ছ পৃষ্ঠা ৪
- Bengali Word ছর্দি ১, সর্দি English definition [ছোর্দি, শোর্দি] (বিশেষ্য) ১ ঠাণ্ডা; শৈত্য; হিম। ২ উদ্গার; বমি। (তুলনীয়) সর্দিগরমি। {(ফারসি) সর্দি}
- Bengali Word ছল English definition [ছল্] (বিশেষ্য) ১ ছলনা; প্রতারণা; প্রবঞ্চনা; শঠতা; কপটতা; কৌশল; ফাঁদ (ছলে বলে কলে কৌশলে)। ২ উপলক্ষ; প্রসঙ্গ (কথা কইব কী ছলে)। ৩ রূপ; আকার আকৃতি (নিজ ছায়া যেন ছল ধরে কার সাথে সাথে…ধায়-জসীমউদ্দীন)। ৪ ইঙ্গিত; ইশারা; সংকেত (কথা কয় ছলে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৫ ছুতা; অছিলা; ভান (খেলার ছলে)। ৬ দোষ; অপরাধ; খুঁত (ছল ধরা)। □(বিশেষণ) কপট। ছর্দিগ্রাহী (-হিন্) (বিশেষণ) ছিদ্রাণ্বেষী; দোষদর্শী; ক্রটি সন্ধানকারী। ছল চাতুরী (বিশেষ্য) শঠতা; প্রতারণা; কপটতা (ছল-চাতুরী তাহাদের একমাত্র অবলম্বন ছিল না-মোঃ ওয়ালিউল্লাহ)। ছলছুতা (বিশেষ্য) ১ অছিলা। ২ সামান্য ত্রুটি (নিজে আজে বাজে কাজের ছল ছুতায় সরে থাকতে চায়-জসীমউদ্দীন)। ছলধরা (ক্রিয়া) দোষ ত্রুটি বা খুঁত বের করা। ছলপাতা (ক্রিয়া) ফাঁদ পাতা; কৌশল করা। ছলে বলে (ক্রিয়াবিশেষণ) গায়ের জোরে অথবা কৌশলে; যে কোনো প্রকারে; কলে কৌশলে। {(তৎসম বা সংস্কৃত) √ছো+অল(কলচ্)}
- Bengali Word ছলকোনো, ছলকান English definition [ছল্কানো] (ক্রিয়া) উছলে পড়া; নাড়া খাওয়ার জন্য পাত্র থেকে তরল পদার্থের উপচে পড়া (বুকের কলস ছলকিয়া উঠে-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। ছলকানি (বিশেষ্য) নাড়া পেয়ে উপচে পড়া। ছলকে পড়া (ক্রিয়া) নাড়া পেয়ে উছলে বা উপচে পড়া। {√ছলকা+আনো; (তৎসম বা সংস্কৃত) √চল্; (তুলনীয়) (হিন্দি) √ছলক্}
- Bengali Word ছলচ্ছল English definition [ছলোছ্ছল্] (অব্যয়) ঢেউয়ের শব্দ। □(বিশেষণ) উচ্ছলিত {ছল+ছল}
- Bengali Word ছলছল English definition [ছলোছলো] (বিশেষ্য) জলস্রোতের শব্দ। □(বিশেষণ) ১ অশ্রুর লক্ষণ প্রকাশ (নয়ন কেন তোর ছলছল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সজল; জলভরা; আর্দ্র (ছলছল আঁখি)। ছলছলানি (বিশেষ্য) ১ জলপ্রবাহের ধ্বনি। ২ অশ্রুপূর্ণতার ভাব। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ছলনা, ছলন English definition [ছলোনা, ছলোন্] (বিশেষ্য) ১ কাপট্য; শঠতা। ২ প্রতারণা; প্রবঞ্চনা; ধোঁকা; ধাপ্পা। ছলিত (বিশেষণ) প্রতারিত; প্রবঞ্চনা বা ধোঁকা দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ছলি+অন(ল্যুট্)+আ(টাপ্), অ}
- Bengali Word ছলবলানো English definition [ছল্বলানো] (বিশেষণ) উচ্ছল; স্ফীত; উচ্ছ্বসিত (খুশী ছলবলানো মুখে দুই বন্ধু আজ মনের কপাট খুলে দিয়েছে-কবি মঈনুদ্দীন)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ছলা ১ English definition [ছলা] (বিশেষ্য) ছলনা; ছলা; কলা (জানে নানা মত ছলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ছলাকলা (বিশেষ্য) মন ভোলানোর হাবভাব; শঠতাপূর্ণ হাবভাব। {(তৎসম বা সংস্কৃত) ছল+(বাংলা) আ}
- Bengali Word ছলা ২ English definition [ছলা] (ক্রিয়া) ছলনা বা প্রতারণা বা প্রবঞ্চনা করা; ধোঁকা দেওয়া (কোন ছলে ছলিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ছল+(বাংলা) আ}
- Bengali Word ছলাৎ English definition [ছলাত] (অব্যয়) ১ তরল পদার্থের পতনজনিত শব্দ। ২ কঠিন পদার্থের সাথে তরল পদার্থের আঘাতের শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ছলিত English definition ⇒ ছলন
