ছ পৃষ্ঠা ১
- Bengali Word ছ ১ English definition বাংলা ভাষায় সপ্তম ব্যঞ্জনবর্ণ এবং চ-বর্গের দ্বিতীয় বর্ণ। এটি প্রশস্ত দন্তমূলীয় (dorso বা palate-alveolar); অঘোষ (voiceless); মহাপ্রাণ (aspirated); স্পর্শ (plosive) ধ্বনি। বাংলাদেশের পূর্বদিকের অঞ্চলবিশেষে কখনো কখনো এই বর্ণটির উচ্চারণ শিস্জাত (fricative) ধ্বনিরূপেও শোনা যায়। ঢাকার কুট্টিদের মুখে এটি ঘৃষ্ট (affricate) ধ্বনিরূপে উচ্চারিত হয়।
- Bengali Word ছ ২ English definition ⇒ ছয়
- Bengali Word ছই, ছৈ English definition [ছোই] (বিশেষ্য) নৌকা ও গরুর গাড়ির অর্ধগোলাকার ছাদ বা চাল (আজও কেন যায় না দেখা নায়ের চই-কাজী নজরুল ইসলাম)। ছইওয়ালা (বিশেষণ) ছইযুক্ত; ছই দেওয়া আছে এমন (ছইওয়ালা গরুর গাড়ির জোগাড় করিতে লাগিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ছইয়াল (বিশেষ্য) ঘরের আচ্ছাদন দেওয়া বা ঘর ছায় যে ব্যক্তি (জমিহীন … ঘরামি বা ছইয়াল-তারাই সবচেয়ে বেশি দুঃস্থ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) ছদি>(প্রাকৃত) ছই}
- Bengali Word ছউই, ছয়ই English definition [চউই, চয়্ই] (বিশেষ্য) মাসের ষষ্ঠ দিবস; মাসের ছয় তারিখ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্>(প্রাকৃত) ছ>+(বাংলা) ই}
- Bengali Word ছওগন্দ (বিরল), ছউন English definition [চওগ্দ্, ছউন্] (বিশেষ্য) শপথ; হলফ; প্রতিজ্ঞা; দিব্য (ছওগন্দ করিয়া বিবি কহে আর বার-সৈয়দ হামজা)। {(ফারসি) সরগন্দ্}
- Bengali Word ছওম, ছিওম, সিওম English definition [ছওম্, ছিওম, সিওম্] (বিশেষণ) তৃতীয়। {(ফারসি) সুরম}
- Bengali Word ছওয়াব English definition ⇒ সোয়াব
- Bengali Word ছক English definition [ছক্] (বিশেষ্য) ১ দাবা পাশা শতরঞ্জ ইত্যাদি খেলবার ঘর; ঐরূপ ঘরযুক্ত বোর্ড ইত্যাদি। ২ নকশা; পরিকল্পনা; পরিকল্পিত কাঠামো বা আদল। ছককাটা (ক্রিয়া) ১ রেখা টেনে চতুষ্কোণে বিভক্ত ঘর অঙ্কন করা। ২ কিছু করার পূর্বে বিশদ পরিকল্পনা করা। ছক-কাটা (বিশেষণ) ১ চতুষ্কোর্ণে বিভক্ত। ২ প্রথানির্দিষ্ট; বিধিবিধান দ্বারা আবদ্ধ (এ সমাজ শতরঞ্জের ঘরের মতো ছক কাটা-প্রথম চৌধুরী)। ছকা (ক্রিয়া) ১ ছক তৈরি করা; নকশা আঁকা। ২ পরিকল্পনার মুসাবিদা বা খসড়া করা। ৩ পূর্ব-নির্দিষ্ট। ছকে দেওয়া (ক্রিয়া) ১ করণীয় কাজের পদ্ধতি স্থির করে দেওয়া। ২ তৈরি করে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ষট্ক>(প্রাকৃত) ছক্ক>(বাংলা) ছক; (তৎসম বা সংস্কৃত) চক্র>(প্রাকৃত) চক্ক>চক>}
- Bengali Word ছক্কা ১ English definition [চক্কা] (বিশেষ্য) এক প্রকার ব্যঞ্জন; ছোঁকা। {(তৎসম বা সংস্কৃত) ষট্ক}
