ছ পৃষ্ঠা ৮
- Bengali Word ছামড়া English definition ⇒ ছেমড়া
- Bengali Word ছার English definition [ছার্] (বিশেষ্য) ১ ছাই; ক্ষার; ভস্ম। ২ তুচ্ছ বা নগণ্য লোক (তুমি কোন ছার)। ৩ অসার বস্তু (ছার হন্তে নির্মিয়া করএ পুনি ছার-সৈয়দ আলাওল)। □(বিশেষণ) ১ অধম; হেয়। ২ তুচ্ছ; নগণ্য। ৩ উৎসন্ন (ছারখার হয়েছে)। ৪ অসার (এ ছার সংসার)। ছার কপাল (বিশেষ্য) মন্দভাগ্য; পোড়া কপাল। ছার কপালী (স্ত্রীলিঙ্গ)। ছারকপালে (বিশেষ্য), (বিশেষণ) হতভাগ্য; অভাগা। ছারখার, ছারেখারে (বিশেষ্য) সর্বনাশ; ধ্বংস; অধঃপাত (নিমকহারামীর পাপে বাংলা ছারখার হইয়া গেল-আসকার ইবনে শাইখ)। □(ক্রিয়াবিশেষণ) উৎসন্ন; বিধ্বস্ত (সংসার গেল ছারেখার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষার>(প্রাকৃত) ছার>}
- Bengali Word ছারপোকা English definition [ছারপোকা] (বিশেষ্য) কীটবিশেষ; শয্যাকীট; মৎকুণ। {ছার+পোকা(<(তৎসম বা সংস্কৃত) পুত্তিকা)}
- Bengali Word ছার্তক English definition [ছার্তক্] (বিশেষ্য) অশ্বের চলনের ভঙ্গিবিশেষ (কেউ যান ছার্তকে কেউ যান কদমে কেউ যান দুলকি চালে-কাজী নজরুল ইসলাম)। {(তুর্কি)ছারতক}
- Bengali Word ছাল English definition [ছাল্] (বিশেষ্য) ১ চামড়ার উপরিভাগের পাতলা স্তর; ত্বক। ২ চামড়া; চর্ম। ৩ বাকল; বল্কল; খোসা। ছালট (বিশেষ্য) গাছের ছাল; বল্কল; বাকল। ছালটি (বিশেষ্য) শণ তিসি প্রভৃতির বাকল থেকে তৈরি সুতায় বোনা কাপড়। ছালতোলা (ক্রিয়া) ছাল ছাড়ানো; উপরের আবরণ অপসারণ করা। ছাল পাতলা (বিশেষণ) অসহিষ্ণু বা স্পর্শকাতর (এরূপ লোকের সঙ্গে আমাদের মত ছাল-পাতলা লোকের মিশ খায় না-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ছদ্+√লা+ই(কি)=ছল্লী; (তৎসম বা সংস্কৃত) শল্ল>ছল্ল>ছাল}
- Bengali Word ছালওয়া English definition [ছাল্ওয়া] (বিশেষ্য) ১ তিতির পাখির মতো শিকারের পাখি বিশেষ; quail। ২ মধু (আমাদের কাছে ওটা ছিল সান্না আর ছালওয়া-ছদরুদ্দীন)। {(আরবি) সল্বা}
- Bengali Word ছালট, ছালটি English definition ⇒ ছাল
- Bengali Word ছালন, ছালুন, সালন English definition [ছালন্, ছালুন্, সালন্] (বিশেষ্য) ব্যঞ্জন; তরকারি (ভাত ছালুন তুলে দিচ্ছেন-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(হিন্দি) সালন}
- Bengali Word ছালা ১ English definition [ছালা] (বিশেষ্য) ১ বস্তা; থলে (গাড়ী বোঝাই করে টাকার ছালা সকল মহাজন মহাশয়গণ পাঠাচ্ছেন-মীর মশাররফ হোসেন)। ২ চট (কত দড়ী দিয়া ছালা জড়াইয়া খুব কসিয়া বাঁধিলেন-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) ছল্ল/শল্ল>(পাট গাছের) ছাল+আ}
