ছ পৃষ্ঠা ১৮
- Bengali Word ছড়াছড়ি English definition [ছড়াছোড়ি] (বিশেষ্য) দ্রব্যসমূহের বিশৃঙ্খলভাবে নিক্ষেপ। ২ প্রাচুর্য; অতিশয্য। ৩ অবহেলাজনিত অপচয়। {(তৎসম বা সংস্কৃত) ছটা>ছড়া, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত)ছড়ি}
- Bengali Word ছড়ানো, ছড়ান English definition [ছড়ানো, ছড়ান] (ক্রিয়া) ১ বিশৃঙ্খলভাবে নিক্ষেপ বা বিক্ষিপ্ত করা (আসবাবপত্র ছড়ানো)। ২ প্রসারিত করা (হাত পা ছড়ানো)। ৩ ছিটানো (বীজ ছড়ানো)। ৪ বিস্তৃত করা বা হওয়া (রোগ ছাড়নো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√ছড়া+আনো}
- Bengali Word ছড়ানো। English definition টান টান (বিশেষ্য) ১ সবদিকেই খাটো পড়ার ভাব; ঘাটতির ভাব। ২ অভাব; টানাটানি। টান দেওয়া (ক্রিয়া) ১ বলপূর্বক আকর্ষণ করা। ২ সুর তোলা বা তান ধরা। ৩ আঁচড় দেওয়া; রেখা টানা। টান ধরা (ক্রিয়া) ১ নিঃশ্বাস ঊর্ধ্ব হওয়া বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসা। ২ খিলধরা; খিচুনি ধরা (বুকেপিঠে টান ধরেছে)। □(বিশেষ্য) শুষ্ক হওয়ার ভাব (এতদিনে ঘায়ে টান ধরেছে)। টানন (ক্রিয়া) টেনে আনা; আকর্ষণ করা। টান পড়া (ক্রিয়া) ১ অভাব হওয়া। ২ দুর্মূল্য হওয়া। হাতটান (বিশেষণ) ১ চুরির প্রবণতাযুক্ত। ২ কৃপণ। {(তৎসম বা সংস্কৃত) √তন্>তান>টান}
- Bengali Word ছড়াৎ English definition [ছড়াত্] (অব্যয়) সড়াৎ; মসৃণ তলের জন্য দ্রুত নেমে যাওয়ার সময়ে উদ্ভুত শব্দবিশেষ (শূলের উপর দিলেই অমনি ছড়াৎ করে নেমে যাবে-জসীমউদ্দীন)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ছড়ি, ছড়ী English definition [ছোড়ি] (বিশেষ্য) ১ চিকন লাঠি। ২ মঞ্জরি। ছড়িদার (বিশেষ্য) ১ সরু লাঠি ধারণ করে যে। ২ পাণ্ডার ভৃত্য বা অনুচর। ছড়িভঙ্গ (বিশেষণ) ছত্রভঙ্গ; বিশৃঙ্খল। খেজুরছড়ি (বিশেষ্য) খেজুরের মঞ্জরি। ফুলছড়ি (বিশেষ্য) ফুল দ্বারা তৈরি সরু যষ্টি। {(তৎসম বা সংস্কৃত) যষ্টি>; (তুলনীয়) (হিন্দি) ছড়, ছড়ি}
- Bengali Word ছয়, ছ English definition [ছয়, ছ] (বিশেষ্য), (বিশেষণ) ৬ সংখ্যা বা ৬ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষট্>(প্রাকৃত) ছঅ>}
- Bengali Word ছয়লাপ, সয়লাব English definition [ছয়্লাপ্, ছয়্লাব] (বিশেষণ) ১ আকীর্ণ; পরিপূর্ণ (তামাম শহর নাইট-স্কুলে ছয়লাপ করে দিতে পারে-সৈয়দ মুজতবা আলী)। ২ প্লাবিত (নহেন সময় দুনিয়াময় ছয়লাব হয়ে গেল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ৩ সম্পূর্ণ বিনষ্ট বা বিধ্বস্ত (জিনিসপত্র ছয়লাপ করা)। {(ফারসি) সয়লাব}