ক পৃষ্ঠা ৫
- Bengali Word কছুর English definition ⇒ কসুর
- Bengali Word কছেল্লা English definition [কছেল্লা] (বিশেষ্য) দুঃখ; কষ্ট; ক্লান্তি (হইবে ইহার জানে বহুত কছেল্লা-সৈয়দ হামজা)। { (আরবি) কসালাহ }
- Bengali Word কজলবাস , কাজলবাস , কিজিলবাশ English definition [কজল্বাশ, কাজল্বাশ, কিজিল্বাশ] (বিশেষ্য) বীরত্বের জন্য খ্যাত লালমাথা, লাল টুপি পরা পারস্য দেশীয় তুর্কি সৈন্য, যারা খোরাসান থেকে এসে পারস্যে বসতি করে (উজবক কাজলবাস হাবসী জল্লাদ। আশাতল, মল্ল, ঢালী, ঢেলা খানেজাদ-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তুর্কি) কিজিলবাশ }
- Bengali Word কজলা English definition [কজ্লা] (বিশেষণ) কাজলবর্ণ; শ্যামল (তখনে নৃপতি ছিল প্রতাপে প্রচণ্ড। কাজলা অচলা আলাউদ্দিনের উচ্চ দণ্ড-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কজ্জল>}
- Bengali Word কজা , কাজা English definition [কজা, কাজা] (বিশেষ্য) অদৃষ্ট; ভাগ্য। {(আরবি) কদা }
- Bengali Word কজিয়া English definition ⇒ কাজিয়া
- Bengali Word কজ্জল English definition [কজ্জল্] (বিশেষ্য) ১ কাজল; অঞ্জন (অধরের কজ্জল, কপোলের সিন্দুর; বক্ষঃস্থ যাবক রঞ্জিত পদচিহ্ন-প্রথম চৌধুরী)। ২ কালি; মসী; ভুসা। ৩ মেঘ। কজ্জলা (বিশেষ্য) কাজলা মাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু>কৎ+জল}
- Bengali Word কজ্জলী English definition [কজ্জোলি] (বিশেষ্য) সমপরিমাণ শোধিত পারদ ও গন্ধক নিয়ে থলে মাড়লে যে কৃষ্ণবর্ণ চূর্ণ হয় তা; রসকজ্জলী; পপটিকা। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কজ্জল+ঈ}
- Bengali Word কজ্জ্বল , কজ্জল English definition [কজ্জল] (বিশেষ্য) ১ কাজল; অঞ্জন (বর্ষাজল হাওয়ায় মেঘ কজ্জ্বল আকাশের নীচে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; নয়নে তুমি মেঘ দাও হে কজ্জল পাড়াও ঘুম-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কাজলবর্ণ; কৃষ্ণ। □ (বিশেষণ) মলিন; অন্ধকার (মেধ কজ্জ্বল দিবসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+জ্বল, জল}
- Bengali Word কঞ্চি , কঞ্চী , কঞ্চিকা English definition [কোন্চি, কোন্চি, কোন্চিকা] (বিশেষ্য) বাঁশের সরু শাখা; বাঁশের গ্রন্থিমূল থেকে নির্গত সরু ডাল (মাছরাঙা পাখী একমনে চেয়ে কঞ্চিতে আছে বসি-বন্দে আলী মিয়া)। {(তুর্কি) কম্চী ; (তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চিকা>কঞ্চিআ>কঞ্চি}
- Bengali Word কঞ্চু , কঞ্চুক English definition [কোন্চু, কোন্চুক্] (বিশেষ্য) ১ সাঁজোয়া; কবচ; বর্ম (কাঞ্চন-কঞ্চুক-বিভা উজলিল পুরী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ গাত্রাবরণ; বস্র; জামা বা আবরণ। ৩ কাঁচুলি; বক্ষাবরণ (স্ত্রীলোকেরা উত্তরীয় আর অন্তর্বাসক ছাড়াও ছাট কঞ্চুক ব্যবহার করে-রাহুল সাংকৃত্যায়ন)। ৪ সাপের খোলস; নির্মোক (কিম্বা বিষধর; যবে বিচিত্র কঞ্চুক ভূষিত-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কনচ্+উ, উক}
