ছ পৃষ্ঠা ৭
- Bengali Word ছানি ৪ English definition [ছানি] (বিশেষ্য) গোখাদ্যবিশেষ; গরুর জাব। {(তৎসম বা সংস্কৃত) চণক}
- Bengali Word ছানি ৫ English definition [ছানি] (বিশেষ্য) ছাড়নি; ছাদ (ভেদিয়া শিলার ছানি বরশি রহিল-কোদৌ)। {(তৎসম বা সংস্কৃত) ছাদনী>}
- Bengali Word ছানিত English definition [ছানিতো] (বিশেষণ) ছেঁকে নেওয়া হয়েছে এমন; ছানা {দক্ষিণের লীলায়িত মধু স্নিগ্ধ ছানিত সৌরভে-শাহাদাত হোসেন)। {⇒ছানা২}
- Bengali Word ছান্দ ১ English definition [ছান্দো] (বিশেষ্য) বন্ধন; বাঁধন; বেষ্টন (তব মায়া ছান্দে বিশ্ব পড়ি কান্দে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ছন্দ>}
- Bengali Word ছান্দ ২ English definition [ছান্দো] (বিশেষ্য) ছাঁদ; ভঙ্গি; প্রকার; রকম (কানড় ছান্দে কবরী বান্দে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ছন্দঃ}
- Bengali Word ছান্দস English definition [ছান্দোশ্] (বিশেষণ) ১ ছন্দ সম্পর্কিত। ২ বেদ থেকে উৎপন্ন। ৩ বেদের অধ্যাপক; বেদাধ্যায়ী। {(তৎসম বা সংস্কৃত) ছন্দস্+অ(অণ্)}
- Bengali Word ছান্দোগ্য English definition [ছান্দোগ্গো] (বিশেষ্য) উপনিষদ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ছন্দোগ+ষ(ঞ্য)}
- Bengali Word ছাপ English definition [ছাপ্] (বিশেষ্য) ১ দাগ; চিহ্ন (পায়ের ছাপ)। ২ মুদ্রণ; মোহর (সিল-মোহরের ছাপ)। {(তৎসম বা সংস্কৃত) √ছপ্; (তুলনীয়) (পর্তুগিজ) Chapa}
- Bengali Word ছাপর, ছাপ্পর, ছাপ্পড়, ছপ্পর, ছপ্পড় English definition [ছাপোর্, ছাপ্পোর, ছাপ্পোড়, ছপ্পর্, ছপ্পড়্] (বিশেষ্য) ১ চাল; আচ্ছাদন (কোন বিয়েবাড়ীর ছাপ্পর তুলতে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ কুঁড়েঘর; খোলার ঘর (ছাপ্পড় কি? দেখছ না এটা নুড়িয়ার কেল্লা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ছাপর খাট (বিশেষ্য) মশারি টাঙানোর ব্যবস্থাবিশিষ্ট বা ফ্রেমযুক্ত খাট। ছাপর বন্ধি (বিশেষ্য) ঘরামির কাজ (কথায় কয় নিজের টুইএ ছাউনি নাই, পরের ঘরের ছাপরবন্ধি-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) খর্পর>; (তুলনীয়) (হিন্দি) ছপ্পর}
- Bengali Word ছাপরা English definition [ছাপ্রা] (বিশেষ্য) ১ ছাওয়া-ঘর (উপর হতে মনে হয় মাটিতে ছাওয়া ছাপরা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ ঘর-ছাওয়ানোর খোলা। ৩ বিহারের জেলাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) খর্পর>খাপরা>ছাপরা}
- Bengali Word ছাপল, ছাপায়ল English definition ⇒ ছাপা২