- Bengali Word ছালা ২ English definition [ছালা] (ক্রিয়া) ছাল বা চামড়া উঠানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {ছাল+আ}
- Bengali Word ছালামত English definition ⇒ সালামত
- Bengali Word ছালিক্য English definition [ছালিক্কো] (বিশেষ্য) নৃত্যবিশেষ (চক্ষু খুলে ব্রহ্মা দেখেন দেবতারা ছালিক্য নৃত্য করছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ছার>ছাল>}
- Bengali Word ছালেক English definition ⇒ সালেক
- Bengali Word ছাড় English definition ছাড় [ছাড়্] (বিশেষ্য) ১ বর্জন; পরিত্যাগ (ছাড় পাড়)। ২ অনুমতি (ছাড়পত্র)। ৩ মুক্তি। ৪ বিরাম; অবসর। ৫ খালাস মুক্তি বা গ্রহণ করার অনুমতিপত্র; ছাড়পত্র। ছাড়পত্র (বিশেষ্য) শুল্কমক্তি বা গমনাগমনের অনুমতিপত্র; passport; স্বীকৃতি (গদ্য কাব্য আজকাল ছাড়পত্র পেয়েছে সবার-রখাঁ)। {(তৎসম বা সংস্কৃত) √ছর্দ>(প্রাকৃত) ছড্ড>ছাড়}
- Bengali Word ছাড়া English definition [ছাড়া] (ক্রিয়া) ১ বর্জন করা; ত্যাগ করা; পরিত্যাগ করা (বাড়ি ছাড়া)। ২ বদলানো; পরিবর্তন করা (পোশাক ছাড়া)। ৩ যাত্রা করা; রওনা হওয়া (স্টিমার ছাড়া)। ৪ মুক্তি দেওয়া (জেল থেকে ছাড়া)। ৫ দূর হওয়া (চিন্তা ছাড়া)। ৬ নিষ্কৃতি দেওয়া (না খেয়ে ছাড়বো না)। ৭ উপেক্ষা করা; বাদ দেওয়া (ওর কথা ছেড়ে দাও)। ৮ শিথিল হওয়া; খোলা (বাঁধন ছাড়া)। ৯ স্বর উচ্চে তোলা (গলা ছেড়ে ডাক দেওয়া)। ১০ ডাকে দেওয়া (চিঠি ছাড়া)। ১১ স্পন্দনহীন হওয়া (নাড়ি ছাড়া)। ১২ প্রসব করা (ডিম ছাড়া)। ১৩ নিক্ষেপ করা (বাণ ছাড়া) □(বিশেষণ) ১ পরিত্যাগ করা হয়েছে এমন; পরিত্যাগ। ২ মুক্ত; বন্ধনহীন (ছাড়া বনের পাখি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বঞ্চিত (মা ছাড়া)। ৪ বর্জিত (লক্ষ্মীছাড়া)। ৫ বহির্ভূত (সৃষ্টিছাড়া)। □(বিশেষ্য) ১ উপরোক্ত ক্রিয়ার সব অর্থে। ২ মুক্তি; খালাস; রেহাই। □(অব্যয়) ব্যতীত (তাছাড়া, এছাড়া)। ছাড়া ছাড়া (বিশেষণ) বিরল; মধ্যে মধ্যে; ফাঁক বা ব্যবধান রাখা; দূর দূর; ফাঁক ফাঁক। ছাড়ানো (ক্রিয়া) ১ ত্যাগ বা বর্জন করানো (নেশা ছাড়ানো)। ২ তাড়ানো (ভূত ছাড়ানো)। ৩ পরিবর্তন করানো (কাপড় ছাড়ানো)। ৪ মুক্ত হওয়া (হাত ছাড়ানো)। ৫ মুক্ত করা; খালাস করা; উদ্ধার করা (হাজত থেকে ছাড়ানো)। ৬ শিথিল বা শ্লথ করা; খোলা (জট ছাড়ানো)। ৭ দূর করা; বাদ দেওয়া (খোসা ছাড়ানো)। □(বিশেষ্য) মুক্ত; উদ্ধার লাভ; খালাস। □(বিশেষণ) মুক্ত; বর্জিত; বিদূরিত। উক্ত অর্থ সমূহে। {ছাড়+আ}
