ছ পৃষ্ঠা ১৪
- Bengali Word ছেঁচড়া, ছেঁচড়া ১, ছ্যাঁচড়া ১ English definition [ছ্যাঁচোড়্, ছ্যাঁচ্ড়া, ছ্যাঁচ্ড়া] (বিশেষ্য) ১ শঠ; প্রতারক; অসৎ; দুষ্ট। ২ ইতর প্রকৃতি; নিতান্ত নীচ (তুমি তো ভারি ছ্যাঁচড়া ছোট লোক-সুকুমার রায়)। □(বিশেষণ) ঋণশোধ করতে অনিচ্ছুক এমন। ছেঁচড়াপনা, ছেঁচড়ামি (বিশেষ্য) নীচ বৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) সূচক>ছিঁচকা+(তৎসম বা সংস্কৃত) চোর; (তৎসম বা সংস্কৃত) ছিত্বর>}
- Bengali Word ছেঁদা English definition [ছ্যাঁদা] (বিশেষ্য) ফুটো; ছিদ্র। {(তৎসম বা সংস্কৃত) ছিদ্র>(প্রাকৃত) ছিন্দ>ছেন্দা>}
- Bengali Word ছেঁদে English definition [ছেঁদে] (অসমাপিকা ক্রিয়া) ১ বেষ্টন করে; ঘিরে (আল্যা করি কোলে বসি ছেঁদে ধরি গলে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ কৌশলে উত্থাপন করে। {(তৎসম বা সংস্কৃত) ছন্দঃ>(বাংলা) ছাঁদ+এ>}
- Bengali Word ছেঁদো English definition [ছেঁদো] (বিশেষণ) ১ সাজানো; কপট; কৌশলময় (কিন্তু ছেঁদো কথায় আমার মন ভুলবে না-শেখ ফজলল করিম)। ২ তুচ্ছ; নগণ্য; মূল্যহীন (আমার মত ছেঁদো ছোট বেহায়া লোকের কাছে…-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ছন্দ>ছাঁদ+(বাংলা) উয়া>ও=ছেঁদো}
- Bengali Word ছেঁড়া English definition [ছ্যাঁচা] (ক্রিয়া) পেষা; থেঁতলানো, পেষণ করা (পান ছেঁড়া)। □(বিশেষ্য) ১ পেষণ; থেঁতলানো বা পিষ্ট বস্তু। ২ পিষ্ট; থেতলানো। ছেঁচড়া, ছেঁচান (ক্রিয়া) অন্যের দ্বারা পেষণ করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {ছেঁচ্(<(তৎসম বা সংস্কৃত) √ছিদ্)+আ}
- Bengali Word ছেঁড়া, ছিঁড়া English definition [ছেঁড়া, ছিঁড়া] (ক্রিয়া) ১ ফাঁড়া; বিদীর্ণ করা (জামা ছেঁড়া)। ২ তোলা; চয়ন করা (ফুল ছেঁড়া)। ৩ উৎপাটন করা (চুল ছেঁড়া)। ৪ দুধ নষ্ট হয়ে ছানা হওয়া (দুধ ছেঁড়া)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ছেঁড়া খোঁড়া বিণ। ছেঁড়া ছিঁড়ি (বিশেষ্য) ১ আঁচড় কামড় দ্বারা পরস্পরকে ক্ষতবিক্ষত করাণ। ২ প্রচণ্ড বিবাদ। ৩ পুনঃপুন ছেঁড়া। ছেঁড়ানো, ছেঁড়ান (ক্রিয়া) ১ অন্যের দ্বারা ছেদন বা উৎপাটন করানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত প্রকার অর্থে। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন(<√ছিদ্)>(প্রাকৃত) √ছিন্দ>(বাংলা) √ছিণ্ড>ছেঁড়া}
- Bengali Word ছেঁড়াছিঁড়ি English definition [ছেঁড়াছিঁড়ি] (বিশেষ্য) ১ আঁচড় কামড় দ্বারা পরস্পরকে ক্ষতবিক্ষত করণ। ২ প্রচণ্ড বিবাদ। ৩ পুনঃপুন ছেঁড়া। ছেঁড়ানো, ছেঁড়ান (ক্রিয়া) অন্যের দ্বারা ছেদন বা উৎপাটন করানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত প্রকার অর্থে। {ছেঁড়া+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)ছিঁড়ি}
