• Bengali Word থুড়া, থোড়া, থুরা English definition [থুড়া, থোড়া, থুরা] (ক্রিয়া) ১ কুচি কুচি বা অতি ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটা। ২ ক্রমাগত আঘাতে ক্লিষ্ট বা প্রহারে জর্জরিত করা। ৩ ((আলঙ্কারিক)) তিরস্কারে বা ভর্ৎসনায় জর্জরিত করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) থুর্ব}