ছ পৃষ্ঠা ৯
- Bengali Word ছিঁচকাঁদুনে English definition [ছিচ্কাঁদুনে] (বিশেষণ) অল্পেই কেঁদে ফেলে এমন। (ছেলেবেলায় আমি যা ছিঁচকাঁদুনে ছিলাম-আজা)। ছিঁচকাঁদুনী (স্ত্রীলিঙ্গ)। {ছিছি+(তৎসম বা সংস্কৃত) ক্রন্দন>কাঁদন+ইয়া>}
- Bengali Word ছিঁচে-পানি (বিরল) English definition [ছিঁচেপানি] (বিশেষ্য) ছিটা পানি বা পানির ছিটা (ছিঁচে-পানি আর মিছে কথা মানুষের গায়ে বড্ড লাগে না-কাজী নজরুল ইসলাম)। {ছিটা>+পানি}
- Bengali Word ছিঁড়া English definition ⇒ ছেঁড়া
- Bengali Word ছিচকা, ছিচেকে English definition ⇒ ছিঁচকা১
- Bengali Word ছিজ্জিন (বিরল) English definition [ছিজ্জিন্] (বিশেষ্য) মরণান্তর পাপীদের আবাসস্থল; দোজখ; নরক (ছিজ্জিন মোকামে রহে নানা বিড়ম্বনে-হেয়াত মাহমুদ)। {(আরবি) সিজ্জীন}
- Bengali Word ছিট ১ English definition [ছিট্] (বিশেষ্য) ১ ফোঁটা; বিন্দু; দাগ (কাদার ছিটা)। ২ নকশার ছাপমারা কাপড় (ছিট কাপড়)। ৩ সামান্য পাগলামি; বাতিক (তার মাথায় ছিট আছে)। ৪ লক্ষণ; চিহ্ন; আভাস (পাগলামির ছিট)। {(তৎসম বা সংস্কৃত) চিত্র>; (তুলনীয়) (হিন্দি) ছীট}
- Bengali Word ছিট ২ English definition [ছিট্] (বিশেষ্য) ১ টুকরা; খণ্ড। ২ অবশিষ্ট; শেষ (কাজের ছিট)। ৩ বিচ্ছিন্ন ফালি বা টুকরা (ছিট জমি)। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্>; (তৎসম বা সংস্কৃত) শিষ্ট>(প্রাকৃত) সিট্ঠ>}
- Bengali Word ছিটকানি ১ English definition [ছিট্কানি] (বিশেষ্য) ছিটকে পড়া জল-কাশীরাম দাস জাতীয় পদার্থ। {√ছিটকা+আনি}
- Bengali Word ছিটকানো, ছিটকনো English definition [ছিট্কানো, ছিট্কনো] (ক্রিয়া) ১ ছিটানো; বিক্ষিপ্ত করা; ছড়ানো। ২ ঠিকরানো; সজোরে নিক্ষেপ করা বা নিক্ষিপ্ত হওয়া। ৩ বেগে ধাবন; ঠিকরিয়ে যাওয়া (ছিটকাইয়া গিয়া সাধুর বেটী শক্তিকে সাত ঘা খ্যাংরা মারিয়া গর্জিয়া উঠে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√ছিটকা+আনো}
- Bengali Word ছিটকিনি, ছিটকানি ২ English definition [ছিট্কিনি, ছিট্কানি] (বিশেষ্য) হুড়কাবিশেষ; দরজা জানালা প্রভৃতি বন্ধ করার খিল বা কীলক (দরজার ছিটকিনিটা খুলে ফেলল-আলাউদ্দীন আল আজাদ)। {(হিন্দি) সিটকিনী}
- Bengali Word ছিটন, ছিটনো English definition ⇒ ছিটানো
- Bengali Word ছিটা, ছিটে English definition [ছিটা, ছিটে] (বিশেষ্য) ১ বিন্দু; ফোঁটা; কণা; সামান্য পরিমাণ (এক ছিটা নুন)। ২ নিক্ষিপ্ত কণা; ছাট (পানির ছিটা)। ৩ বন্দুকের ছররা বা ছিটে গুলি। ৪ আফিম-গুলিতে প্রস্তুত মাদক-দ্রব্য। ছিটাগুলি (বিশেষ্য) বন্দুকে ব্যবহার্য ছোট ছোট গুলি (সিকি পয়সা দামেরও ছিটাগুলি অপব্যয় করিতে পারে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ছিটাছিটি (বিশেষ্য) পরস্পরের প্রতি ছিটানো। ছিটাপাড়া (ক্রিয়া) মন্ত্র পড়ে গায়ে জলেল ছিটা দেওয়া; মন্ত্রপূত জলশরীরে নিক্ষেপ করা। ছিটেফোঁটা (বিশেষ্য) ১ অতি সামান্য পরিমাণ। ২ অতি সামান্য বা কণিকা পরিমাণ বস্তু। ছিটাবেড়া (বিশেষ্য) মাটির প্রলেপ দেওয়া বাঁশের বেড়া। ছিটাবোনা (ক্রিয়া) চাষ না করে বীজ ছড়িয়ে দেওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা (বিশেষ্য) ১ ক্ষতে লবণ দিয়ে যন্ত্রণা বৃদ্ধি। ২ আর্ত হৃদয়ে অপমানাদি প্রয়োগ যন্ত্রণা বৃদ্ধিকরণ। {(তৎসম বা সংস্কৃত) ছটা; √ছিট্+আ; (তুলনীয়) (হিন্দি) ছীট}
- Bengali Word ছিটানো, ছিটনো English definition [ছিটানো, ছিটনো] (ক্রিয়া) ১ ছড়িয়ে দেওয়া; ছিটিয়ে দেওয়া। ২ নিক্ষেপ করা; সেঁচা; ছাড়নো। □(বিশেষ্য) সিঞ্চন; সিক্তকরণ। □(বিশেষণ) সিঞ্চিত। {√ছিট+আনো}
- Bengali Word ছিটুনি English definition ⇒ ছাটনি১
- Bengali Word ছিটে ১ English definition [ছিটে] (বিশেষ্য) ফুটি ফুটি চিহ্ন। □(বিশেষণ) ফুটি ফুটি চিহ্নবিশিষ্ট; চিত্র-বিচিত্র (গলায় ছিটে-কোকিলের গায়ের মত টাই-খগেন্দ্রনাথ মিত্র)।{(তৎসম বা সংস্কৃত)ছটা/চিত্র>}
- Bengali Word ছিটে ২ English definition ⇒ ছিটা
- Bengali Word ছিণ্ড (মধ্যযুগীয় বাংলা) English definition [ছিন্ডো] (ক্রিয়া) ছিন্ন করা; ছেঁড়া (মুণ্ড ছিণ্ডি আনিছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ছিণ্ডন বি। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন; (তৎসম বা সংস্কৃত) √ছিদ্>(প্রাকৃত) √ছিন্দ>}
- Bengali Word ছিতম (বিরল), সিতম English definition [সিতম্] (বিশেষ্য) অত্যাচার; জুলুম (আগে কারো পরে নাহি পৌঁছাই ছিতম-ফকির গরীবুল্লাহ)। {(ফারসি) সিতম্}
- Bengali Word ছিদর English definition [চিদর্] (বিশেষণ) ধূর্ত; শঠ। {(তৎসম বা সংস্কৃত) ছিত্বর>}
- Bengali Word ছিদ্যমান English definition [ছিদ্দোমান্] (বিশেষণ) ছেদন বা কর্তন করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্+মান(শানচ্)}