- Bengali Word ছাপা ১ English definition [ছাপা] (ক্রিয়া) মুদ্রিত করা; ছাপানো। □(বিশেষ্য) ১ মুদ্রণ। ২ মুদ্রিত; ছাপনো। ছাপাই (বিশেষ্য) ১ মুদ্রণ। ২ মুদ্রণ-খরচা। □(বিশেষণ) মুদ্রণ-সম্পর্কীয়। ছাপাখানা (বিশেষ্য) যেখানে পুস্তকাদি ছাপা হয়। ছাপানো, ছাপান (ক্রিয়া) মুদ্রিত করানো। □(বিশেষ্য), (বিশেষণ) মুদ্রণ। {ছাপ+আ; (তুলনীয়) (পর্তুগিজ)Chapa}
- Bengali Word ছাপা ২ English definition [ছাপা] (বিশেষণ) ১ গুপ্ত; লুক্কায়িত; অপ্রকাশিত। ২ অজানা; অগোচর। □(ক্রিয়া) চাপা বা গোপন থাকা; আত্মগোপন করা; ঢাকা থাকা বা পাড়। ছাপা ছাপি (বিশেষ্য) ১ গোপনীয়তা। ২ গোপন; ঢাকাঢাকি। ৩ সীমা অতিক্রম। □(বিশেষণ) পাত্র পূর্ণ বা অতিক্রম করেছে এমন। ছাপানো১, ছাপান১ (ক্রিয়া) লুকানো; গোপন করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ছাপায়ল, ছাপল ((ব্রজবুলি)) (ক্রিয়া) ১ সীমা অতিক্রম করল। ২ গোপন রাখল। {(তৎসম বা সংস্কৃত) √চুপ্>; (তুলনীয়) (হিন্দি) ছুপা}
- Bengali Word ছাপানো ২, ছাপান ২ English definition [ছাপানো] (ক্রিয়া) ১ উপচে পড়া (বুড়ীর চক্ষু ছাপাইয়া কান্না আসিল-শামসুদ্দীন আবুল কালাম)। ২ কূল তট বা সীমা অতিক্রম করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) (উপ) চয়> উপ্চা> (আদি স্বর লোপ ও বর্ণ বিপর্যয়ে)ছাপা}
- Bengali Word ছাপ্পর English definition ⇒ ছাপর
- Bengali Word ছাপ্পান্ন English definition [ছাপ্পান্নো] (বিশেষ্য), (বিশেষণ) ৫৬ সংখ্যা; ৫৬ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষট্পঞ্চাশৎ>(পালি)ছপন্নাসা>(প্রাকৃত) ছপ্পণ্ন>}
- Bengali Word ছাফা-মারওয়া English definition [সাফা মার্ওয়া] (বিশেষ্য) মক্কার কাবার কাছে দুটি ছোট টিলা-এগুলো হজের সময় দর্শন করতে হয় (ছাফা-মারওয়া পর্বতদ্বয়ের মধ্যে প্রধান-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) সাফা+মাররা}
- Bengali Word ছাবাল English definition [ছাবাল্, ছাওয়াল্] ⇒ ছাওয়াল। ছাবাল-খেলা (বিশেষ্য) ছেলেমানুষি; ছেলেখেলা (ক্রোধ করি আপনা পাসরি কি কর ছাবাল-খেলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {আঞ্চলিক; (তৎসম বা সংস্কৃত) শাবক>+আল>সাওয়াল>ছাবাল}
- Bengali Word ছাব্বিশ English definition [ছাব্বিশ] (বিশেষ্য), (বিশেষণ) ২৬ সংখ্যা; ২৬ সংখ্যক। ছাব্বিশে (বিশেষ্য) মাসের ছাব্বিশ তারিখ। {(তৎসম বা সংস্কৃত) ষড়্বিংশতি>(পালি)ছব্বীসতি>(পালি)ছব্বীসতি>(প্রাকৃত) ছববীস>}
- Bengali Word ছামুম English definition [সামুম্] (বিশেষ্য) লু হাওয়া; প্রাণঘাতী বায়ু (সময় সময় স্থানবিশেষে ছামুম নামক প্রাণনাশক বায়ু প্রবাহিত হয়-সৈয়দ আলী আহসান)। {(আরবি) সামূম}