- Bengali Word কঞ্চুকী English definition [কোন্চুকি] (বিশেষ্য) ১ অন্তঃপুরের নপুংসক বা খোজা প্রহরী; অন্তঃপুরের রক্ষী। ২ বর্মধারী। ৩ রাজান্তঃপুর প্রবেশাধিকারী বৃদ্ধ বিচক্ষণ ব্রাহ্মণ। ৪ সর্প। ৫ নারীর বক্ষাবরণ (অন্তর্বাসক [শাড়ি] আর কঞ্চুকীতে [বক্ষাবরণ] সে সজ্জিত ছিল-রাহুল সাংকৃত্যায়ন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চুক+ইন্}
- Bengali Word কঞ্চুল , কঞ্চূল English definition [কোন্চুল্] (বিশেষ্য) কাঁচুলি; স্ত্রীলোকের স্তনাবরণ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চ্ + উল(উলচ্)}
- Bengali Word কঞ্চুলিকা , কঞ্চুলী English definition [কোন্চুলিকা, কোন্চুলি] (বিশেষ্য) বাঁচুলি; স্ত্রীলোকের স্তনাবরণ (কঞ্চুলিকার স্বর্ণলিখায় মিলায় কথা-রবীন্দ্রনাথ ঠাকুর)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কঞ্চ্ +উন+(উন্চ)+ক(কন্)+আ(টাপ্), √কঞ্চ্+উন+(উন্চ)+ ঈ(ঙীপ্)}
- Bengali Word কঞ্চূল English definition ⇒ কঞ্চুল
- Bengali Word কঞ্জ English definition [কন্জো] (বিশেষ্য) ১ কমল (কঞ্জনয়নী খঞ্জন গতিহারী-জগদানন্দ)। ২ চুল; চিকুর; কেশ। ৩ অমৃত। □ (বিশেষণ) জলে জন্মে এমন; জলজ। কঞ্জমুখী (বিশেষণ) কমলাননা; পদ্মমুখী (কালরাত্রি কঞ্জমুখী কত জান কলা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কম্ + √জন্ +অ(ড)}
- Bengali Word কঞ্জক , কঞ্জন , কঞ্জল English definition [কন্জক্, কন্জন্, কনজল্] (বিশেষ্য) পক্ষীবিশেষ; ময়না পাখি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কম্+√জন্ +অক (ম্বুল্), অন(ল্যুট্), ল(লচ্)}
- Bengali Word কঞ্জুষ English definition ⇒ কঞ্জুস
- Bengali Word কঞ্জুস , কঞ্জুষ English definition [কোন্জুশ্] (বিশেষণ) কৃপণ; কিপটে। কঞ্জুসপনা (বিশেষ্য) কৃপণতা (নিজেদের উপর দিয়েই যত কঞ্জুষপনা-মনোজ বসু)। কঞ্জুসি, কঞ্জুসী (বিশেষ্য ) কৃপণতা (স্বপ্নেই যদি পোলাও খাবেন তবে ঘি ঢালতে কঞ্জুসি করছেন কেন?-সৈয়দ মুজতবা আলী; মোরা খুনজোশী বীর, কঞ্জুসী লেখা আমাদের খুনে নাই-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কণ্(=কণা)+√চুষ্(=চুষে) খাওয়া)=কঞ্জুষ; প্রাকৃতকঞ্চুষ=যে একটি কণাও ছাড়ে না অর্থাৎ হদ্দ কৃপণ। (তুলনীয়) (হিন্দী) কংজূস্=কৃপণ}
- Bengali Word কট ১ English definition [কট্] (বিশেষ্য) ১ তৃণ; খড়; মাদুর; তৃণাসন; দরমা। ২ কাছি; ঘাস দ্বারা প্রস্তুত মোটা দড়ি। ৩ তক্তা। ৪ ঘাসের দড়িতে প্রস্তুত খাটিয়া; শববাহী খাটিয়া। ৫ মদবর্ষণকারী হস্তিগণ্ড। ৬ আচার; বিধান; নিয়ম (আগে বড় পিছে ছোট বিধির এ কট। তুই কি করিবি তাহে উলট-পালট-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্+অ(অচ্)}