ছ পৃষ্ঠা ১১
- Bengali Word ছিম English definition ⇒ শিম
- Bengali Word ছিমছাম English definition [ছিম্ছাম্] (বিশেষণ) ১ পরিপাটি (ছিমছাম আধুনিক-মনোজ বসু)। ২ সুপরিষ্কৃত; পরিচ্ছন্ন। {(তৎসম বা সংস্কৃত) শ্রী>ছিরি>ছিম>(তৎসম বা সংস্কৃত) ছন্দ>ছাঁদ>ছাঁম (এখানে ছাম শব্দের প্রভাবে ছিম শব্দ গঠিত}
- Bengali Word ছিরি English definition [ছিরি] (বিশেষ্য) ১ শ্রী; কান্তি; লাবণ্য। ২ রূপ। ৩ ধরন; ভঙ্গি; প্রকার (পরিবারের ছিরি ফিরে আসবে-শাহেদ আলী)। ৪ রঙিন পিঠালি দিয়ে প্রস্তত মাঙ্গলিক দ্রব্যবিশেষ। ছিরিছাঁদ (বিশেষ্য) শ্রীসৌষ্ঠব; লাবণ্য ও রূপ। {(তৎসম বা সংস্কৃত) শ্রী. (প্রাকৃত) সিরী}
- Bengali Word ছিল, ছিলো English definition [ছিলো] (ক্রিয়া) অতীত কালে প্রথম পুরুষের খিয়া এবং ধাতুবিভক্তি। ক্রিয়ারূপ-ছিলাম, ছিরেন, ছিলি ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) স্থিত>(প্রাকৃত) থিঅ>থিল>}
- Bengali Word ছিলকা, ছিলকে English definition [ছিল্কা, ছিল্কে] (বিশেষণ) টুকরা; খণ্ড (এক সোরাহি সুরা দিও একটু রুটির ছিলকে আর-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষ্য) ১ গাছের ছাল; বল্কল। ২ ফলের পাতলা আবরণ বা খোসা। ৩ চামড়া; ত্বক। ছিলা, ছিলে (বিশেষ্য) ধনুকের ছিলো; ধনুকে সুতা দড়ি বা চামড়া দিয়ে যে গুণ প্রস্তুত করা হয় তা; ধুনকের গুণ। {(তৎসম বা সংস্কৃত) ছল্লিকা>(হিন্দি) ছিলকা}
- Bengali Word ছিলিম, ছিলম English definition [ছিলিম্, ছিলম্] (বিশেষ্য) ১ তামাকের বা গাঁজার কলিকা। ২ এক কলিকা তামাক; বা গাঁজা। {(তুলনীয়) (হিন্দি) চিলম; চিলিম; (ফারসি) চিলম্}
- Bengali Word ছিলিমচি, ছিলমচি English definition [ছিলিম্চি, ছিলম্চি] (বিশেষ্য) ১ হুঁকার দণ্ডের উপরিভাগ; কলকে বসানোর স্থান। ২ হাত ধোয়ার ঢাকনিদার পাত্র। {(ফারসি) চিরম্চী}
- Bengali Word ছিষ্টি English definition ⇒ সৃষ্টি
- Bengali Word ছিয়াত্তর English definition [ছিয়াত্তোর্] (বিশেষ্য), (বিশেষণ) ৭৬ সংখ্যা; ৭৬ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষট্সপ্ততি>(প্রাকৃত) ছাহত্তরি>}
- Bengali Word ছিয়ানব্বই, ছিয়ানব্বুই English definition [ছিয়ানব্বই, ছিয়ানব্বুই] (বিশেষ্য), (বিশেষণ) ৯৬ সংখ্যা; ৯৬ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষট্নবতি/ষণ্নবতি>(প্রাকৃত) ছনরই}
- Bengali Word ছিয়াল, ছীয়াল English definition [ছিয়াল্] (বিশেষণ) ১ বাড়ন্ত; দীঘল; বিশাল। □(অব্যয়) নামের পূর্বে ব্যবহৃত শব্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শ্রী+বালা (ওয়ালা)}
