ছ পৃষ্ঠা ২
- Bengali Word ছটরা, ছড়রা, ছররা English definition [ছট্রা, ছড়্রা, ছর্রা] (বিশেষ্য) বন্দুকের ছোট গুলি; ছিটে গুলি। □(বিশেষণ) ছোট মটর দানাবিশিষ্ট (দুই পায়ে দেছে খাড়ু আর বেঁকি নতুন ছড়রা মল-বন্দে আলী মিয়া)। {(ইংরেজি) Shot+(বাংলা) রা}
- Bengali Word ছটা English definition [ছটা] (বিশেষ্য) ১ দীপ্তি; আলোক; আভা; দ্যুতি (হাসির ছটা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সৌন্দর্য; শোভা; কান্তি (মুখচ্ছটা)। ৩ সমূহ। ৪ পরস্পরা; ধারা (শ্লোকের ছটা)। {(তৎসম বা সংস্কৃত) √ছো+অট (অটন্)+আ(টাপ্)}
- Bengali Word ছটাক English definition [ছটাক্] (বিশেষ্য) ১ ওজনের পরিমাণবোধক শব্দ; এক সেরের ষোল ভাগের এক ভাগ; পাঁচ তোলা। ২ ভূমির পরিমাণবাচক শব্দ; এক কাঠার ষোলো ভাগের এক ভাগ। ছটাকি, ছটাকে (বিশেষণ) ১ এক ছটাক ওজন বিশিষ্ট; ছটাক পরিমাণ (ছটায় অনুপ ছটাকী হীরক ধূলায় তোমার হয়েছে খাক-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ খর্বদেহ অথবা ক্ষুদ্রকায়াবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) ষট্ অঙ্ক>(হিন্দি) ছটাংক}
- Bengali Word ছটি ১ (মধ্যযুগীয় বাংলা) English definition [ছোটি] (বিশেষ্য) ১ ছড়া; হার; অলঙ্কারবিশেষ (সুবর্ণের ত্রিকড়ি দেউক সুবর্ণের ছটি-শেখ ফজলল করিম)। ২ ছটা; দীপ্তি। {(তৎসম বা সংস্কৃত) √ছো+অট(অটন্)=ছট+(বাংলা) ই}
- Bengali Word ছটি ২ English definition [ছোটি] (বিশেষ্য) ষষ্ঠ; প্রসবের ষষ্ঠ দিন। {(তৎসম বা সংস্কৃত) ষষ্ঠী}
- Bengali Word ছতর English definition [ছতোর্] (বিশেষ্য) লজ্জাস্থান (দু’হাতে ছতর ঢাকিয়া মাটিতে পড়িয়া আর্তনাদ করিতেছে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) সতর}
- Bengali Word ছতরি English definition [ছোত্রি] (বিশেষ্য) ১ গাড়ি ইত্যাদির ছাদ বা চাল। ২ নৌকার ছই। ৩ মশারি টাঙাবার কাঠামো বা ফ্রেম। ৪ ছাতা। {(তৎসম বা সংস্কৃত) ছত্র>ছত্তর>ছতর+ই}
- Bengali Word ছতিছন্ন English definition [চোতিছন্নো] (বিশেষণ) নিরাশ্রয়; ছন্নছাড়া। {(তৎসম বা সংস্কৃত) √ছদ্>ছতি+ছন্ন(ভ্রষ্ট)}
- Bengali Word ছত্তর English definition ⇒ ছত্র২
- Bengali Word ছত্র ১ English definition [ছত্ত্রো] (বিশেষ্য) ছাতা; রোদবৃষ্টি নিবারক আবরক বিশেষ; আতপত্র (মস্তকোপরি রাজকীয় ছত্র স্থাপন করেন-মুঃ আবদুর রাজ্জাক)। ছত্রক, ছত্রাক (বিশেষ্য) ১ ছাতা; fungus (অপরিসর সেতু ছত্রাকে ভরা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ কোঁড়ক; ব্যাঙের ছাতা; mashroom। ছত্রখান (বিশেষণ) ছাতার মতো প্রসারিত; ইতস্তত বিক্ষিপ্ত। ছত্রখান হওয়া (ক্রিয়া) খোলা ছাতার (শিকের) মতো দূরে দুরে ছড়িয়ে পড়া। ছত্রদণ্ড (বিশেষ্য) রাজার ছত্র ও দণ্ড; রাজছত্র ও রাজদণ্ড। ছত্রধর, ছত্রধারী (বিশেষ্য), (বিশেষণ) রাজার ছাতা ধারণ করে যে; ছাতা ধারণকারী। ছত্রপতি (বিশেষ্য) ১ মহারাজ; সম্রাট; রাজা। ২ মারাঠারাজ শিবাজির উপাধি। {(তৎসম বা সংস্কৃত) √ছাদি+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word ছত্র ২, ছত্তর English definition [ছত্ত্রো, ছত্তোর্] (বিশেষ্য) সত্র; অন্ন খাদ্যদ্রব্য বা পানীয় বিতরণের স্থান (জলছত্র)। {(তৎসম বা সংস্কৃত) সত্র>}
