ছ পৃষ্ঠা ১৩
- Bengali Word ছুবানো, ছুবান, ছুবানি, ছুবনানো English definition ⇒ ছোবানো
- Bengali Word ছুমন্তর English definition [ছুমন্তর্] (বিশেষ্য) মন্ত্রপূত ফুঁ; ঝাড়-ফুঁক। {(তৎসম বা সংস্কৃত) ফুৎ>ছুঁ+মন্ত্র}
- Bengali Word ছুরত, ছুরৎ English definition ⇒ সুরত
- Bengali Word ছুরি, ছুরিকা, ছুরী English definition [ছুরি, ছুরিকা, ছুরি] (বিশেষ্য) চাকু; ক্ষুদ্র ছোরা; লোহা বা ইস্পাত নির্মিত ক্ষুদ্র অস্ত্রবিশেষ। ছুরিমারা (ক্রিয়া) ছুরি দিয়ে আঘাত করা; ছুরি বিদ্ধ করা। গলায় ছুরি দেওয়া (ক্রিয়া) ১ কণ্ঠে ছুরি দিয়ে আঘাত করা; গলা কাটা। ২ (আলঙ্কারিক) সমূহ সর্বনাশ করা; ভীষণ প্রবঞ্চনা করা। মিছরির ছুরি (বিশেষ্য) মুখে মধূ অন্তরে বিষ; মিষ্টি কথায় ভুলিয়ে সাংঘাতিক প্রতারণা; মধুর বাক্যে মুগ্ধ করে যে অন্যের সর্বনাশ করে। {(তৎসম বা সংস্কৃত) ছুরী; ছুরিকা>(প্রাকৃত) ছুরআ}
- Bengali Word ছুরিত English definition [ছুরিতো] (বিশেষণ) ১ ব্যাপ্ত; বিস্তৃত। ২ লিপ্ত; নিযুক্ত; জড়িত। ৩ খচিত; অলঙ্কৃত; শোভিত। {(তৎসম বা সংস্কৃত) √ছুর্+ত(ক্ত)}
- Bengali Word ছুলা, ছুলান English definition ⇒ ছোলানো
- Bengali Word ছুলি, ছুলী English definition [ছুলি] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ। {(তৎসম বা সংস্কৃত) ছল্লি>}
- Bengali Word ছুড়া English definition ⇒ ছোড়া
- Bengali Word ছুড়ি English definition ⇒ ছুঁড়ি
- Bengali Word ছুয়ানি English definition [ছুয়ানি] (বিশেষ্য) নৌকা-জাহাজের কর্ণধার; সুকানি; হালি (ছুয়ানী টেণ্ডল আর খালাসী যে কত-(পূর্ববঙ্গ গীতিকা))। {(আরবি) সাফ্ফান = সফীনঃ বা নৌকা ও জাহাজের চালক}
- Bengali Word ছে, ছেও English definition [ছে, ছ্যাও] (বিশেষ্য) ১ কর্তিত অংশ; খণ্ড (কাঠের ছে)। ২ বিরতি; বিরাম; বিশ্রাম; ছেদ। {(তৎসম বা সংস্কৃত) ছেদ}
- Bengali Word ছেঁক ১, ছ্যাঁক English definition [ছ্যাঁক্] (অব্যয়) গরম তেলে হঠাৎ কিছু পড়ার শব্দ। ছেঁক-ছেঁক (অব্যয়) ১ ক্রমাগত ছেঁক শব্দ। ২ শরীরের তাপ বা জ্বরভাব প্রকাশক (গা-টা ছ্যাঁক ছ্যাঁক করছে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ছেঁক ২ English definition ⇒ সেক
- Bengali Word ছেঁকা ১ English definition [ছেঁকা] (বিশেষ্য) শরীরে তপ্ত বস্তুর জ্বালাকর স্পর্শ (ছেঁকা লাগা বা দেওয়া)। ছেঁকা দেওয়া (ক্রিয়া) লৌহ শলাকাদি তপ্ত করে শরীরে স্পর্শ করানো। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ছেঁকা ২ English definition [ছেঁকা] (ক্রিয়া) ১ সেঁকা; সামান্য তেল বা ঘিয়ে ভাজা বা সাঁতলানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ছেঁচ, ছেঁচতলা English definition ⇒ ছোঁইচ
- Bengali Word ছেঁচকি, ছেচকি English definition [ছেঁচ্কি, ছেচ্কি] (বিশেষ্য) ব্যঞ্জনবিশেষ; তেলে কষিয়ে অল্প পানিতে সিদ্ধ করা ব্যঞ্জন। {ধ্বন্যাত্মক (তুলনীয়) (হিন্দি) ছিছোরা}
- Bengali Word ছেঁচা ২ English definition [ছ্যাঁচা] (ক্রিয়া) পানি সেচন; সিঞ্চন। {(তৎসম বা সংস্কৃত) √সিচ্>}
- Bengali Word ছেঁচোড় English definition ⇒ ছেঁচড়
- Bengali Word ছেঁচড়া ২, ছ্যাঁচড়া English definition [ছ্যাঁচ্ড়া] (বিশেষ্য) ১ মাছের কাঁটা তেল ও শাক-সবজির ঘন্ট। {(তুলনীয়) (হিন্দি) ছিছোরা}