- Bengali Word ছেই-ছেই, ছেইছেই English definition [ছেইছেই] (অব্যয়) তুচ্ছতাচ্ছিল্য বা ঘৃণাপূর্ণ অবজ্ঞাবোধক (এ দুয়ারে যায়-দুর দুর ও দুয়ারে যায়-ছেই-ছেই-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {ছিছি>}
- Bengali Word ছেক ১ English definition [ছেক্] (বিশেষ্য) বিরাম। {(তৎসম বা সংস্কৃত) ছেদ>; আঞ্চলিক}
- Bengali Word ছেক ২ English definition [ছেক্] (বিশেষ্য) অনুপ্রাসবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √ছো+এক(ডেকন্)}
- Bengali Word ছেকড়া, ছ্যাকড়া, ছ্যাকরা English definition [ছ্যাক্ড়া, ছ্যাক্ড়া, ছ্যাক্রা] (বিশেষ্য) ছক্কড়; নিকৃষ্ট শ্রেণির যানবাহন বা ঘোড়াগাড়ি (সখের ছেকড়ায় এই খোঁড়া টাট্টুটি জুড়িয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; চটপট করে ঢুকে পড়ত ছ্যাকড়া গাড়ীর ভিতরে-রখা; ছ্যাকরা গাড়িতে করে মামা-বাড়ি যাই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) শকট>(বাংলা) ছ্যাকড়া; (তুলনীয়) (হিন্দি) ছক্কড়া}
- Bengali Word ছেচকি English definition ⇒ ছেঁচকি
- Bengali Word ছেচল্লিশ, ছচল্লিশ English definition [ছেচল্লিশ, ছচল্লিশ] (বিশেষ্য), (বিশেষণ) ৪৬ সংখ্যা; ৪৬ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষট্চত্বারিংশৎ>(প্রাকৃত) ছঅচত্তালীস>}
- Bengali Word ছেতো English definition ⇒ ছাতা২
- Bengali Word ছেত্তা English definition [ছেত্তা] (বিশেষণ) ছেদন করে এমন; ছেদক; ছেদনকারী। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্+তৃ(তৃচ্)=ছেত্তৃ}
- Bengali Word ছেদ English definition [ছেদ্] (বিশেষ্য) ১ কর্তন; বিচ্ছিন্নকরণ; ছেদন (মুণ্ডচ্ছেদ)। ২ বিরাম; বিরতি (মৃত্যুর মুরতি হেরি যুদ্ধে তুমি দাওনিক ছেদ-আজহারুল ইসলাম)। ৩ ভাগ; খণ্ড; অংশ। ৪ অধ্যায়। ৫ যতিচিহ্ন; দাঁড়ি কমা ইত্যাদি। ছেদক (বিশেষণ) ছেদন করে এমন; ছেদনকারী। ছেদন (বিশেষ্য) কর্তন; বিচ্ছিন্নকরণ। ছেদনী (বিশেষ্য) ছেদন করার অস্ত্র। ছেদনীয়, ছেদ্য (বিশেষণ) ছেদনযোগ্য; ছেদন করা যায় এমন। ছেদিত (বিশেষণ) ছেদন করা হয়েছে এমন; কর্তিত; খণ্ডিত; নিহত। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্+অ(ঘঞ্)}
- Bengali Word ছেনি, ছেনী English definition [ছেনি] (বিশেষ্য) ১ ধাতু বা প্রস্তর ছেদনের যন্ত্রবিশেষ; ছোট বাটালি। ২ ধান কাটবার অস্ত্র; কাস্তে (বছরে বছরে তারে কাটিয়াছে ছেনি দাও দিয়া-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) ছেদনী>(প্রাকৃত) ছেঅণী>ছেনী}
- Bengali Word ছেপ, ছ্যাপ English definition [ছ্যাপ্] (বিশেষ্য) থুথু; নিষ্ঠীবন (তবে এক মুখে দুই কথা ছেপ ফেলে গেলা এই একটু দোষ-দীসে)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষেপ্>ছেপ্}
- Bengali Word ছেপারা English definition ⇒ সিপারা
- Bengali Word ছেপায়া, সেপায়া English definition [ছেপায়া] (বিশেষ্য) তেপায়া; তিন পদবিশিষ্ট টেবিল। {(ফারসি) সেহ্পায়াহ্}