- Bengali Word ছত্র ৩ English definition [ছত্ত্রো] (বিশেষ্য) ১ পদ্যে পঙ্ক্তি বা চরণ; লাইন (এক ছত্র লিখে পাঠাও)। ২ সারি। ৩ পদ (ছত্রে ছত্রে ভুল)। ছত্রভঙ্গ (বিশেষ্য) ১ সারি ভাঙা; দলের বিশৃঙ্খলা। ২ বিপক্ষের আক্রমণে সৈন্যদলের বিশৃঙ্খলা। ৩ অরাজকতা; এলোমেলো; দলচ্যুত। {(আরবি) সতর}
- Bengali Word ছত্রশালা English definition [ছত্ত্রোশালা] (বিশেষ্য) পাঠশালা (পঞ্চম বরিষ যদি হইল রাজবালা পড়িতে গুরুর স্থানে দিল ছত্রশালা-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) ছত্র+শালা}
- Bengali Word ছত্রাক English definition ⇒ ছত্র১
- Bengali Word ছত্রাকার English definition [ছত্ত্রাকার্] (বিশেষণ) চতুর্দিকে বিক্ষিপ্ত; বিশৃঙ্খলভাবে বিকীর্ণ; এলোমেলো; ছত্রখাঁন; খোলা ছাতার শিকের মতো দূরে ছড়িয়ে পড়া অর্থে (কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ছত্র+আকার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word ছত্রি ১ English definition [ছোত্ত্রি] (বিশেষ্য) নৌকা প্রভৃতির ছই বা চালা। ছত্রিদণ্ড (বিশেষ্য) ১ ছত্রধারী দণ্ড; মশারি টাঙাতে ব্যবহৃত লম্বা দণ্ড (পর্দা ফুটিয়া বড় পালঙ্গের ছত্রিদণ্ডের ছায়া… দেখা যাইতেছে-মীর মশাররফ হোসেন)। ২ ছইয়ের কাঠামো। {(তৎসম বা সংস্কৃত) ছত্র+(বাংলা) ই}
- Bengali Word ছত্রি ২, ছত্রী ১ English definition [ছোত্ত্রি] (বিশেষ্য) ক্ষত্রিয় জাতিবিশেষ; ক্ষেত্রী; খেত্রী। {(তৎসম বা সংস্কৃত) ক্ষত্রিয়>}
- Bengali Word ছত্রিশ English definition [ছোত্ত্রিশ্] (বিশেষ্য), (বিশেষণ) ৩৬ সংখ্যা বা ৩৬ সংখ্যক। ছত্রিশজাত (বিশেষ্য) ১ বাঙালি হিন্দুর বর্ণভেদ অনুযায়ী ছত্রিশ জাত, যেমন-ব্রহ্মণ, কায়স্থ, বৈদ্য, কামার, কুমোর, মোদক, সদ্গোপ, নাপিত, তেলি, সবর্ণবণিক, সাহা, যুগী, কৈবর্ত, নমঃশূদ্র, রাজবংশী, পৌণ্ড্রক্ষত্রিয় ইত্যাদি-তবে ছত্রিশ জাত বলা হলেও বাঙালি হিন্দুর জাত সংখ্যা অর্ধশতাধিক। ২ (আলঙ্কারিক) উচ্চনীচ নানা জাতের সমাহার। {(তৎসম বা সংস্কৃত) ষট্ত্রিংশৎ>(প্রাকৃত) ছত্তীস>}
- Bengali Word ছত্রী (-ত্রিন্) English definition [ছোত্ত্রি] (বিশেষণ) ছাতা মাথায় আছে এমন; ছত্রধারী। {(তৎসম বা সংস্কৃত) ছত্র+ইন্(ইনি)}
- Bengali Word ছদ English definition [ছদ্] (বিশেষ্য) ১ গাছের পাতা; বৃক্ষপত্র (সপ্তচ্ছদ)। ২ আচ্ছাদন; আবরণ; পোশাক (পোশাক-পরিচ্ছদ)। {(তৎসম বা সংস্কৃত) √ছদ্+অ(ঘ)}