২ স্তরে স্তরে সজ্জিত। {(তৎসম বা সংস্কৃত) স্তবক>}
- Bengali Word থাক ২ English definition [থাক্] (ক্রিয়া) ১ থাকুক (থাক সে কথা তুলে আর কাজ নেই)। ২ অবস্থিতি করুক (সুখে থাক)। থাকন (বিশেষ্য) অবস্থান; স্থিতি। থাকনা (অব্যয়) ১ থাকুক না; রহুক না; তাতে কোনো প্রয়োজন নেই (আহা থাক না, না-হয় না যাবে)। ২ থাকুক (আজ থাক না কাল এটা করবো)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>(প্রাকৃত) থক্ক>}
- Bengali Word থাকবস্তি English definition [থাক্বোস্তি] (বিশেষ্য) জমির সীমা প্রভৃতি নির্ধারণ বা স্থিরীকরণ। {(হিন্দি) থোকবস্ত}
- Bengali Word থাকা English definition [থাকা] (ক্রিয়া) ১ বসবাস করা (সে ঢাকায় থাকে)। ২ কাটানো; অবস্থান করা (বাহিরে বা ঘরে থাকা)। ৩ বেঁচে বা জীবিত থাকা (বাপ থাকতে ভাবনা কি?)। ৪ কাল যাপন করা; দিন কাটানো (দুঃখে-কষ্টে থাকা)। ৫ দখলে থাকা (জমি বা সম্পত্তি থাকা)। ৬ টেঁকা; (মন) বসা (সংসারে মন থাকা)। ৭ উপস্থিত বা বর্তমান বা বিদ্যমান থাকা (তুমি থাকলে ভালোই হতো)। ৮ রক্ষা পাওয়া; বাঁচা; রক্ষিত বা পালিত হওয়া (জীবন থাকা; কথা বা মন থাকা)। ৯ জমা রহা (টাকা থাকে না, কথা থাকে)। ১০ স্মরণ থাকা (তোমার কথা মনে থাকবে)। ১১ প্রতিষ্ঠিত বা ঠিক থাকা (ধর্ম বা জাতি থাকা)। ১২ পড়ে বা বসে থাকা (তুমিই বা আর থাক কেন)। ১৩ যুক্ত থাকা (আমি কোনো কথায় থাকতে চাইনে)। ১৪ অভ্যস্ত হওয়া (আমি রোজ হেঁটে থাকি)। ১৫ সঙ্গে বা একসঙ্গে থাকে। ১৬ বর্জন করা; বাদ দেওয়া (ও কথা এখন থাক, সে থাক তুমিই বল)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। থাকাথাকি (বিশেষ্য) ১ অবস্থান; বর্তমানতা। ২ থাকা ও না থাকা; অবস্থিতি ও গমন। থেকে থেকে/থাকিয়া থাকিয়া (ক্রিয়াবিশেষণ) কিছু সময় পর পর; মধ্যে মধ্যে। অন্ধকারে থাকা, ঘুমিয়ে/ঘুমাইয়া থাকা (ক্রিয়া) ((আলঙ্কারিক)) অজ্ঞ বা অজ্ঞাত থাকা; না জানা। ডুবে থাকা/ডুবিয়া থাকা (ক্রিয়া) ১ আচ্ছন্ন বা মগ্ন বা অভিভূত হয়ে থাকা (মদে ডুবে থাকা)। ২ অত্যন্ত অভিভূত বা ভারাক্রান্ত হওয়া (বেদনায় ডুবে থাকা)। {√থাক্+ আ}
- Bengali Word থাকানো English definition [থাকানো] (ক্রিয়া) থাক্ ধাতুর ণিজন্ত রূপ। অন্যকে অবস্থান করানো। {(বাংলা) √থাক্+ আনো}
- Bengali Word থাতা English definition [থাতা] (ক্রিয়া) রাখা; স্থিত করা; শান্ত করা। {(তৎসম বা সংস্কৃত) √স্থা}