- Bengali Word ছক্কা ২ English definition [চক্কা] (বিশেষ্য) তাসবিশেষ যাতে ছয় ফোঁটা চিহ্নিত আছে; লুড়ু খেলায় যা দিয়ে দান দেওয়া হয়। ছক্কা ধরা (ক্রিয়া) তাস খেলায় জিতের চিহ্নবিশেষ। ছক্কাপাঞ্জা (বিশেষ্য) ছয় পাঁচ ফোঁটা চিহ্নিত তাস (তাসের হারজিৎ ও ছক্কাপাঞ্জার পুনঃ পুনঃ আবর্তনের মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ছক্কা পাঞ্জা করা, ছক্কাই-পাঞ্জাই করা (ক্রিয়া) বড়াই করা; বড়বড় কথা বলা; প্রতারণা করা। ছক্কা মারা (ক্রিয়া) ক্রিকেট খেলায় একসঙ্গে ছয় রানের মার। {(তৎসম বা সংস্কৃত) ষট্ক>(প্রাকৃত) ছক্ক>ছক্কা}
- Bengali Word ছক্কড় English definition [ছক্কড়্, ছক্ককোড়্]; (বিশেষ্য) নড়বড়ে বা নিকৃষ্ট ঘোড়ার গাড়ি; ছ্যাকড়া গাড়ি (কুঠিওয়ালারা গহনার ছক্কড়ের ভিতর থেকে উকি মেরে দেখে চক্ষু সার্থক কচ্চেন-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) শকট>(প্রাকৃত) সগড়>ছক্কড়}
- Bengali Word ছকড়া (বিরল) English definition [ছকড়া/ছক্ড়া] (বিশেষ্য) ১ বাদ্যযন্ত্র বিশেষ (কাড়া নাকাড়া শানাই ছকড়া ডান মৃদঙ্গ ঘাগরের বাদ্যে দশদিনে আগে হইতেই পশুপক্ষী আর মাটিতে পড়ে না-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ অতি সাধারণ ঘোড়ার গাড়ি (ছকড়া গাড়ী-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ⇒ ছেকড়া। ছকড়া-নকড়া (বিশেষ্য) ১ অবজ্ঞাসূচক ব্যবহার; তুচ্ছ-তাচ্ছিল্য (… উনি আমাকে ছকড়া-নকড়া করেন-দীনবন্ধু মিত্র)। ২ বিশৃঙ্খলা। ৩ নগণ্য। ৪ বিশৃঙ্খলা। {(তৎসম বা সংস্কৃত) ষট্>ছ+(তৎসম বা সংস্কৃত)কপর্দক>কড়া>}
- Bengali Word ছঙ্গ মরমর English definition [ছঙ্গো মর্মর্] (বিশেষ্য) মর্মর প্রস্তর। {(ফারসি) সঙ্গ্মর্মর}
- Bengali Word ছঙ্গদিল English definition [ছঙ্গোদিল্] (বিশেষ্য) পাষাণ হৃদয়। {(ফারসি) সঙ্গ্দিল}
- Bengali Word ছচি English definition [ছোচি] (বিশেষণ) অশুচি; উচ্ছিষ্ট (অন্ন ছচি করিলেক চঞ্চল বালকে-জয়ানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) অশুচি>}
- Bengali Word ছচিমচি English definition [ছোচিমোচি] (বিশেষণ) বিশৃঙ্খল; বিপর্যস্ত; এলোমেলো (ছচিমচি হয়ে যায় সারা মালঞ্চ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সত্যমিথ্যা>?}
- Bengali Word ছজুদ (বিরল) English definition [ছজুদ] (বিশেষ্য) সেজদা (রাসুলের নাম শুনি, মোরাদ হাছেল জানি আল্লা নামে করিল ছজুদ-সৈয়দ হামজা)।
- Bengali Word ছট English definition [ছট্] (বিশেষ্য) হিন্দুস্তানিদের পর্ববিশেষ; ষষ্ঠী পর্ব (ছট পর্ব)। □(অব্যয়) দ্রুত পৃথক হওয়ার শব্দ। {(তৎসম বা সংস্কৃত) ষট্}
- Bengali Word ছটকানো, ছটকান English definition ⇒ ছিটকান
- Bengali Word ছটফট English definition [ছট্ফট্] (বিশেষ্য) ১ অস্থিরতা, চঞ্চলতা, ব্যাকুলতা, প্রভৃতি প্রকাশক ভাব। □(অব্যয়) আইঢাই; অস্থির; আকুল; ধড়ফড়। ছটফটানো, ছটফটান (ক্রিয়া) ছটফট করা। □(বিশেষ্য) উক্ত অর্থে। ছটফটানি (বিশেষ্য) চঞ্চলতা; ব্যাকুলতা; উদ্বেগ। ছটফট (বিশেষণ) অস্থির; ব্যাকুল; উদ্বিগ্ন। {ধ্বন্যাত্মক: (তুলনীয়) (হিন্দি) ছটপটানা}