- Bengali Word ছিয়াশি English definition [ছিয়াশি] (বিশেষ্য), (বিশেষণ) ৮৬ সংখ্যা; ৮৬ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষড়শীতি>}
- Bengali Word ছিয়ে English definition (ব্রজবুলি) (অব্যয়) ছি; ধিক; ধিক্কার বা লজ্জা প্রকাশক শব্দ (রাখা ছিয়ে ছিয়ে চঞ্চল চিত্ত তোহারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(প্রাকৃত) ছিছি}
- Bengali Word ছুঁই ছুঁই English definition [ছুঁইছুঁই] (অব্যয়) ছোঁয়া লাগে লাগে এরূপ ভাবপ্রকাশক; সন্নিকটে; অতি কাছে। {(তৎসম বা সংস্কৃত) √ছুপ্>(প্রাকৃত) ছুর>ছুঁ+ই}
- Bengali Word ছুঁচ English definition [ছুঁচ্] (বিশেষ্য) সুচ; সেলাই করার জন্য ব্যবহৃত ক্ষুদ্রাকার তীক্ষ্মমুখ শলাকাবিশেষ। ছুঁচ ফুটানো (ক্রিয়া) ১ সুচ দ্বারা বিদ্ধ করা। ২ (আলঙ্কারিক) মর্মবিদ্ধ করা। {(তৎসম বা সংস্কৃত) সূচি>}
- Bengali Word ছুঁচল, ছুঁচলো English definition ⇒ ছুঁচাল
- Bengali Word ছুঁচা, ছুঁচো English definition [ছুঁচা, ছুঁচো] (বিশেষ্য) ১ ইদুরজাতীয় প্রাণী; ছুছন্দরী; গন্ধমূষিক। ২ অসৎ বা ঘৃণিত ব্যক্তি। □(বিশেষণ) খাই-খাই স্বভাববিশিষ্ট; লোভী। ছুঁচা বাজি, ছুঁচা বাজী (বিশেষ্য) ছুঁচার ন্যায় বেগে ধাবমান আতসবাজি। ছুঁচামেরে হাত গন্ধ করা (ক্রিয়া) তুচ্ছ ব্যক্তিকে শাস্তি দিয়ে অখ্যাতি লাভ করা। ছুঁচোর কেত্তন (বিশেষ্য) ১ ছুঁচার চিৎকারের মতো বিরক্তিজনক চেঁচামেচি। ২ অনবরত কলহ। ৩ ছুঁটার বিষ্ঠার মতো জুগুপ্সাজনক অবস্থা; অভাবজাত বিশৃঙ্খল অবস্থা। ঘরে ছুঁচোর কেত্তন, বাইরে কোঁচার পত্তন-বাড়িতে চরম দারিদ্র্য বাইরে বড়লোকি দেখানো; প্রকৃত অবস্থা গোপন করে আড়ম্বর প্রদর্শন। সাপের ছুঁচা গেলা ১ দুর্গন্ধযুক্ত ছুঁচো গলাধঃকরণ কষ্টদায়ক অথচ সাপের পক্ষে তার মুখের গঠনের দরুণ কিছুটা গেলা ছুঁচো উদ্গিরণ অসম্ভব। ২ উভয়-সঙ্কট দশা। {(তৎসম বা সংস্কৃত) ছুচুন্দরী; (তৎসম বা সংস্কৃত) তুচ্ছ> (প্রাকৃত) ছুচ্ছ>}
- Bengali Word ছুঁচালো, ছুঁচাল, ছুঁচলো, ছুঁচল English definition [ছুঁচালো, ছুঁচাল, ছুঁচোল, ছুঁচল] (বিশেষণ) সুচালো; তীক্ষ্ণাগ্র। □(বিশেষ্য) সরু ও গোলাকার অধরোষ্ঠের কুঞ্চিত ভঙ্গিবিশেষ (ডাবা হুঁকোয় ছুঁচলো করে ঠোঁট রাখা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ছুঁটালোধার (বিশেষণ) সুচের মতো তীক্ষ্ণ ও ধারবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সূচি>ছুঁচ+আলো}
- Bengali Word ছুঁচো English definition ⇒ ছুঁচা
- Bengali Word ছুঁত, ছুঁৎ English definition ⇒ ছুত