• Bengali Word ঝাড়া English definition [ঝাড়া] (ক্রিয়া) ১ পরিষ্কার করা (ধুলো ঝাড়া)। ২ খালি করা (ঝুল ঝাড়া)। ৩ নিক্ষেপ করা; ছুড়ে মারা (মাথায় এমন এক এগারঞ্চি ঝাড়িব-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৪ মেটানো (গায়ের ঝাল ঝাড়া)। ৫ (ব্যঙ্গার্থ) বাগাড়ম্বর বা বাচালতা করা (বক্তৃতা ঝাড়া)। ৬ দূর করা (ঝেড়ে ফেলা, ভূত ঝাড়া)। ৭ আছড়ানো, বাছাই করা (ধান বা অনুরূপ শস্যাদি ঝাড়া)। □(বিশেষ্য) উপযুক্ত সকল অর্থে (আমার ওঝা আমারই মনটাকে নির্বিষ করিবার জন্য এত কড়া করিয়া ঝাড়া দিতেছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষণ) ১ পরিমার্জিত (ঝাড়া ধান)। ২ সম্পূর্ণ (ঝাড়া মুখস্থ)। ৩ একটানা (ঝাড়া দশ মিনিট-সৈয়দ মুজতবা আলী)। ঝাড়পোছ, ঝাড়পুছ, ঝাড়পোছা (বিশেষ্য) কোনো কিছু দ্বারা ধুলাবালি পরিষ্কারকরণ; সাফকরণ। ঝাড়াই (বিশেষ্য) পরিষ্কার করার বা ঝাড়ার কাজ। ঝাড়াই-বাছাই (বিশেষ্য) ধুলা মাটি ইত্যাদি উড়েয়ে পরিষ্কারকরণ ও নির্বাচন। ঝাড়া-ঝাপটা (বিশেষ্য) ঝক্কি; ঝামেলা (একেবারে ঝাড়া ঝাপ্টা হাল্কা হয়ে উড়ে যায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঝাড়ানো (ক্রিয়া) ১ পরিষ্কার করানো। ২ ওঝার দ্বারা ঝাড়ফুঁকের সাহায্যে রোগ, বিষ, ভূত প্রভৃতি দূর করানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঝাড়া হাত পা (বিশেষ্য) ঝামেলাশূন্য (বিয়ে করেছি তাই ঝাড়া হাত পা, যা ইচ্ছা করতে পারে)। {√ঝাড়্‌+আ}