থ পৃষ্ঠা ৫
- Bengali Word থুতনি, থুঁতনি, থুৎনি, থুতি, থুঁতি, থুথি English definition [থুত্নি, থুঁত্নি, থুত্নি, থুঁতি, থুথি] (বিশেষ্য) চিবুক (এই বলি বিদায় হইলা থুথি ধরি-ভারতচন্দ্র রায়গুণাকর; মেয়েটি জানালায় থুৎনি রেখে তেমনি বসে থাকে-মোঃ ওয়ালিউল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটি>}
- Bengali Word থুতু, থুথু English definition [থুতু, থুথু] (বিশেষ্য) নিষ্ঠীবন। {(তৎসম বা সংস্কৃত) থুৎ>}
- Bengali Word থুত্থুর English definition ⇒ থুরথড়
- Bengali Word থুত্থুর, থুত্থুড়ি, থুত্থুরে English definition ⇒ থুড়থুড়
- Bengali Word থুথি English definition ⇒ থুতনি
- Bengali Word থুথু English definition ⇒ থুতু
- Bengali Word থুন English definition [থুন্] (অব্যয়) থেকে (কোত্থুন আইছ)। {(তৎসম বা সংস্কৃত) স্থান> (বাংলা) থান>}
- Bengali Word থুপ ১ English definition [থুপ্] (অব্যয়) নরম অথচ স্থূল বস্তু পড়বার মৃদু শব্দ (থুপ করে বসা বা পড়া)। থুপ থুপ (অব্যয়) ১ পুনঃপুনঃ থুপ ধ্বনি (থুপ থুপ করে চলা)। ২ আছড়ে কাপড় কাচবার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word থুপ ২ English definition [থুপ্] (বিশেষ্য) স্তূপ; রাশি; ঢিপি; প্রচুর দ্রব্যের একত্র অবস্থান (থুপ করা, টাকার থুপ)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ> (প্রাকৃত) থুব>}
- Bengali Word থুপি, থুপী English definition [থুপি] (বিশেষ্য) ১ ছোট স্তূপ; ক্ষুদ্র গুচ্ছ; গুছি; রাশি। ২ কাপড়, তুলা বা ঘোড়াদি জীবজন্তুর লোম দ্বারা প্রস্তুত ক্ষুদ্র পুটুলিবিশেষ; puff (আলো হোপা চুপিচুপি নিয়ে পাউডার থুপি ফুল দিয়ে ফুল ঢেকেছে-সত্যেন্দ্রনাথ দত্ত। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
- Bengali Word থুব English definition [থুব্] (বিশেষ্য) ছোট আকারের গুচ্ছ। ২ থাক; স্তবক (সপুরট পাট খোপা থুব তিন তায়-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
- Bengali Word থুবা English definition [থুবা] (বিশেষ্য) গুচ্ছ। {(তৎসম বা সংস্কৃত) স্তবক>; (পালি) থবক>}
- Bengali Word থুবী English definition [থুবি] (বিশেষ্য) থ্যাবড়া; চড়-চাপড় (মুখে লাগে থুবী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ লেখার কালি শুকাবার বালি ইত্যাদির পুটলি। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
- Bengali Word থুবড়ন, থুবড়নো English definition ⇒ থুবড়ানো
- Bengali Word থুবড়া ১, থুবড়ো ১ English definition [থুব্ড়া, থুব্ড়ো] (বিশেষণ) ১ বেশি সময় অবধি অবিবাহিত; অনেক বয়স পর্যন্ত বিবাহ না হওয়া (সাত জন্ম থুবড়ো হয়ে থাকি সেও ভাল-দীনবন্ধু মিত্র)। ২ থুত্থুড়ে (গেলে কুড়ি থুবড় বুড়ি কেউ না ফিরে চায়-দীনবন্ধু মিত্র)।
- Bengali Word থুবড়া ২, থুবড়ো ২ English definition [থুব্ড়া, থুব্ড়ো] (বিশেষণ) অত্যন্ত বৃদ্ধ। থুবড়ি বিণ. (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স্থবির>}
- Bengali Word থুবড়ানো, থুবড়নো English definition [থু্ব্ড়ানো, থুব্ড়নো] (ক্রিয়া) নিচের দিকে মুখ করে পড়া; হুমড়ি খেয়ে বা উপুড় হয়ে পড়া; মুখ থুবড়ে পড়া (এক পাশে থুবড়াইয়া পড়িয়া কাঁপিতে লাগিল-শামসুদ্দীন আবুল কালাম)। {√থুবড়া+ আনো}
- Bengali Word থুবড়ি English definition (বিশেষণ) স্ত্রী। থুবড়া দেওয়া (ক্রিয়া) ১ বিবাহের পূর্বে শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব পাঠানো। {(তৎসম বা সংস্কৃত) স্থবির>; অথবা (তৎসম বা সংস্কৃত) অব্যূঢ়>}
- Bengali Word থুম English definition [থুম্] (বিশেষণ) নির্বাক; বাক্যহীন; অনড়; নিশ্চল (একটা কিছু বল এবং কর, থুম হয়ে থেকো না)। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভ>; (প্রাকৃত) থম্ভ> (বাংলা) থাম, থুম}
- Bengali Word থুরথুর, থুরথুরে English definition ⇒ থুড়থুড়