ছ পৃষ্ঠা ৫
- Bengali Word ছাঁট, ছাট English definition [ছাঁট্, ছাট্] (বিশেষ্য) ১ কর্তিত অংশ; টুকরা; বাড়তি অংশ (কাপড়ের ছাঁট)। ২ ছাঁটা বা কাটার পদ্ধতি (জামার ছাঁট)। ৩ গড়ন (এক রূপকে অন্য রূপে সমকক্ষ করারকৌশল ছাঁটে সমানের কৌশলে নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ছাটকাট (বিশেষ্য) ১ ছাঁটাই; অতিরিক্ত অংশ। ২ দরজির কাজে পারিপাট্য (জামার ছাঁটকাট)। ছাটকাপড় (বিশেষ্য) কেটে বাদ দেওয়া হয়েছে এমন ছোট কাপড় টুকরা। {(তৎসম বা সংস্কৃত) শাত>ছাঁট}
- Bengali Word ছাঁটনি ২ English definition ⇒ ছাটনি
- Bengali Word ছাঁটা, ছাটা English definition [ছাঁটা, ছাটা] (ক্রিয়া) ১ বাড়তি অংশ কেটে ফেলা; কেটে আকারে ছোট করা (চুল ছাঁটা)। ২ চাল প্রভৃতি কাঁড়ানো (চাল ছাঁটা)। ৩ বর্জন করা; বাদ দেওয়া (দল থেকে ছাঁটা)। ৪ অগ্রাহ্য বা বাতিল করা (দুঃখকষ্ট ছেঁটে ফেলা)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সমস্ত অর্থে। ছাঁটাই, ছাঁটানি (বিশেষ্য) ১ কাটা; কর্তন। ২ বর্জন; বাদ দেওয়া। ৩ অমান্য বা অগ্রাহ্য; বাতিলকরণ। ৪ বরখাস্তকরণ; retrenchment; ছেঁটে ফেলা। ৫ ছেঁটে বাদ দেওয়া বস্তু। ছাঁটানো (ক্রিয়া) অন্যের দ্বারা বর্জন বা ছাঁটাই বা বাতিল করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {√ছাঁট}
- Bengali Word ছাঁদ English definition [ছাঁদ্] (বিশেষ্য) ১ ভঙ্গি; প্রকার (কী ছাঁদে কবরী বেঁধে লব আজ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধরন; গঠন; আকৃতি। ৩ আদল। {(তৎসম বা সংস্কৃত) ছন্দ> (প্রাকৃত) ছাদ>}
- Bengali Word ছাঁদন English definition [ছাঁদোন্] (বিশেষ্য) ১ বাঁধা বা ঘেরার কাজ; বন্ধন; বেষ্টন; সুসমঞ্জন করা। ২ দোয়ানোর সময়ে গরুর পদ-বন্ধন (ছাঁদান দড়ি)। {ছাঁদ+অন}
- Bengali Word ছাঁদনাতলা, ছাদনাতলা, ছানলাতলা English definition [ছাঁদ্নাতলা, ছাদ্নাতলা, ছান্লাতলা] (বিশেষ্য) হিন্দু বিয়ের নিমিত্ত ব্যবহৃত ছায়ামণ্ডপ বা চাঁদোয়া। {ছাঁদন>+আ+তলা}
- Bengali Word ছাঁদা English definition [ছাঁদা] (ক্রিয়া) ১ ছাঁদন; গুছানো; জড় করা (বাঁধা ছাঁদা)। ২ বাঁধা; দুধ দোয়ানোর সময়ে দড়ি দিয়ে গাভীর পিছনের পা দুটি বাঁধা। ৩ ফাঁদা, পত্তন করা। ৪ নিমন্ত্রণে ভোজনশেষে যে খাদ্যবস্তু বেঁধে সঙ্গে নেওয়া হয় (ছাঁদার পরিমাণ লইয়া কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণদের তুমুল বিবাদ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ছন্দ>(প্রাকৃত) ছংদ> ছাঁদ+আ}
- Bengali Word ছাঁৎ English definition [ছাঁত্] (অব্যয়) বুকের মধ্যে তীব্র শিহরণের অনুভূতিসূচক ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত) স্পর্শ>ছোঁয়া>ছাঁৎ (?); ধ্বন্যাত্মক}
- Bengali Word ছাই English definition [ছাই] (বিশেষ্য) ১ ভস্ম; কাঠ ইত্যাদি দগ্ধ হওয়ার পর যা অবশিষ্ট থাকে; খাক (এক চমক দিয়েই রোশনা বেগম হয়ে গেলেন ছাই-রখা)। ২ অকিঞ্চিৎকর বিষয়; অসার বস্তু; আবর্জনা; জঞ্জাল। ৩ অর্থহীন বিষয়; কিছুই না (এ ভাঙা মনের কি ছাই-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ছাইকপালে (বিশেষণ) ভাগ্যহনি; দুর্ভাগা। ছাইকরা (ক্রিয়া) ১ কার্য পণ্ড করা; কার্য নষ্ট করা। ২ কিছু না করা। ছাইগাদা (বিশেষ্য) ছাইয়ের স্তূপ; যেখানে ভস্মাদি স্তূপ করে রাখা হয় (মরুভূমি অথবা ছাইগাদা হইয়া যাইত-রাজশেখর বসু (পরশু))। ছাই-চাপা আগুন (বিশেষ্য) অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন বিষয়। ছাই চাপা কপাল (বিশেষ্য) আপাত উহ্য অদৃষ্ট; অপ্রকাশিত ভাগ্য; দুরদৃষ্ট; দুর্ভাগ্য। ছাইজাবা (বিশেষ্য) ছাই ও ছাইয়ের মতো বাজে জিনিস (মোড়লের মেয়ে মাজিছে বাসন ছাই জাবা হাতে নিয়া-বন্দে আলী মিয়া)। ছাইপাঁশ, ছাইভস্ম (বিশেষ্য) বাজে জিনিস; আবর্জনা বা জঞ্জালের মতো বস্তু; অসার বিষয় (এমনি ছাইপাঁশ মনে উঠছিল বুদ্বুদের মতো-আলাউদ্দীন আল আজাদ)। ছাই ফেলতে ভাঙা কুলা-তুচ্ছ বিষয়ের জন্য নিয়োজিত তুচ্ছ মাধ্যম; অপ্রয়োজনীয় অপদার্থ ব্যক্তি। দূর হোক ছাই (অব্যয়) বিরক্তি বা উদাসীনতার প্রকাশ। শত্রুর মুখে ছাই -অনিষ্টকারী শত্রুর ইচ্ছা অপূর্ণ থাকবার প্রার্থনা। {(তৎসম বা সংস্কৃত) ক্ষার>ছার্>}
- Bengali Word ছাউনি English definition [ছাউনি] (বিশেষ্য) ১ সেনানিবাস; সৈন্যদের স্থায়ী আড্ডা। ২ শিবির; যুদ্ধোন্মুখ সৈন্যদের আড্ডা; cantonment। ৩ আচ্ছাদন। ৪ চাঁদোয়া। ৫ চালা। {(তৎসম বা সংস্কৃত) ছাদন>(প্রাকৃত) ছাঅণ>ছাউনি}
- Bengali Word ছাও English definition ⇒ ছা
- Bengali Word ছাওয়া English definition [ছাওয়া] (ক্রিয়া) ১ আবৃত করা; আচ্ছাদন করা; ঢাকা। ২ পরিব্যাপ্ত করা (রেখা ছাইলো রূপকে রূপ ছাইলো রেখাকে এমনিভাবে যে…মিললো সহজ ছন্দে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বিছানা ছড়ানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ছাওয়ানো, ছাওয়ান (ক্রিয়া) আচ্ছাদিত করানো। □(বিশেষ্য), (বিশেষণ) একই অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √ছাদি+অ(অচ্)>(বাংলা) ছাদ>ছা+ওয়া}
- Bengali Word ছাওয়াল, ছাবাল English definition [ছাওয়াল্, ছাবাল্] (বিশেষ্য) সন্তান; ছেলে (তোর ছাওয়াল কেন খাওয়ার বেলা নুন লঙ্কা মাগে-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষণ) ১ শিশু; অর্পবয়স্ক। ২ অর্বাচীন; অল্পবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) শাব>(বাংলা) ছাও+আল}
- Bengali Word ছাগ, ছাগল English definition [ছাগ্, ছাগোল্] (বিশেষ্য) অজ; পাঁঠা। ছাগি, ছাগী, ছাগলি, ছাগলী (স্ত্রীলিঙ্গ)। ছাগলদাড়ি, ছাগলা দাড়ি (বিশেষ্য) চিবুকের সামান্য দাড়ি। ছাগলাদ্যঘৃত (বিশেষ্য) আয়ুবেদীয় ঔষধবিশেষ; নপুংসক ছাগল বা খাসির চর্বি থেকে তৈরি ঘি। রাম ছাগল (বিশেষ্য) খুব বড় ছাগল। □(বিশেষণ) নির্বোধ; মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) √ছো+গ=ছাগ, +ল(লচ্)}
- Bengali Word ছাট English definition [ছাট্] (বিশেষ্য) ১ জলের ছিটা; যা বায়ু-বাহিত হয়ে আসে। ২ বেত; ছড়ি (ছাট হাতে পাট মাথে যেমন পাগল-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ছটা>}
- Bengali Word ছাটন, ছাঁটন English definition ⇒ ছাটনি২
- Bengali Word ছাটনি ১, ছিঁটুনি English definition [ছাট্নি, ছিটুনি] (বিশেষ্য) ছিটে বেড়া (জৌয়ের ছাটনি দিল জোয়ের বান্ধনি-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ছটা>}
- Bengali Word ছাটনি ২, ছাঁটনি, ছাটন, ছাঁটন English definition [ছাট্নি, ছাঁটনি, ছাটোন্, ছাঁটোন্] (বিশেষ্য) কর্তন; ছেঁটে ফেলা (পিরীতের আঁটন, পিরীতে ছাঁটন, পিরীতের দুখানা চাল-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) শাতন> ছাঁট}
- Bengali Word ছাটা English definition ⇒ ছাঁটা
- Bengali Word ছাত English definition [ছাত্] (বিশেষ্য) অট্টালিকার উপরিস্থ আচ্ছাদন; ছাদ। {(তৎসম বা সংস্কৃত) ছাদ>}