- Bengali Word ছা, ছাও English definition [ছা, ছাও] (বিশেষ্য) ১ শাবক; ছানা; ইতর জীবের সন্তান (কানা বগের ছা-জসীমউদ্দীন)। ২ অল্পবয়স্ক সন্তান; শিশু; বাচ্চা। ছা-পোষা (বিশেষণ) ১ সন্তানের ভরণপোষণ করতে হয় এমন। ২ নিরীহ; দরিদ্র (ছা-পোষা লোক কোনো ঝঞ্ঝাটে নাই)। {(তৎসম বা সংস্কৃত) শাব>(প্রাকৃত) ছাব>}
- Bengali Word ছাঁইচ, ছাঁচ, ছেঁচ English definition [ছাঁইচ্, ছাঁচ্, ছেঁচ্] (বিশেষ্য) চালের ঢালু প্রান্ত; চাল দ্বারা ঢাকা ঘরের চারপাশ (চালিাটির ছেঁচ থেকে একখানি কালো রঙের সাইনবোর্ড ঝুলছে-খগেন্দ্রনাথ মিত্র)। ছাঁইচতলা (বিশেষ্য) চালের বা ছাদের প্রান্তভাগের নিম্নস্থ গৃহের চতুষ্পার্শ্ব (রান্না ঘরের ছেঁচ তলায় দাঁড়াইয়া বলিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(হিন্দি) ছজ্জা}
- Bengali Word ছাঁক-জালি English definition [ছাঁক-জালি] (বিশেষ্য) মাছ ধরার ক্ষুদ্র জালবিশেষ (ছাঁক-জালি দিয়ে দুটি মাছকাঁকড়া ধরতে পারো না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) শাত>ছাঁক+(তৎসম বা সংস্কৃত) জাল+(বাংলা) ই}
- Bengali Word ছাঁকন English definition [ছাঁকোন্] (বিশেষ্য) বস্ত্রাদি দ্বারা কোনো তরল পদার্থকে শোধন; ছাঁকা। {(তৎসম বা সংস্কৃত) শাতন>}
- Bengali Word ছাঁকনা, ছাঁকনি, ছাকনী English definition [ছাঁক্না, ছাঁক্নি, ছাঁক্নি] (বিশেষ্য) ২ সছিদ্র পাত্রবিশেষ; ছাঁকবার পাত্র। ২ চালনি। {(তৎসম বা সংস্কৃত) শাতন>(বাংলা) ছাঁকন+আ, ই, ঈ}
- Bengali Word ছাঁকা English definition [ছাঁকা] (ক্রিয়া) ১ বস্ত্র ব্লটিং ইত্যাদির সাহায্যে তরল পদার্থ থেকে ময়লা বা কঠিন পদার্থ পৃথক বা দূর করা; পরিষ্কার বা শোধন করা (চা ছাঁকা)। ২ চালা (আটা ছাঁকা)। □(বিশেষ্য) ছাঁকার বা চালার কাজ। □(বিশেষণ) ১ ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ)। ২ খাঁটি; যথার্থ; সার (ছাঁকা কথা)। ৩ ভেজাল শূন্য; বিশুদ্ধ (ছাঁকা জল)। ৪ সহজলভ্য। ৫ ছাঁকার জন্য ব্যবহৃত হয় এমন (আটা-ছাঁকা চালনি)। ছাঁকা তেলে ভাজা (ক্রিয়া) বেশি তেলে ভাজা; ছাঁকনি বা ঝাঁঝরি দিয়ে ছেঁকে তোলা যায় এই পরিমাণ তেলে ভাঁজা। ছেঁকে ধরা (ক্রিয়া) বেষ্টন করা; ঘিরে ধরা; চারদিক থেকে ব্যতিব্যস্ত বা উত্ত্যক্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। {(তৎসম বা সংস্কৃত) শাতন>ছাঁকন>ছাঁক}
- Bengali Word ছাঁচ ১ English definition ⇒ ছাঁইচ
- Bengali Word ছাঁচ ২ English definition [ছাঁচ্] (বিশেষ্য) ১ ফর্মা; কাঠমো; mould; অনেক বস্তুকে একটা নির্দিষ্ট আকার দেওয়ার জন্য কাষ্ঠাদি নির্মিত ফ্রেম (সত্যকার সংস্কৃতি কর্মীরা নিজেদের ছাঁচে ঢালাই করতে চায়না-মোতাহের হোসেন চৌধুরী)। ২ ধরন; একরূপতা; তুল্যতা; সাদৃশ্য; প্রতিকৃতি (রহিমার চরিত্রটি একজন আদর্শ রমণীর ছাঁচে গঠিত হয়ে উঠেছিল-শেখ ফজলল করিম)। ৩ ছাঁচে তৈরি মিষ্টান্ন (ক্ষীরের ছাঁচ)। {(ফারসি) সাজ; (তৎসম বা সংস্কৃত) সঞ্চ>; (তুলনীয়) (হিন্দি) সাঁচা}
- Bengali Word ছাঁচি English definition [ছাঁচি] (বিশেষণ) দেশি; প্রকৃত; আসল। ছাঁচি কুমড়া (বিশেষ্য) দেশি কুমড়া; চালকুমড়া। ছাঁচিপান (বিশেষ্য) একপ্রকার সুগন্ধি পান (ছাঁচিপানে ঠোঁট রাঙায়-জসীমউদ্দীন)। ছাঁচিবেতবি এক প্রকার সরু বেত। {(তৎসম বা সংস্কৃত) সত্য>(প্রাকৃত) সচ্চ>(হিন্দি) সাঁচ>}