থ পৃষ্ঠা ৬
- Bengali Word থুরা English definition ⇒ থুড়া
- Bengali Word থুল English definition [থুল্] (বিশেষণ) মোটা। {(তৎসম বা সংস্কৃত) স্থূল>; (প্রাকৃত) থুল্ল>}
- Bengali Word থুৎকার English definition [থুত্কার্] (বিশেষ্য) ১ নিষ্ঠীবন বা থুতু নিক্ষেপের শব্দ। ২ নিষ্ঠীবন নিক্ষেপ; থুতু ফেলা। {(তৎসম বা সংস্কৃত) থুৎকার}
- Bengali Word থুৎনি English definition ⇒ থুতনি
- Bengali Word থুড়থুড়, থুত্থুড়, থুত্থুর, থুরথুর English definition [থুড়্থুড়্, থুত্থুড়্, থুত্থুর্, থুর্থুর্] (অব্যয়) ১ দুর্বলতা, রোগ, শঙ্কা, বার্ধক্য প্রভৃতির দরুন মৃদু অথচ ক্রমাগত কম্পনসূচক। ২ স্থবিরতাবাচক (থুত্থুর করা)। থুড়থুড়ে, থুড়থুড়ি, থুত্থুড়ি, থুরথুরে (বিশেষণ) ১ থুড়থুড় করছে এমন। ২ অত্যন্ত বৃদ্ধ (নীচেতে দাঁড়ায়ে এক বুড়ি থুড়থুড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word থুড়া, থোড়া, থুরা English definition [থুড়া, থোড়া, থুরা] (ক্রিয়া) ১ কুচি কুচি বা অতি ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটা। ২ ক্রমাগত আঘাতে ক্লিষ্ট বা প্রহারে জর্জরিত করা। ৩ ((আলঙ্কারিক)) তিরস্কারে বা ভর্ৎসনায় জর্জরিত করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) থুর্ব}
- Bengali Word থুড়ি, থুড়ী English definition [থুড়ি, থুড়ী] (অব্যয়) ১ শুধরিয়ে বা সামলিয়ে নেওয়ার প্রয়োজনে ব্যবহৃত শব্দ। ২ ভুলবশত কিছু বলে তা প্রত্যাহারসূচক শব্দ। থুড়ি থুড়ি (অব্যয়) কথার মধ্যে এভাবে বলে নিজের ভুল শোধরানো। {(প্রাকৃত) থড়ি>}
- Bengali Word থু’য়ে English definition [থয়ে] (অসমাপিকা ক্রিয়া)রেখে (হাতে থু’য়ে হাত-মহী)। {(তৎসম বা সংস্কৃত) স্থাপি>}
- Bengali Word থূর্ত English definition [থুর্তো] (বিশেষণ) বিনাশিত; নাশ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √থুর্ব্+ ত (ক্ত)}
- Bengali Word থেঁতো, থেঁত English definition [থেঁতো] (বিশেষণ) ছেঁচা; পিষ্ট; কোটা; কুট্টিত। থেঁতানো, থেঁতলানো, থ্যাঁতলানো (ক্রিয়া) ছেঁচা; পিষ্ট করা; মর্দন করা; পিষে ফেলা। ২ উক্ত সকল অর্থে। মুখ থেঁতো করা, মুখ থেঁতো করে দেওয়া (ক্রিয়া) ১ আঘাতে মুখ ছেঁচে দেওয়া। ২ ((আলঙ্কারিক)) লজ্জা দিয়ে বা প্রহার করে বাক্রোধ করে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধূর্ত>}
- Bengali Word থেই থেই English definition ⇒ ধেই ধেই
- Bengali Word থেও English definition [থেয়ো] (বিশেষ্য) পূর্বসঞ্চিত (থেও টাকা)। {(তৎসম বা সংস্কৃত) স্থিত> অপভ্র. স্থিতু> থিও>}
- Bengali Word থেকা English definition [থেকা] (বিশেষ্য) ঠেকনা। থেকান (বিশেষ্য) ১ যার দ্বারা আটকানো হয় বা ঠেকনা দেওয়া যায়। {ঠেকা>}
- Bengali Word থেকে ১ English definition [থেকে] (অব্যয়) ১ হতে/হইতে; from (ঘর থেকে, সেই থেকে)। ২ চেয়ে; তুলনা দ্বারা বড় বা ছোট নির্দেশ; অপেক্ষা (সবার থেকে বড়)। থেকে থেকে (অব্যয়) থেমে থেমে; মাঝে মাঝে (চোরা কটাক্ষে চাহে থেকে থেকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সময়ে সময়ে; কিছুকাল পর পর (এ সব পুরাতন ব্যাধি থেকে থেকে দেখা দেয়)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা> থা}
- Bengali Word থেকে ২ English definition [থেকে] (অব্যয়) থাকিয়া শব্দের কথ্য বা চলিত রীতির রুপ। {(তৎসম বা সংস্কৃত) √স্থা> থা}
- Bengali Word থেকো English definition [থেকো] (ক্রিয়া) থাকিও। □ (বিশেষ্য) ঠেকনা; অবলম্বন। □ (বিশেষণ) নিষিদ্ধ। {ঠেকা, ঠেকো}
- Bengali Word থেবড়া, থ্যাবড়া English definition [থ্যাব্ড়া] (বিশেষণ) ভোঁতা; চ্যাপটা; ছড়ানো। থেবড়ানো (ক্রিয়া) ১ ভোঁতা করা; চেপ্টা করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {√থেবড়া}
- Bengali Word থেলেনি English definition [থেলেনি] (বিশেষ্য) মসলা রাখার কড়াই। {(তৎসম বা সংস্কৃত) স্থালী>}
- Bengali Word থেলো English definition [থেলো] (বিশেষণ) বৃহৎ খোলযুক্ত (হুঁকা); ডাবা।(চণ্ডীমণ্ডপে বসিয়া থেলো হুঁকা টানিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) স্থালী>}
- Bengali Word থেহ, থেহা ১ ((ব্রজবুলি)) English definition [থেহো, থেহা] (বিশেষ্য) ১ ধৈর্য; স্থৈর্য (রহ নিজ চিত ধরি থেহ-চণ্ডীদাস)। দাঁগাবার স্থান (থেহ নাহি পায়নু-পদাবলি)। {(তৎসম বা সংস্কৃত) স্থৈর্য/স্থিত>(প্রাকৃত) থিঅ>}