থ পৃষ্ঠা ৩
- Bengali Word থাপ English definition [থাপ্] (বিশেষ্য) করতলের চাপ; থাবড়া; চাপড়। □ (ক্রিয়া) রাখা; স্থাপন করা। {(তৎসম বা সংস্কৃত) স্থাপি> (প্রাকৃত) থপ্প>}
- Bengali Word থাপক (মব.) English definition [থাপোক্] (বিশেষণ) প্রতিষ্ঠাতা; স্থাপনকারী। {(তৎসম বা সংস্কৃত) স্থাপক>}
- Bengali Word থাপন ((মধ্যযুগীয় বাংলা)) English definition [থাপোন্] (বিশেষ্য) ১ স্থাপন; প্রতিষ্ঠা কেরিলা থাপন-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ]। ২ মাটিতে হাতের ভর দিয়ে (থ্যাবড়া মেরে) বসা। {(তৎসম বা সংস্কৃত) স্থাপন>}
- Bengali Word থাপরি English definition [থাপ্রি] (বিশেষ্য) করতালি (পাছে পাছে শিশুগণে থাপরি বাজাএ-হবি)। {থাপর+ই}
- Bengali Word থাপি, থাপী English definition [থাপি] (বিশেষ্য) (কুম্ভকারদের কাদা পেটার অথবা ছাদ পেটার) যে পিটনা দিয়ে হাঁড়ি-কলসির কাদা বা ছাদ পেটানো হয়। {(তুলনীয়) (হিন্দি) থাপি}
- Bengali Word থাপ্পড় English definition ⇒ থাপড়
- Bengali Word থাপড়, থাপ্পড়, থাপড়া, থাবড়, থাবড়া English definition [থাপোড়্. থাপ্পড়্, থাপ্ড়া, থাবোড়্, থাব্ড়া] (বিশেষ্য) ১ চড়; করতল-প্রহার; চপেটাঘাত (আমিও তখন থাপ্পড়ের চোটে তার দুলালী বেড়াল-বাচ্চাকে ত্রি-ভূবন দেখিয়ে দিতাম-কাজী নজরুল ইসলাম; আমিও বাগিয়ে থাপড়-কাজী নজরুল ইসলাম; দুই বাচ্চাকে দুই থাপ্পড় দিয়ে ছাড়িয়ে দিন-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ থাবা (দিদিমা তাই থাবড়া মেরে ধ্যাবড়া করেছেন- নই)। থাবড়ানো, থাপড়ানো (ক্রিয়া) থাপ্পড় বা চড় মারা; চপেটাঘাত করা। {(প্রাকৃত) থপ্প> (বাংলা) থাপড়}
- Bengali Word থাপয়ে ((ব্রজবুলি)) English definition [থাপোয়ে] (ক্রিয়া) স্থাপন করে; রেখে (থাপয়ে চিত-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √স্থাতি>}
- Bengali Word থাবা English definition [থাবা] (বিশেষ্য) ১ চতুষ্পদ জন্তুর সম্মুখস্থ পদদ্বয়; পদতল। ২ পাঞ্জা; করতল। ৩ করতলে যে পরিমাণ ধরে (এক থাবা মাটি)। থাবা দেওয়া, থাবা মারা (ক্রিয়া) ১ থাবানো। ২ জবরদস্তি করে কিছুটা তুলে নেওয়া। থাবানো (ক্রিয়া) থাবা দিয়ে আঘাত করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) স্থাপ> থাপ> থাব+আ}
- Bengali Word থাবড়, থাবড়া English definition ⇒ থাপড়
- Bengali Word থাবড়ি English definition [থাব্ড়ি] (বিশেষ্য) ১ দুই করতলের উপর ভর দিয়ে মাটিতে সমস্ত দেহভার স্থাপন করে উপবেশন; squatting। ২ থাবা। ৩ ঝাঁপিয়ে পড়ে থাবা দিয়ে গ্রহণ (থাবড়ি মেরে নেওয়া)। থাবড়ানো, থাপড়ানো (ক্রিয়া) ২ চড় মারা। ২ ধমক দেওয়া। ৩ শাসন করা। {(তৎসম বা সংস্কৃত) স্থপুট>}
- Bengali Word থাম, থাম্বা, খাম্বা English definition [থাম্, থাম্বা, খাম্বা] (বিশেষ্য) ১ স্তম্ভ; খুঁটি। ২ অবলম্বন। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভ>(প্রাকৃত) থম্ব>}
- Bengali Word থামা English definition [থামা] (ক্রিয়া) ১ অগ্রসর না হওয়া; নিশ্চল হওয়া (ট্রেন থামল)। ২ চুপ করা; নীরব হওয়া (থামো, বাজে কথা বোলো না)। ৩ বিরত বা ক্ষান্ত হওয়া (কান্না থামাও)। ৪ নিবৃত্ত বা নিরন্ত হওয়া (এখনই থামলে কেন)। ৫ বন্ধ বা রোধ হওয়া (বৃষ্টি থামা)। ৬ ব্যস্ত না হওয়া; বিলম্ব করা; সবুর করা (থামো, দেখি কী হয়)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। থামানো (ক্রিয়া) ১ গতিরোধ করা; নিস্তব্ধ করা। ২ নীরব করানো। ৩ ক্ষান্ত বা বন্ধ করা। ৪ শান্ত বা ঠাণ্ডা করা; সান্ত্বনা দেওয়া। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √স্তন্ভ্>}
- Bengali Word থামাল English definition [থামাল্] (বিশেষ্য) ১ একটানা সোজাসুজি গাঁথনি; খাড়া গাঁথনি। ২ থামের আগা। {মাথাল> (বর্ণ বিপর্যয়ে) থামাল}
- Bengali Word থাম্বা English definition ⇒ থাম
- Bengali Word থার ((ব্রজবুলি)) English definition [থার্] (বিশেষ্য) থাল; থালা (যো কিছু রহল থার পর-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) স্থাল> (প্রাকৃত) থাল> থার}
- Bengali Word থারমোমিটার, থার্মোমিটার English definition [থার্মোমিটার্] (বিশেষ্য) দেহতাপ নির্ণয়কারী বৈজ্ঞানিক যন্ত্র; তাপমান যন্ত্র (ঋতুগত থারমোমিটারের পারার মত-কালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) thermometer}
- Bengali Word থারি, থারী English definition [থারি] (বিশেষ্য) ((পদ্যে ব্যবহৃত)) ছোট থালা; থালি; স্থালী; পাত্রবিশেষ (ডাহিন হাতে বহে ফাগের থারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্থালী> থারী>}
- Bengali Word থার্ড English definition [থার্ড] (বিশেষ্য) তৃতীয়। থার্ড ক্লাস (বিশেষ্য) তৃতীয় শ্রেণি; রেলগাড়ির তৃতীয় শ্রেণির কামরা (থার্ড ক্লাসের পা-দানিতে ফের স্থান পেল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) third class}
- Bengali Word থার্মোমিটার English definition ⇒ থারমোমিটার