- Bengali Word ছায়া English definition [ছায়া] (বিশেষ্য) ১ আলোক রশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উৎপন্ন প্রতিবিম্ব। ২ ব্যক্তি বা বস্তুর প্রতিবিম্ব; অশরীরী অবয়ব। ৩ রৌদ্রাভাব। ৪ প্রতিরূপ; একরূপতা; তুল্যতা; সাদৃশ্য। ৫ অন্ধকার। ৬ দীপ্তি; ঔজ্জ্বল্য। ৭ আশ্রয়। ৮ সূর্যপত্নী। ছায়াকর (বিশেষণ) ১ ছায়া করে এমন। ২ ছত্রধর; ছাতাধারী। ছায়াকরী (স্ত্রীলিঙ্গ)। ছায়াচিত্র (বিশেষ্য) ১ সিনেমার ছবি। ২ ফটোগ্রাফ; আলোকচিত্র। ছায়াচ্ছন্ন (বিশেষণ) ১ ছায়া দ্বারা আচ্ছন্ন; ছায়ায় ঢাকা। ২ অন্ধকার। ছায়াতরু (বিশেষ্য) ১ ছায়াপ্রধান তরু; যে বৃক্ষের ছায়া বহুদূর বিস্তৃত (পার হয়ে এসেছ মরু নাই যে সেথায় ছায়তরু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বটবৃক্ষ। ছায়াদেহ (বিশেষ্য) অশরীরী বা কায়াহীন মূর্তি; ভূত। ছায়ানট (বিশেষ্য) একটি রাগিণীর নাম (আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল-কাজী নজরুল ইসলাম)। ছায়াপথ (বিশেষ্য) পুঞ্জীভূত নক্ষত্রসমূহ বা নীহারিকা দ্বারা শুভ্র জ্যোতির্ময় আকাশপথ; আকাশগঙ্গা; glaxy; Milky Way (চাঁদের কুমারী ফেরে একাকিয়া ছায়াপথ ছায়াবাটে-জসীমউদ্দীন)। ছায়া পুরুষ (বিশেষ্য) শূন্যে দৃশ্যমান দেহীর অনুরূপ ছায়া বা প্রতিবিম্বাত্মক মূর্তি। ছায়াবাজি (বিশেষ্য) ছায়ার বা ম্যাজিক লন্ঠনের খেলা। ছায়া মণ্ডপ (বিশেষ্য) ১ চাঁদোয়া দ্বারা আবৃত স্থান। ২ ছাদনাতলা। ছায়াময় (বিশেষণ) ছায়াবৃত। ছায়া মাড়ানো (ক্রিয়া) কাছে যাওয়া; নিকটে যাওয়া। ছায়ামূর্তি (বিশেষ্য) ছায়াকৃতি দেহ; বায়বীয় শরীর; অশরীরী কায়া। {(তৎসম বা সংস্কৃত) √ছো+য+আ(টাপ্)}
- Bengali Word ছায়েল English definition ⇒ সায়েল
- Bengali Word ছি, ছিঃ, ছ্যাঃ English definition [ছি, ছিহ্, ছ্যাহ্] (অব্যয়) ঘৃণা, নিন্দা বা লজ্জাব্যঞ্জক শব্দ। ছি-ছি (বিশেষ্য) ধিক্কার নিন্দা ঘৃণা বা লজ্জা প্রকাশ। ছি-ছি করা (ক্রিয়া) নিন্দা করা; ধিক্কার দেওয়া; ঘৃণা করা; অপবাদ দেওয়া; লজ্জা দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধিক্ ধিক্>(প্রাকৃত) ছি ছি}
- Bengali Word ছিঁচকা ১, ছিঁচকে ১, ছিচকা, ছিচকে English definition [ছিঁচ্কা, ছিঁচ্কে, ছিচ্কা, ছেচ্কে] (বিশেষ্য) লোহার সরু শিক যা দিয়ে হুঁকার নল পরিষ্কার করা হয়। {(ফারসি) সীখ্য়াহ্}
- Bengali Word ছিঁচকা ২, ছিঁচকে ২ English definition [ছিঁচ্কা, ছিঁচ্কে] (বিশেষণ) তুচ্ছ বস্তু চুরি করে এমন; সামান্য জিনিসও চুরি করে এমন (ছিঁচকা চোর)। {(তৎসম বা সংস্কৃত) সূচক>ছুচকা}