ছ পৃষ্ঠা ১০
- Bengali Word ছিদ্র English definition [ছিদ্দ্রো] (বিশেষ্য) ১ ফুটো; বিবর; ছেঁদা; বিঁধ; রন্ধ্র। ২ দোষ; ত্রুটি। ৩ অবকাশ। ছিদ্রদর্শী (বিশেষণ) পরের দোষ অনুসন্ধান করে এমন; পরদোষদর্শী। ছিদ্রানুসন্ধান, ছিদ্রান্বেষণ (বিশেষ্য) পরের দোষত্রুটির খোঁজখবর। ছিদ্রানুসন্ধানী, ছিদ্রন্বেষী (বিশেষণ) ১ পরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এমন। ছিদ্রিত (বিশেষণ) ছিদ্র করা হয়েছে এমন। ২ ছিদ্র আছে এমন; ছিদ্রযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্+র(রক্)}
- Bengali Word ছিনতাই English definition [ছিন্তাই] (বিশেষ্য) ছিনিয়ে নেওয়ার কাজ; বলপূর্বক নিয়ে যাওয়া; হাইজ্যাক। {(হিন্দি) ছিনতাই}
- Bengali Word ছিনন, ছিননো English definition ⇒ ছিনান
- Bengali Word ছিনভিন ১ English definition [ছিন্ভিন্] (বিশেষ্য) অবহেলা; অনাদর (ছিনভিন না করিবে ইছুফের তরে-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন>ছিন; (তৎসম বা সংস্কৃত) ভিন্ন>ভিন}
- Bengali Word ছিনভিন ২ English definition [ছিন্ভিন্] (বিশেষণ) ছেঁড়া; ভাঙা; ছিন্নভিন্ন। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন+ভিন্ন}
- Bengali Word ছিনা ১, ছিনে ১ English definition [ছিনা, ছিনে] (বিশেষ্য) রোগা; ক্ষীণকায় (ছিনা গড়ন)। ছিনাজোঁক, চিনাজোঁক (বিশেষ্য) ১ সরু জোঁকবিশেষ। □(বিশেষ্য), (বিশেষণ) নাছোড়বান্দা। {(তৎসম বা সংস্কৃত) ক্ষীণ/শীর্ণ>}
- Bengali Word ছিনা ২, ছিনে ২ English definition [ছিনা, ছিনে] (বিশেষ্য) সিনা; বুকের পাটা বা বক্ষের প্রসার; ছাতি; বক্ষঃস্থল। ছিনা-ব-ছিনা (ক্রিয়াবিশেষণ) বক্ষ হতে বক্ষান্তরে; মৌখিকভাবে; পুরুষানুক্রমে (এই শ্রেণীর ‘বাণী’গুলি…ছিনা-ব-ছিনা ইস্রা পর্যন্ত পঁহুছিয়াছিল-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(ফারসি) সীনাহ}
- Bengali Word ছিনানো, ছিনান, ছিননো, ছিনন English definition [ছিনানো, ছিনান, ছিননো, ছিনন] (ক্রিয়া) কাড়া; জোরপূর্বক কেড়ে নেওয়া; জবর দখল করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন>ছিন+আনো; (তুলনীয়) (হিন্দি) ছীন}
- Bengali Word ছিনারি, ছিনারী ((মধ্যযুগীয় বাংলা)) English definition [ছিনারি] (বিশেষণ) ১ প্রগল্ভা। ২ কুলটা (নটকী নোআলী ছিনারী পামরী-চণ্ডীদাস)। ৩ প্রগল্ভা বা কুলটা নারী। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন>ছিন+আলি>আরি}
- Bengali Word ছিনাল, ছিনার English definition [ছিনাল্, ছিনার্] (বিশেষ্য) ১ পতিতা; ভ্রষ্টা; কুলটা; ব্যভিচারিণী। ২ মিথ্যা প্রণয় মান অভিমান ইত্যাদিতে কলাকুশলী নারী। ছিনালি, ছিনালী (বিশেষ্য) দুশ্চরিত্রা নারীর চুতর্য; পতিতা নারীর মান-অভিমান; ঞাব-ভাব-বিলাস কপটতা। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন>ছিন্+আল, আর; (তুলনীয়) (হিন্দি) ছিনার}
- Bengali Word ছিনিমিনি English definition [ছিনিমিনি] (বিশেষ্য) ১ জলের উপর ঢিল বা খোলামকুচি চালিয়ে খেলাবিশেষ। ২ বেহিসেবিভাবে অর্থ ব্যয়; টাকা ওড়ানো। ছিনিমিনিখেলা (ক্রিয়া) নষ্ট করা। {(তৎসম বা সংস্কৃত) ছিন্নভিন্ন>}