- Bengali Word থাতানো English definition [থাতানো] (ক্রিয়া) ১ সুস্থিরকরণ; থিতানো। ২ শান্ত করা। {(তৎসম বা সংস্কৃত) স্থিত> থিত+ আনো>}
- Bengali Word থাতামুথা, থাতামুতা English definition [থাতামুথা, থাতামুতা] (বিশেষ্য) ১ ঘাসপাতা। ২ অতি সামান্য; কোনোরূপে সামান্য ঠেকা দেওয়া। ৩ মিথ্যা আশ্বাস। ৪ কোনো প্রকারে কার্যসাধন চেষ্টা; সংক্ষেপ (থাতামুতা দিয়ে কাজ হবে না)। {পাতা> থাতা+ মোথা (ঘাসের শিকড়)> মুথা> মুতা}
- Bengali Word থান ১ English definition [থান্] (বিশেষণ) ১ অখন্ড; গোটা; আস্ত (আবার উড়তে লাগল থান ইট-সৈয়দ শামসুল হক)। ২ পাড়শূন্য (থান কাপড়)। □ (বিশেষ্য) একবারে বোনা বস্ত্রখণ্ড; অখণ্ড বস্ত্র (জামার থান)। ২ পাড়শূন্য সাদা ধুতি (হঠাৎ দেখি এক চোখ ঝলসানো সুন্দরী, বিধবার থান পরে-সৈয়দ মুজতবা আলী)। ৩ জমাট (চারিধারে রক্ত জমিয়া থান বাঁধিয়াছে-মউআ)। ৪ জমাট খণ্ড (এই রস দিয়ে রোজ ভোরে হয় পাটলি গুড়ের থান-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) স্তবক> থান}
- Bengali Word থান ২ English definition [থান্] (বিশেষ্য) ১ স্থান; আশ্রয়; নীড় (নদী তীরে ওরা পাতার কুটীরে গড়েছে সুখের থান-জসীমউদ্দীন)। ২ পীঠস্থান; তীর্থস্থান (বাবার থান)। ৩ নিকট; ঠাঁই (ধর্ম থানে পাইব মুকতি-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) স্থান>
- Bengali Word থানকুনি, থানকুঁড়ি, থালকুঁড়ি English definition [থান্কুনি, থানকুঁড়ি, থাল্কুঁড়ি] (বিশেষ্য) ঔষধে ও ব্যঞ্জনে ব্যবহৃত শাকবিশেষ। {(তুলনীয়) ও. থলকুঁড়ি; (তৎসম বা সংস্কৃত) মাণ্ডুকপণী}
- Bengali Word থানা English definition (বিশেষ্য) ১ অবস্থান বা বাসস্থল; আশ্রয়স্থান (সৈন্যের থানা)। ২ সৈন্য সমাবেশ; ছাউনি; শিবিরে সন্নিবেশ (চারিধার ঘিরিয়া রাজকটকের থানা-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৩ পুলিশের দপ্তর; কোতোয়ালি। থানাজাত (বিশেষণ) অবস্থানরত; আস্তানা গেড়ে আছে এমন (থানাজাতে সৈন্য মুরচাবন্দি করিয়া-রাজশেখর বসু (পরশু))। থানাদার (বিশেষ্য) পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা, পুলিশের সাব-ইন্সপেক্টর। থানা দেওয়া (ক্রিয়া) ১ যুদ্ধ করার জন্য সসৈন্যে অবস্থান বা অবরোধ করা (থানা দিয়া পূর্ব্ব দ্বারে-মাইকেল মধুষূদন দত্ত)। থানা পুলিশ করা (ক্রিয়া) ১ সাহায্য লাভের জন্য পুনঃপুন ও বারংবার থানায় যাওয়া আসা। ২ মামলা মোকদ্দমা করা। {স্থান> থান+(বাংলা) আ}