- Bengali Word ছিনে English definition ⇒ ছিনা১। ছিনে-পাড় (বিশেষণ) সরু; শীর্ণ (ঠোঁট ভোঁতা গলা ছিনেপড়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শীর্ণ/ক্ষীণ>}
- Bengali Word ছিন্ন English definition [ছিন্নো] (বিশেষণ) ১ ছিঁড়েছে এমন; ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন করা)। ২ ছেদিত; কর্তিত (ছিন্ন মস্তক)। ৩ উৎপাটিত; উন্মূলিত; উপড়ানো (ছিন্নমূল)। ৪ সংযোগভ্রষ্ট; দূরীকৃত; দূরীভূত; নিরাকৃত (ছিন্ন বাধা)। ছিন্নদ্বৈধ (বিশেষণ) সংশয়মুক্ত; দ্বিধামুক্ত। ছিন্নপক্ষ (বিশেষণ) ডানা বা পাখা কাটা গিয়েছে এমন। ছিন্ন প্রায় (বিশেষণ) প্রায় ছিঁড়ে গেছে এমন; অর্ধছিন্ন (সেই ছিন্নপ্রায় চারুপাঠখানিও আর নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ছিন্ন বিচ্ছিন্ন (বিশেষণ) ইতস্তত বিক্ষিপ্ত। ছিন্নমস্তক (বিশেষণ) মস্তকহীন; কর্তিতশির; স্কন্ধ-কাটা। □(বিশেষ্য) কাটা মুণ্ড। ছিন্ন মস্তা (বিশেষ্য) হিন্দু দেবীবিশেষ; দশমহাবিদ্যার একটি মূর্তি। ছিন্ন বিন (স্ত্রীলিঙ্গ) ‘ছিন্ন’ শব্দের সকল অর্থে। □(বিশেষ্য) বেশ্যা; বারবনিতা; গণিকা। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্+ত(ক্ত)}
- Bengali Word ছিপ ১, সিপ English definition [ছিপ্, সিপ্] (বিশেষ্য) দ্রুতগামী লম্বা ও সরু নৌকাবিশেষ (সিপ সাজাইয়া অমনি ধাইয়া চলিল বীর-গোলাম মোস্তফা)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষিপ্র>ছিপ্প>ছিপ}
- Bengali Word ছিপ ২ English definition [ছিপ্] (বিশেষ্য) বাঁশ বা কঞ্চি ইত্যাদি থেকে প্রস্তুত মাছ ধরার বড়শির জন্য ব্যবহৃত পাতলা ও দীর্ঘ দণ্ড বিশেষ। ছিপছেপে (বিশেষণ) পাতলা ও লম্বা গড়নবিশিষ্ট (শ্যামচিক্কন ছিপছিপে বালক-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষিপ্ (নিক্ষেপ করা অর্থে)>}
- Bengali Word ছিপানো, ছিপান, ছিপনো, ছিপন English definition [ছিপানো, ছিপন] (ক্রিয়া) ১ লুকিয়ে রাখা; গোপন করা (যত্নে যে ধন ছিপায়ে রাখিলাম হইল প্রকাশ-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ লুকিয়ে থাকা; লুকানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √ছুপ্>ছিপা+আনো}
- Bengali Word ছিপি English definition [ছিপি] (বিশেষ্য) শিশি-বোতলের মুখ বন্ধ করার কাঠ, কাচ বা শোলায় প্রস্তুত গোঁজ; কাক, cork। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word ছিপি, ছিপী English definition [ছিপি] (বিশেষ্য) বস্ত্ররঞ্জক; যে কাপড় রং করে; যে কাপড়ে ছাপ দেয়। {(তৎসম বা সংস্কৃত) শিল্পী>(প্রাকৃত) ছিপ্পী>; (তুলনীয়) (হিন্দি) ছীপী}
- Bengali Word ছিবলেমি, ছেবলামি English definition [ছিব্লেমি, ছ্যাব্লামি] (বিশেষ্য) লঘু আচরণ বা স্বভাব; চাপল্য; ছেলেমি; বালসুলভ আচরণ। {(তৎসম বা সংস্কৃত) শাব>ছাওয়াল>+মি}
- Bengali Word ছিবড়া. ছিবড়ে English definition [ছিব্ড়া, ছিব্ড়ে] (বিশেষ্য) দ্রব্যের সারহীন অংশ; শিটা (পান চিবান শেষ হইলে ছিবড়া ফেলে যুবক একবার নেত্র ফিরিয়া যুবতীর দিকে তাকাইয়া বলিলেন…-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) √ষ্ঠীব্>ছিব্+ড়া}